Hi
My dear friends.
আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে সততা এবং সত্যবাদী নিয়ে আলোচনা করবো।
একজন মানুষের চরিত্র, তার বৈশিষ্ট্য কেমন তা সম্পূর্ণ নির্ভর করে তার সততা ও সত্যবাদীতার উপর।সততা একটি মহৎ গুণ।যা মানুষকে আকৃষ্ট করে তোলে।সবাই সত্যবাদি মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে। কারণ সবাই জানে সে কখনো অন্যায় কিছু করতে পারে না।একজন সৎ ব্যক্তি কঠোর পরিশ্রমিক হয়ে থাকে। তার সবকিছু হালাল উপার্জন হয়ে থাকে। তার পরিবারে সবসময়ই শান্তি বিরাজ করে।
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস বয়ে আনে।সত্য কখনো লুকিয়ে থাকে না। সত্যবাদিরা কখনোই মিথ্যার আশ্রয় গ্রহণ করে না।মানুষ ভুলের উর্ধে নয়। মানুষ মাএই ভুল। যে ব্যাক্তির মধ্যে সততা রয়েছে সে অন্যের ভুল ধরিয়ে দেয় এবং ক্ষমা করে দেয়। কারণ ক্ষমা একটি মহৎ গুণ।
কিন্তু আমাদের মধ্যে সততা এবং সত্যবাদি এই দুটোই অনেক অভাব।আমি একটা ছোট বাস্তব উদাহরণ দিতে চাই। যেমন হলো: এই রমজান মাসে সবকিছুর মূল কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আগে একটা লেবু ছিলো ২ টাকা কিন্তু এখন সেই লেবু ৫ টকা।এর মূল কারণ হলো সততার অভাব।আমরা অসৎ পথে টাকা উপার্জন করতে ভালোবাসি। কারণ সেখানে পরিশ্রম করতে হয় না।
নিজে সৎ থেকে ঠকে গিয়েও মনে শান্তি লাভ করা যায়।বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই প্রবাদটির সাথে আমাদের জীবনের অনেক মিল রয়েছে।অসৎ পথে থেকে শান্তি লাভ করা যাবে এমন ভাবনা চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই না।
আপনার সততার সুযোগ নিয়ে অনেকেই কটুক্তি করবে। কিন্তু এতে তাদের কোন লাভ হবে না।বর্তমান সময়ে সততা এবং সত্যবাদী মানুষের অনেক অভাব।আর যদি কোন ব্যাক্তি সততার সঙ্গে জীবন যাপন করে তাহলে দেখা যায় এই সমাজের মানুষ তার সাথে অন্যার অত্যাচার করার চেষ্টা করে ।
মানুষ কিন্তু তার শরীরে সত্যবাদির সার্টিফিকেট নিয় ঘোরে না।এটা প্রকাশ পায় তার ব্যাবহার,আচার-আচরণ ইত্যাদির উপর।সত্যবাদীরা কখনোই অন্যায়ের সামনে মাথা নতো করে না।বরং তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যায়।
আমাদের সকলের উচিত সত্য কথা বলা এবং সততার সঙ্গে জীবন যাপন করা।কারণ এই দুটোই আমাদের জীবনের সফলতা বয়ে আনে।সততার বিকল্প কোন পথ নেই।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন, ধন্যবাদ।
সততা একটি মহৎ গুণ। এই গুনটি সবার মাঝে থাকে না। সৎ পথে চলে অল্প ইনকাম করে অনেক শান্তিতে থাকা যায়।
আবার সত্যবাদিতা সবাই অর্জন করতে পারে না। বর্তমান সবাই শুধু মিথ্যা কথা বলে। অসৎ এবং মিথ্যাচারে ভরে গেছে দুনিয়াটা। এত সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ভালো থেকো আর সব সময় সৎ পথে চলো।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ বন্ধু এতো সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সততা অনেক মূল্যবান একটা সম্পদ যেটা কিনা সবাই অর্জন করতে পারে না।
সৎ মানুষকে কেউই পছন্দ করেনা, বর্তমান সমাজে আপনি ঠিকই বলেছেন। সৎ মানুষ কখনোই সত্যবাদীর সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় না, নিজের শরীরের সাথে। তাদের পরিচয়টা পাওয়া যায় তাদের ব্যবহারে।
সত্যবাদী লোক কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। তারা সব সময় মাথা উঁচু করে সততার সাথে বেঁচে থাকার চেষ্টা করে। এতে তাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন।
অসংখ্য ধন্যবাদ, আপনাকে সততা নিয়ে সৎ মানুষ নিয়ে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যের জয় সবসময় হয়ে থাকে আমরা যদি সৎপথে বা সত্য কথা বলে চলি তাহলে যে কোন একটি পথ খুঁজে পাওয়া যায় সৎপথে চললে বা সৎ পথে রোজগার করে চললে নিজেকে অনেক ভালো লাগে।
কিন্তু যে কোন টাকা পয়সা বা দুর্নীতি করে যদি আমরা চলে তাহলে নিজের মনেও একটি ভায় ভায় করে চলতে হয় যাইহোক আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সততা জিনিস টা সবাই অর্জন করতে পারে না ৷ সততা অর্জন করতে হলে আমাদের যত সব ধরনের খারাপ অভ্যাস এবং খারাপ চিন্তা ধারা পরিবর্তন করতে হবে ৷
তার পাশাপাশি মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে ৷ একে ওপরের পাশে দাড়িয়ে তাকে সাহায্য করতে না পারলেও অনুপ্রেরণা জাগিয়ে তোলতে হবে ৷
তাহলেই একটি মানুষের সততা তার জীবনে খুজে পাওয়া যাবে এবং সেই ব্যাক্তি সততাবান হওয়ার যোগ্যতা রাখে ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি খুব সুন্দর মুল্যবান একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit