ঐতিহ্যবাহি টেঙ্গামাগুর মেলা।

in hive-120823 •  2 years ago 

IMG20230509133306.jpg

Hello,
Everyone.

সকলের প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আজকের পোস্টে আমি আপনাদের সাথে একটি ঐতিহ্যবাহী মেলায় কাটানো সময় নিয়ে আলোচনা করবো।

আজকে আমি একটি ঐতিহ্যবাহী মেলায় গিয়েছিলাম। মেলাটির নাম হলো টেংগামাগুরের মেলা।যদিও নামটি হয়তো আপনাদের কাছে একটু ভিন্ন রকম লাগলেও এই নামে মেলাটি ভিষণ পরিচিত।এই মেলার অনেক বড়ো বড়ো মাছ,বিভিন্ন ধরনের পিঠা,বিভিন্ন ধরনের ফুল, রস,ছোটদের খেলনার জিনিসপত্র, নাগর দোলা সহ হরেক রকমের আসবাবপত্র দেখতে পারবেন এই মেলায়।যা আপনার মনকে আনন্দিত করে তুলবে।তাছাড়া এই মেলায় আমি মোটরসাইকেল খেলাও দেখতে পারলাম।এই খেলাটি আমি অনেক আগে দেখেছি।

IMG20230509133025.jpg

যদিও যানতাম না আজকে এই ঐতিহ্যবাহী মেলা।কারণ পড়াশোনার চাপ তারমধ্যে আবার পরীক্ষা চলতিছে সেহেতু কোথায় মেলা হচ্ছে সে বিষয়ে কোন খোজ খবর ও নেওয়ার সময় নাই।পরীক্ষা শেষে বাহিরে যখন বন্ধুদের সাথে পরীক্ষা নিয়ে আলোচনা করতিছিলাম ঠিক তখন একটা বন্ধু হঠাৎ বলে উঠলো আজকে না কি মেলা হচ্ছে। মেলার কথা শুনে কার আর মন বসে থাকে। তো আমরা সবাই মতামত নিয়ে মেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। যদিও কাল ও পরীক্ষা আছে তবুও আমাদের জীবনে শখ,আনন্দ বলেও তো একটা অধ্যায় আছে।এসবদিন আর পাবো কিনা জানি না।কারণ এটাই আমাদের শেষ সেমিস্টার। এরপর হয়তো আর আমার এভাবে সময় কাটাতে পারবো না।

IMG20230509133250.jpg

তারপর আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যাইতে প্রায় আধা ঘণ্টা সময় লাগলো। তারপর আমরা মেলায় গিয়ে পৌছিলাম।সেখানে গিয়ে দেখতে পেলাম রাস্তার পাশ দিয়ে অনেকগুলো দোকান। যেগুলো বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, ছোটদের খেলনা,বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, ফুসকা ইত্যাদির দোকান। আমি এসব দেখে ভাবলাম এটাই হয়তো মেলা।কিন্তু মানুষের মুখে শুনছি এটা না কি বিশাল বড়ো মেলা কিন্তু আমার কাছে তা মনে হচ্ছিলো না।তারপর একটু সামনে গিয়েই ডান দিকে তাকাতেই দেখতে পেলাম বিশাল জায়গা জুড়ে মেলার দোকান, নাগর দোলা ইত্যাদি।তারপর ঐ দিকেই এগিয়ে যেতে লাগলাম।যেতে যেতে সামনে পড়ো বিশাল বড়ো বড়ো মাছ।যেমন, রুই,বোয়াল,সিলভার আরও অনেক ধরনের।তারপর আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম।

IMG20230509133400.jpg

এভাবে আমরা মেলার মাঝখানে এসে পৌঁছালাম। সেখানে বিভিন্ন ধরনের নাগরদোলা,মেয়েদের জন্য কসমেটিক এর দোকান, ছেলেদের জন্য ঘরি,চশমা,বিভিন্ন রকমের ফাস্ট ফুড এর দোকান সহ আরও হরেক রকমের দোকানপাতি।এগুলো দেখে ভালোই লাগতিছিলো।মেলায় একটি ছোট তাজমহল দেখলাম যেটা আমার অনেক ভালো লাগছে কিন্তু এটার দাম তুলনামূলক অনেক বেশি।এভাবে ঘোরাঘুরি করতে করতে অনেক সময় পার হয়ে গেলো।আমাদের যে কাল পরীক্ষা আছে এটা কারো মনেই ছিলো না। তো মেলায় আর দেরি না করে আবার আমরা সবাই হোস্টেল রুমে এসে গেলাম।

এই ছিলো আজকের মেলায় কাটানো সময় যা আমি আপনাদের মাঝে বললাম।আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidOppo A31
Camera16M Dual camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@mjmoshiur

Q.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার আজকের পোস্টটি দেখে মনে হচ্ছে মেলায় গিয়ে খুবই সুন্দর একটি দিন কাটালেন এবং আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি মেলা থেকে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার আজকের মেলায় কাটানো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর সময় অতিবাহিত হয়েছে এই মেলার মধ্যে। আসলে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু জানা ছিল না কোথায় মেলা হইতেছে।

সেখানে গিয়ে মাছ নাগরদোলা এছাড়াও আরো বিভিন্ন খাবারের স্টল সহ বিভিন্ন স্টল পরিদর্শন করলাম খুবই ভালো লাগলো। সর্বোপরি মেলাটি খুবই ভালোভাবে কাটিয়েছো।


একটি পরামর্শ দেই লেখার সৌন্দর্য বৃদ্ধি হবে। সুতরাং প্রত্যেক তিন থেকে চার লাইন লেখার পর একটি করে স্পেস দিলে ছোট ছোট প্যারা হবে, তখন দেখতে অনেক সুন্দর্য পূর্ণ হয়।

একই সাথে অন্যদের পোস্টগুলোতে ভিজিট করার পাশাপাশি upvote প্রদান করে নিজের voting CSI বৃদ্ধি কর।(ধন্যবাদ)

ধন্যবাদ বন্ধু এতো সুন্দর মন্তব্য করার জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো।

মেলার মধ্যে নাগরদোলা সেটা তো থাকবেই আসলে নাগরদোলা দেখে আমার ভয় লাগে আমি একবার নাগরদোলায় উঠে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

আপনারা বন্ধুরা সবাই মিলে পরীক্ষা শেষ করে মেলায় ঘুরতে গিয়েছেন সেখানে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন যেগুলো দেখে বেশ ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপনাদের মেলায় ঘুরতে যাওয়ার আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক ভালো থাকবেন।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য। আপনিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

যাক আজকে একটা নতুন মেলা সম্পর্কে ধারণা পেলাম আসলে বাংলাদেশে যে মাছের মেলাও হয় আমি এটা আগে জানতাম না আপনার পোস্টটি পড়েই বুঝলাম যে আসলে এই মেলায় বিভিন্ন ধরনের মাছের সমারক ঘটে।

ছোট বড় অনেক ধরনের মাছ এই মেলায় পাওয়া যায় অনেক ভালো লাগলো আসলে এমন একটি মেলা সম্পর্কে জানতে পেরে।

ভাইয়া আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে যেগুলোতে আমরা যাই নি। যার ফলে ঐ মেলা সম্পর্কে কিছু জানতে পারি না।অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।

  • মেলাতে মাছ পাওয়া যায় এটা এর আগে আমি সত্যিই কোথাও দেখিনি বা শুনিনি। তবে আপনার শেয়ার করা ছবি দেখে মনে হল মাছগুলো বেশ অনেকটাই বড়ো আকারের।

  • বাকি মেলাতে যে সকল জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সব কিছুই বড় সুন্দর লাগে। কারণ একটা জায়গার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস একসাথে পাওয়া যায়। পাশাপাশি বন্ধুদের সঙ্গে গেলে তার আনন্দই আলাদা। ঠিক যেমনটি আপনি আনন্দ উপভোগ করেছেন।

  • ধন্যবাদ আপনাকে আনন্দের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।আপনার দিনটি শুভ হোক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।