হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, লকডাউনের সময় এমন একটা অবস্থা হয়ে গেছিলো যে বাইরে বের হওয়া সম্ভব না, এহেন মুহূর্তে একমাত্র সম্বল ছিলো হাতে থাকা মোবাইল। এরকম অবস্থায় আপনার মত আমিও কয়েকটি ছোট খাটো ইনভেস্ট সাইটে কাজ করতাম, কিন্তু ইনভেস্ট অনুযায়ী প্রফিট পেয়ে পোশায়তো না। খুবই সংকটে পরে গেছিলাম। নিজের কিছু টাকাও লকডাউনে নষ্ট করে ফেলছিলাম। সে সময়টিতে যদি স্টিমিট প্লাটফর্মের খোজ পেতাম অনেক ভালো হত।
যাইহোক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। তবে intra day treding এর সাথে আপনি পরিচিত হওয়ার পরে, কী হলো? সেটা জানার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।