Hello,
My dear friends.
যে যেখানেই আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছেন। আজকের পোস্টে আমি একটি আদর্শ সড়কের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।
অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের সড়ক ব্যবস্থা কেমন উন্নত নয়।যার ফলে আমরা প্রায়ই যানজটের শিকার হয়। আমাদের খুব মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।সর্বপ্রথম আমি তো জানতে হবে সড়ক কাকে বলে এবং সড়কের বৈশিষ্ট্য কপমন হতে হবে?সড়ক মূলত যার উপর দিয়ে যাএী এবং মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় তাকে সড়ক বলা হয়।সড়ক নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী হল পাথর খন্ড, মাটি কাটার যন্ত্র, শ্রমিক ইত্যাদি। সড়ক প্রধানত দুই ধরনের হয়ে থাকে। স্থায়ী সড়ক এবং অস্থায়ী সড়ক।এসব সড়কের বৈশিষ্ট্য ও আলাদা আলাদা হয়ে থাকে।আদর্শ সড়ক নির্মাণে একজন দক্ষ সিভিল ইন্জিনিয়ার দরকার হয়। যে সমস্থ কাজ খুব সুন্দর ভাবে করতে পারবে।কারণ কাজ যদি ভালো না হয় তাহলে রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
এতে গেজ সুষম ও সঠিক হবে, কোনো অবস্থাতেই নির্ধারিত গেজ এর কম বা বেশি হবে না।এতে চাকা ও রেলের মধ্যে ন্যূনতম ঘর্ষণ উৎপন্ন হবে। এর যে-কোনো অংশের মেরামত, পুনঃস্থাপন, নতুন স্থাপন ও ক্ষতিগ্রস্ত অংশবিশেষের মেরামত বা নতুন স্থাপনের সুযোগ থাকতে হবে।এর অ্যালাইনমেন্ট যথার্থ হতে হবে এবং ট্র্যাকে অসামঞ্জস্যতা বা মোচড় থাকবে না।এর সোজা দৈর্ঘ্যের অংশে রেলের লেভেল একই থাকবে এবং বাঁকে প্রয়োজনীয় সুপার এলিভেশন দিতে হবে।
এতে প্রয়োগকৃত ঢাল সুষম হবে এবং ঢালের পরিবর্তনে উল্লেখ বাঁক দিতে হবে।এর সন্তোষজনক স্থিতিস্থাপক গুণ থাকবে।এতে উত্তম যথোপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা থাকবে। এটা এমনভাবে ডিজাইন করতে হবে যেন ট্রেনের ভার এর উপর সমভাবে পড়ে। এর সন্তোষজনক ল্যাটারেল রিজিডিটি ও স্টিফনেস থাকবে যেন প্রসারণ, পার্শ্ব ধাক্কা ও কেন্দ্রাতিগ বলের বিপরীতে টিকে এটার জয়েন্ট, পয়েন্ট এবং ক্রসিং সঠিক ডিজাইনের হবে এবং এগুলো সহজে যথাযথভাবে মেরামত করা যাবে।
এতে লাইন চ্যুতিতে ক্ষতিগ্রস্তের পরিমাণ কম হবে।এর মেরামতে ন্যূনতম খরচ হবে।স্টেশন এলাকায় এতে কোনো ঢাল থাকবে না।বাঁকে এর ডিজাইন যথাযথ হবে।স্বাভাবিক মাত্রার ক্রিপে এতে বিচ্যুতি ঘটবে না।আদর্শ সড়ক ব্যাবস্থার ফলে দূর্ঘটনার হার খুব কম হবে।এতে যাএীর অনেক দূরের রাস্তা ও ভ্রমণ করতে পারবে খুব আরামদায়ক ভাবে।নির্দিষ্ট দূরত্বে রাস্তার বাঁক দেয়া হয়ে থাকে। এর ফলে গাড়ি খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোন পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Amigo es muy bueno contar con un sistema vial ideal para toda la población ya que alivia un poco tráfico en la ciudad y la persona pueden realizar sus actividades un poco más fácil. Saludos y bendiciones.🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit