আপনার সুখের মূল্য কতো?

in hive-120823 •  2 years ago 

pexels-photo-4386433.jpegpexels

হাই,
মাই ডিয়ার ফ্রেন্ডস।

আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সুখ শব্দেটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত।আজকের পোস্টে আমি এই সুখ শব্দ নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

প্রথমেই আমাদের বুঝতে হবে সুখ আসলে কি। আমরা অনেকেই এটা ভাবি যে, যায় হয়তো অনেক টাকা,পয়সা,ধন, সম্পদ,গাড়ি,বাড়ি আছে সেই হয়তো সুখী মানুষ। এটি সম্পূর্ণ ভুল ধারণা।এসবকিছু থাকলেই যে মানুষ সুখী হবে এমনটা নয়।কোন ব্যাক্তি যদি অসৎ পথ থেকে টাকা উপার্জন করে তাহলে সে কখনোই সুখী হতে পারবে না।

বর্তমান সমাজে এমনও ব্যাক্তি আছে যার টাকা,পয়সা,ধন সম্পদ এসব কিছুই নেই।তবুও সে সুখী। সবসময় হাসিখুশি থাকে,সুন্দরভাবে জীবন যাপন করে। কারণ সে সৎপথে টাকা উপার্জন করে। তার কোন টেনশন বা চিন্তাও থাকে না।সৎ পথে থাকলে,সঠিক পথে চললে তার কখনও দুঃখ বা হতাশের সম্মুখীন হতে হবে না।

pexels-photo-5389626 (1).jpegpexels

আগে যখন আমি ছোট ছিলাম তখন দুই টাকাই আমার কাছে অনেক কিছু। এই দুই টাকা পাইলে মনে হতো পুরো পৃথিবী কিনতে পারবো। এর মতো আনন্দ যেন আর কোথাও পেতাম না।কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই সুখের মূল্য পৌঁছে গেছে হাজার টাকায়।কাছে হাজার টাকা থাকলেও আগের মতো সুখ খুঁজে পাওয়া যায় না। কারণ এখন কাছে সবসময় টাকা থাকেই বিধায় সুখ শব্দটা অপিচিত হয়ে গেছে।

এই সুখের জন্য মানুষ কতো কিছুই না করে। সারাদিন-সারারাত এক করে কাজ করে শুধু একটু সুখের জন্য। এ পৃথিবীতে সবাই চায় সুখে থাকতে কিন্তু কেউ পারে আবার কেউ পারে না।সুখ জিনিসটা পথে পড়ে থাকে না। এটি আমাদের অর্জন করে নিতে হয়।একজন বাবা চায় তার ছেলে যেন সুখে থাকে। সেই ছেলের সুখের জন্য সারাক্ষণ কতো চলে চিন্তাি না করে এর ফলে তার নিজেরই সুখে থাকা হয় না।

সুখ ভবিষ্যতের জন্য নয় বরং সুখ হলো বর্তমানের।কারণ আজ যেটা আপনার কাছে আছে গতকাল সেটা অন্যের কাছে ছিলো আবার আজ যেটা আপনার কাছে আছে হয়তোবা আগামীকাল সেটা আপনার কাছে থাকতে নাও পারে।সুতরাং যার কাছে যা আছে সেটা নিয়েই সুখে থাকতে হবে। মানুষ যতটা সুখী হতে চাইবে ঠিক ততোটাই সুখী হতে পারবে।সুখের কোনো পরিসীমা নাই।

pexels-photo-3771097.jpegpexels

জীবনে সুখী হতে হলে আমাদের দুটি কাজ অবশ্যই করতে হবে। হয় পরিস্থিতি বদলাতে হবে না হলে পরিস্থিতির সাথে নিজেকে বদলাতে হবে। তবেই সুখের সন্ধান মিলবে।আপনি বা আমি কে এটার উপর সুখ নির্ভর করে না। আমাদের চিন্তা ভাবনা কেমন সেটার উপর সুখ নির্ভর করে। আমার পরিবার ধনী বা গরিব সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো পরিবার বর্তমানে কতোটা সুখী।

সুখ আমাদের নিজেদেরকেই অর্জন করে নিতে হবে। কেউ চাইবে না যে আপনি সুখে থাকেন।সবাই চাইবে কীভাবে আপনার সুখ নষ্ট করা যাবে।সকলের কথা উপেক্ষা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।তবেই সুখের সন্ধান মিলবে। সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না।

আজকের মতো এখানেই শেষ করছি।সবার সুস্বাস্থ্য কামনা করি।

TQ.png

Q.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

অসৎ পথে অর্থ উপার্জন করে কখনো সুখী মানুষ হওয়া যায় না। কেননা সেই অসৎ উপার্জন দুশ্চিন্তা এবং অসৎ মানুষের দিকে ধাবিত করে।

এটা একদমই সঠিক যার অর্থ করি নেই কিংবা মনের দিক থেকে শান্তিতে আছে সে ব্যক্তি প্রকৃত সুখী। মনে পড়ল তোমার কথায় সেই ছোটবেলায় দুই টাকার কয়েন পেলে আমরা হতো দুনিয়াটাই কিনতে পারবো।
#miwcc

সুখের খোঁজের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। মানুষ গাছতলাতেও সুখী হয় আবার রাজপ্রাসাদেও অসুখী থাকে। আপনার অভিজ্ঞতার সাথে আমিও একমত। অর্থের মূল্য আমাদের জীবনে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু সুখ অমূল্য।

সুতরাং যার কাছে যা আছে সেটা নিয়েই সুখে থাকতে হবে। মানুষ যতটা সুখী হতে চাইবে ঠিক ততোটাই সুখী হতে পারবে।সুখের কোনো পরিসীমা নাই।

একদমই ঠিক বলেছেন, আমাদের কাছে যা আছে সেটা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমরা অল্পতে যদি সন্তুষ্ট থাকতে পারি। তবেই আমরা সুখে থাকতে পারবো।

অসৎ পথে টাকা উপার্জন করে, কখনো সুখ পাওয়া যায় না। টাকা দিয়ে হয়তো বা দামি খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না।

সৎ ব্যক্তি সবসময় ভালো থাকে। সৎ পথে যারা চলে তারা সব সময় নিজেদেরকে সুখী মনে করে। তারা অল্পতেই সন্তুষ্ট থাকে।

আমাদের মানুষের চাহিদার কোন শেষ নেই। তাই সুখের খোঁজে আমরা অনেক দূর হয়তো বা চলে যাই। কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাই না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

টাকা সবারই রয়েছে কম বেশি ৷ শুধু রয়েছে চাহিদা ৷ আসলে চাহিদা টা যার যেমন টাকা তার তেমন চাহিদা থাকা উচিত ৷ তাহলেই দেখবেন জীবন অনেক সুখের ৷

টাকা আছে কম আর চাহিদা বেশি তাহলে দেখবেন জীবনে অনেক বাধা আসবে ৷ আপনার চাহিদা কমান দেখবেন যে টাকা আছে আপনার কাছে সেই টাকাতে আপনি অনেক খুশি থাকবেন ৷

ধব্যবাদ আপনাকে ৷

#miwcc

সুখ হলো আপেক্ষিক বিষয়। অর্থাৎ টাকা, পয়সা, বাড়ি, গাড়ি দিয়ে এটিকে কেনা যাবে না। এই সুখ পাওয়ার জন্য মানুষ কত কিছু করছে। কিন্তু তবুও সুখী হচ্ছে না। কারণ সুখ তো আমাদের মাঝেই থাকে সেটা উপলব্ধি করাটাই হলো বিষয়।

অর্থাৎ আপনার কাছে যা আছে, সেটুকু নিয়েই যদি সুখী না হয়ে চাহিদার পরিমাণ বাড়িয়ে ফেলেন তাহলে আপনি কোনোদিন ই সুখী হতে পারবেন না। চাহিদা এবং লোভ এই দুটোই সুখ নষ্ট করার জন্য যথেষ্ট। এজন্য জীবনে সৎ উপায়ে যতটুকু পেয়েছেন সেটুকু নিয়েই সুখে থাকতে শিখুন।

ধন্যবাদ আপনাকে এত গুরুত্ব পূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

#miwcc