ফলের রাজা আম।

in hive-120823 •  2 years ago 

IMG_20230423_213449.jpg

Hi,
My Dear Friends.
আপনাদের সকলের প্রতি রইলো সালাম এবং ভালোবাসা।আশা করি সবাই এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে আমাদের চারপাশে শুধু ফল আর ফল। যার বেশির ভাগই খাওয়ার উপযোগী। এসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফল হলো আম। আমাদের দেশে প্রচুর পরিমানে আম পাওয়া যায়। এমনকি এই আম বিক্রি করে অনেকেই অর্থ ও উপার্জন করছে।আজকের পোস্টে আমি আম নিয়েই আলোচনা করবো।

বাসা থেকে বের হলেই চারদিকে শুধু দেখতে পাই বিভিন্ন ধরনের ফল আর ফল।যেমন : আম, লিচু,কাঁঠাল, জাম জাম্বুরা ইত্যাদি। এসবের মধ্যে আমই একটি ফল যা কাঁচা অবস্থাতেও খাওয়া যায় আবার পাকা অবস্থায় ও খাওয়া যায়। এই আমে থাকে ভিটামিন-সি,ভিটামিন-ই। এগুলো আমাদের মুখের বিভিন্ন ধরনের ক্ষত নিরাময় করতে ব্যাপক সাহায্য করে।

IMG_20230423_213727.jpg

আম প্রথম অবস্থায় সবুজ থাকে এবং পাকলে তা হলুদ বর্ণ ধারণ করে।এক বিকালে বাসা থেকে বের হতেই চোখে পড়লো আম।তো ভাবলাম তাহলে আজকে আম খাওয়া হোক। তাই দেরি না করে বাসা থেকে সারাদিন রান্না ঘরে চলে গেলাম সেখান থেজে পরিমাণ মতো শুকনা মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল এগুলো নিয়ে একটু ঝাল ঝাল করে মলম বানিয়ে নিয়ে বাসা থেকে বের হলাম।

বাসা থেকে বের হয়েই বন্ধুদের সাথে দেখা। তাদের বললাম আজকে আম খাইতে যাবো। সবাই মিলে চলে গেলাম মাঠে।বাড়ির গাছের আম যতো মিষ্টি বা ভালোই হোক না কেন খাইতে মন চায় না। কিন্তু অন্যের গাছের আম যদি টক ও হয় তবুও খাইতে স্বাদ লাগে। এটা বলতে পারেন বাঙালিদের একটা স্বভাব। তো বেশি দেরি না করে চলে গেলাম মাঠে।এই মাঠের গাছের আম বেশ ভালোই লাগে কারণ গতবছর ও খাওয়া হয়ছিলো।

IMG_20230423_213648.jpg

আমের গাছে পৌছালাম ঠিকই কিন্তু কেউ আর গাছে উঠতে চাচ্ছে না।আর সেখানে আম পারার মতো কোন কিছু পাচ্ছিলাম ও না।বেশকিছুক্ষণ খোঁজা খুঁজি করার পর একটা বাঁশ পওয়া গেলো।সেটাই আমাদের চম পারার অস্ত্র হিসাবে কাজে লাগলো।তারপর বেশ কয়েকটা আম পারা হলো।বেশি আম না পাড়ায় ভালো কারণ নষ্ট করে তো আর লাভ নাই। তারপর আমগুলো ভালোভাবে একজন ছিলতে শুরু করলো।আমি ওই মলম গুলো বাহিরে বের করলাম। আম দেখেই তো আমার জিহবাই পানি চলে আসলো।আমি প্রথমেই এক টুকরো আম নিয়ে খেলাম। বেশ ভালোই লাগছিলো আমগুলো।

IMG_20230423_213617.jpg

দেখতে দেখতে সন্ধা হয়ে গেলো।বিকালের সময়টুকু কীভাবে কাটলো বুঝতেই পারলাম না।আসলে আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে কিন্তু মন খারাপের সময় কাটেই না।

এই ছিলো আজকের পোস্ট। আশা করি সবার ভালো লাগবে। গ্রামের এই সময়গুলো অনেকবেশি মনে পড়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidOppo A31
Camera16M Dual camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@mjmoshiur

Q.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  2 years ago (edited)
DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
Gpt
300+ Words
Club5050
Voting CSINa
Quality8/10
Feedback / Observation
  • আম খাবেন অথচ কেউ গাছে উঠবেন না তা কি হয় নাকি! রক্ষা যে ব্রাশটা পেয়েছিলেন সৌভাগ্যবশত। তবে বেশ কিছু আমি পেয়েছিলেন দেখছি।

  • সেই সাথে দেখলাম ঝালের ও সুব্যবস্থা রয়েছে, আপনাদের সাথে। অনেক ভালো লাগলো ভাই আপনাদের আমি খাওয়ার অনুভূতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .

Regards
@piya3 (Moderator)
Incredible India

4IJbBnRVy9Iq78L7aK.gif

ধন্যবাদ জানাই সুন্দরভাবে পোস্টগুলো ভেরিফাই করার জন্য। একই সাথে সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

আম অনেক টেষ্টি আমের ফলে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে ৷ তাছাড়াও আমের আচার পাওয়া যায় সেই শুকনো আমের আচার গুলো খেতে অনেক টেষ্টি হয়ে থাকে ৷ পাকা আম খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

কাঁচা আম তাও আবার বন্ধুবান্ধব মিলে শুকনো মরিচ দিয়ে খেয়েছেন। বিষয়টা দেখে বেশ ভালো লাগলো। আসলে আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।

বিকেলের সময় টা দেখছি আপনারা বেশ ভালই কাটিয়েছেন। আম খেয়েছেন সবাই মিলে। আসলে আপনার পোস্টে আম গুলো দেখে,,, আমার নিজেরই লোভ লেগে গেল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার। জন্য আপনার আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন। সৃষ্টিকর্তা সব সময় আপনাকে ভালো রাখুক। এই কামনাটাই করছি।

এই আম অনেক লাভজনক একটি ব্যবসা। এই মৌসুমে আম কাঁঠাল লিচু অর্থাৎ ফল-ফলাদি অনেক উৎপাদিত হয়।

এই লাভজনক আম এর কিছু কথা উল্লেখ করেছো তুমি, আমি এর মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য উপকার ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিন বা পুষ্টিকর বিষয় রয়েছে যা আমাদের মুখের রুচি বর্ধনে সহায়তা করে।

দেখতে পেলাম তোমরা বেশ আম খাচ্ছ এই ঝালা দিয়ে। বিভিন্ন মসলা একত্রিত করে এইটি তৈরি করা হয়েছে। পরিশেষে একটি বাঁশ দিয়ে আম পারলে তবে বেশি নয় যাতে নষ্ট না হয়।
ধন্যবাদ জানাই এমন একটি পোস্ট আমাদের মাঝে দেওয়ার জন্য