ছবিটি স্কিনশট এর মাধ্যমে সংগৃহীত
Hello,
My dear friends.
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সমনে একটি নাটকের রিভিউ করবো।আশা করি সবার ভালো লাগবে।আর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমরা সবাই কমবেশি নাটক দেখে থাকি।আমি নিজেই অনেক নাটক দেখে থাকি।আর আজকের যে নাটকের রিভিউ দিতে চলেছি এটা কিন্তু আমাদের দেশে ছাড়াও বাহিরের দেশেও অনেক জনপ্রিয়তা লাভ করেছে।আমাদের দেশে এমন ছেলে বা মেয়ে খুব কমই পাওয়া যাবে যারা এই নাটক দেখে নি। আমি কমপক্ষে সাত থেকে আট বার এই নাটক দেখেছি।আনরা যদি টপ পাঁচটি নাটক বাছাই করি তাহলে সেগুলোর মধ্যে এটা একটি।
নাটকের নাম | বড়ো ছেলে |
---|---|
প্লাটফর্ম | ইউটিউব |
পরিচালক | মিজানুর রহমান আরিয়ান |
অভিনয়ে | জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী, খালেকুজ্জামান আরও অনেকে। |
সময় | ১:০০:৩ সেকেন্ড |
নাটকের শুরুতেই আমরা দেখতে পাই যে, একটি মধ্যবৃত্ত পরিবার। এখানে অপূর্বের বাবা ছিলো একজন স্কুল টিচার।কিন্তু তার চাকরি থেকে অবসর নেওয়ার সময় চলে আসে।এজন্য তিনি খুব চিন্তিত ছিলেন।কারণ তার পরিবারের সকল খরচ তিনিই বহন করতেই। এই তার বড়ো ছেলে অর্থাৎ অপূর্ব তার ও কোন চাকরি নেই। তিনি টিউশনি করিয়ে যতোটুকু সম্ভব পরিবারকে সাহায্য করে।এইদিকে তার বাবা এই বিষয়টি নিয়ে খুব চিন্তায় পড়ে যায় তার ছেলের চাকুরি নিয়ে।মাএ দুই মাস পর তার বাবা চাকুরী থেকে অবসর নিবেন আর সমস্ত দ্বায়িত্ব পড়বে তার ছেলের উপর।
ছবিটি স্কিনশট এর মাধ্যমে সংগৃহীত
এইদিকে অপূর্ব মেহজাবিন এর সাথে একটা রিলেশনশিপ এ আছে।মেহজাবিন এর পরিবার এদের চেয়ে ভালো।তাদের গাড়ি,বাড়ি,টাকা সবই আছে।কিন্তু তাদের ভালোবাসা ছিলো একদম মন থেকে।মেহজাবিন কিন্তু আমাদের বড়ো ছেলের বিষয়ে সবকিছুই জানতো।তাদের মধ্যে বেশকিছু সময় ফোনে কথা হয়। তারপর যখন অপূর্ব বাসায় আসে তখন তার বাবা তার একটা স্কুলের ছাএ ছিলো যে এখন একজন বড়ো অফিসার তার অফিসের ঠিকানা দিয়ে সেখানে যেতে বলে।আমাদের নাটকের বড়ো ছেলেও পরেরদিন সেখানে যায় দেখা করতে।কিন্তু টাকা ছাড়া তো কেউ আর চাকুরী দিবে না সেই জন্য সেখান থেকে তাকে মন খারাপ করে ফিরতে হয়।
ছবিটি স্কিনশট এর মাধ্যমে সংগৃহীত
ফেরার পথে সে মেহজাবিন এর সাথে দেখা করতে যায়।মেহজাবিনের বাদাম খুব পছন্দের ছিলো। তাই অপূর্ব সবসময় বাদাম নিয়ে যেতো।তারপর তাদের একসাথে অনেক ভালো সময় কাটায়। আর ব্যাকগ্রাউন্ড এ খুব সুন্দর একটা মিউজিক বাজতে থাকে।যেটা আমাদের সবারই মন কেড়ে নিয়েছে।তারপর অপূর্ব বাসায় চলে আসে।এদিকে তার বাবার ও রিটার্ন হয়ে গেছে পরিবারের কতো চিন্তা।ইতিমধ্যেই মেহজাবিন ফোন করে। ফোনে কথা বলতেই সে বুঝতে পারে অপূর্বের মন খারাপ কিন্তু আমাদের বড়ো ছেলে তাকে সে বিষয়টা বুঝতেই দেয় না।এটা মনে হয় সত্যিকারের ভালেবাসা।
ছবিটি স্কিনশট এর মাধ্যমে সংগৃহীত
তারপর আমরা দেখতে পাই মেহজাবিনের বাবা তাকে দিয়ে দিতে চায়। সে বিয়ের জন্য পাত্র ও দেখছে।কিন্তু মেহজাবিন রাজি হচ্ছিলো না।কারণ সে তো অপূর্বকে ভালোবাসে।রাতে অপূর্ব বাসায় এসেই মেহজাবিনকে ফোন করে। কিন্তু আজ মেহজাবিন এর মনটা খুব খারাপ ছিলো। তারপর পরেরদিন তাকে দেখা করতে বলে।সেখানে দেখা করে মেহজাবিন সবকিছু তাকে বলে।তারপর কান্না ভরা গলায় কথা বলতে থাকে।তারপর অপূর্ব তাকে বলে যে তার বাবার পছন্দের মতো তাকে বিয়ে করতে।একটা ছেলে কতোটা কষ্ট নিয়ে এই কথা বলে সেটা যারা সত্যিকারে ভালেবাসে একমাত্র তারাই যানে ভালেবাসার মানুষ হারানো কতটা কষ্টের।
ছবিটি স্কিনশট এর মাধ্যমে সংগৃহীত
মেহজাবিন এর বিয়ের তারিখ ও ঠিক হয়ে যায়। তারা শেষ বারের মতো দেখা। অশ্রু ভেজা চোখে তারা দুইজন কথা বলতে থাকে।সত্যি বলতে নাটকের এই অংশটুকু দেখে সবারই চোখে জল চলে আসে।এই চাকুরির জন্য পূর্ণতা পায় না অনেক ভালোবাসা।বুকে হাজারো কষ্ট নিয়ে বিদায় দিতে হয় প্রিয় মানুষের। এখানেই নাটকের সমাপ্তি ঘটে।
ছবিটি স্কিনশট এর মাধ্যমে সংগৃহীত
আজকের মতো এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় পাইলে অবশ্যই নাটকটি দেখবেন।আল্লাহ হাফেজ।
আমি মাঝে মধ্যেই বাংলাদেশের নাটক দেখি এবং সৌভাগ্যবশত"বড় ছেলে" নাটকটি আমি দেখেছি। নাটকটির কাহিনী সত্যিই অনেক সুন্দর এবং বাস্তবিক। বাস্তবে অনেক ছেলের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটে, যেখানে বেকারত্বের কারণে তাদের ভালবাসাও মূল্যহীন হয়ে যায়।
নাটকটি দেখে সত্যিই আমার অনেক খারাপ লেগেছে। কারণ বেকারত্ব মানুষের জীবনে কতটা অসহায়ত্ব নিয়ে আসতে পারে, সেটা এই নাটকটিতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি এই নাটকে অপূর্ব এবং মেহজাবিনের অভিনয় অসাধারণ। আমি নিজে ব্যক্তিগতভাবে বেশিরভাগ ক্ষেত্রেই অপূর্বর অভিনীত নাটক দেখতে পছন্দ করি। আর তার মধ্যে এই নাটকটি একটি অন্যতম নাটক।
ধন্যবাদ এই নাটকটি সম্পর্কে এত সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন।
We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .
Regards
@sampabiswas (Moderator)
Incredible India
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দিদি পোস্ট টি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর অনেক পুরনো একটি কাহিনী মনে করিয়ে দিলেন ভাই। আমি যখন প্রথম বড় ছেলে নাটক দেখি তাহলে আমিও পুরো ঘটনা দেখে মেনে নিতে পারিনি। নাটকটি দেখে আমার চোখের কোনে পানি জমা হয়েছিলো। শেষ সময় আমি কেদেই দিয়েছিলাম। নাটকটি সত্যিই অনেক বাস্তবধর্মী।আমাদের সমাজে এমন এমন অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। নাটকটি আমি কম করে হলেও পাঁচবার দেখেছি। ধন্যবাদ আপনাকে নাটকটি সম্পর্কে এত সুন্দর একটি রিভিউ লেখার জন্য। ভালো থাকবেন সব সময় প্রিয় ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড় ছেলে নাটকটি দেখে অনেকেই কেদেছে ৷ এই নাটকে বুঝানো হয়েছে একটি পরিবারের বড় ছেলের কতটা দায়িত্ব নিয়ে পরিবারের সাথে থাকতে হয় ৷ সে তার দায়িত্ব নিতে গিয়ে তার ভালোবাসার মানুষটিকেও হারিয়ে ফেলে ৷ আমি ও কেদেছি এই নাটক টি দেখে ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit