ব্যাচেলারদের শুক্রবার।

in hive-120823 •  2 years ago 

IMG_20230505_181230_415.jpg

Hello,
Everyone.

সকলের প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং সবাই কে জানায় জুম্মা মোবারক।আপনারা যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আজকে রোজ শুক্রবার। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আজকে আমরা সকলেই আমাদের রুমটি পরিষ্কার করলাম। আজকের পোস্টে আমি এই বিষয় তুলে ধরার চেষ্টা করবো।

আজকে রোজ শুক্রবার। এই দিনটাতেই মূলত আমরা সবাই ফ্রী একটা সময় পাই। তাছাড়া প্রতিদিন সকালে যাইতে হয় কলেজ এ আর আসতে আসতে তিনটা বাজে যায়।কলেজ থেকে আসার পর আর কোন কাজ তো করাই হয় না।কলেজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে গোসল করে সবাই ঘুম। আমাদের রুম সবসময় পরিষ্কার ই থাকে।তবুও আজকে সবাই মিলে রুম পরিষ্কার করলাম। যে যেভাবেই পারি কাজে লেগে গেলাম। রুম ঝাড়ু দেওয়া,ময়লা আবর্জনা পরিষ্কার করা,রুমের বাহিরের দিকে পরিষ্কার করা সহ সকল কাজ সম্পূর্ণ করলাম।আমাদের রুমে ফ্যান গুলোতে একটু ময়লা জমছিলো সেগুলোও মুছলাম।আসলে একসাথে যখন কোন কাজ করা হয় তখন কাজ করার জন্য আগ্রহটা আরও বেড়ে যায়।

IMG20230507162327.jpg

আমরা সবাই একসাথে রুম পরিষ্কার করতে কাজে লেগে গেলাম। রুম পরিষ্কার শেষে আমরা সবাই মিলে গেলাম গোসল করতে।আজকে আমরা সবাই একজায়গায় মটর দিয়ে গোসল করলাম। অনেক মজা হলো গোসল করার সময়।কাজ শেষে ক্লান্ত শরীরে যখন ঠান্ডা পানির স্পর্শ করে তখন আরও ভালো লাগে।তারপর বিকাল বেলা আমরা সবাই চলে গেলাম নদীর ঘাটে আড্ডা দিতে।আমাদের বিকালের সময়টুকু সেখানেই কাটাই প্রতিদিন।আমরা সাথে করে আম নিয়ে যাই সেখানে গিয়ে আম খাই আর আড্ডায় মেতে উঠি।বিকাল থেকে সন্ধা পর্যন্ত আমাদের সময় সেখানেই কাটানো হয়।আমরা সেখানে বিভিন্ন ধরনের গান ও বলে থাকে।সেখানে গেলে আমাদের যদি মন খারাপ ও থাকে সেটাও ভালো হয়ে যায়।নদীর পাড়ের ঠান্ডা বাতাস যখন বইতে থাকে তখন আরও অনেক ভালো লাগে।

IMG20230504123508.jpg

একজন মানুষের সৌন্দর্য প্রকাশ পায় সে কোন পরিবেশে বসবাস করে,তার আচার-আচরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির উপর।যদি আমাদের পরিবেশই ঠিক না থাকে তাহলে আমরা ভালোভাবে বসবাস করতে পারবাে না, অন্যের সাথে মিশতে পারবো না।আর যাদের পরিবেশ ভালো না তাদের সাথে কেউ মেলামেশা করতে চায় না।আর আমরা যদি অসুস্থকর পরিবেশ এ বসবাস করি তাহলে আমরা নিজেরাও অসুস্থ হয়ে যাবো। তাই আমাদের সকলের উচিত আমাদের পরিবেশ স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা।আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে।শুধু রুম পরিষ্কার করলেই হবে না সেই সাথে আমাদের নিজেদের মনুষত্ব ও পরিষ্কার করতে হবে।

আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের সাথে।আজকের মতো আমার পোস্ট এতোটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidOppo A31
Camera16M Dual camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@mjmoshiur

Q.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

একদমই তাই ব্যাচেলরদের শুক্রবার এমন ভাবেই অতিবাহিত হয় প্রায় সময়। আসলে রুম পরিষ্কার করা এটা অত্যন্ত প্রয়োজন কেননা বাহির থেকে ধুলা বালি উড়ে উড়ে আসে একই সাথে বাহির থেকে যখন ভেতরে আসা হয় এর মাধ্যমে ময়লা আসে।

তাইতো শুক্রবারের দিন সিদ্ধান্ত নেয়া হলো রুম পরিষ্কার করা। একই সাথে ফ্যানগুলো ময়লা হয়েছিল যা উল্লেখিত। এভাবে সবকিছু পরিষ্কার করার পর মটরের পানিতে গোসল দেওয়া।

কাজ শেষে ক্লান্ত শরীরে যখন ঠান্ডা পানির স্পর্শ করে তখন আরও ভালো লাগে।

অনেক সুন্দর একটি বাক্য দেখতে পেলাম। একেবারেই শরীরটা ঠান্ডা পানির স্পর্শে ক্লান্ত শরীর চাঙ্গা হয়ে যায়। অনেক ভালো লেগেছিল সেই সময় যখন এই ক্লান্ত শরীরে ঠান্ডা পানির সংস্পর্শ পেল।

বিকেল বেলার সময় গুলো খুবই ভালো বিশেষ করে যখন নদীর পারে সময় গুলো অতিবাহিত করা যায়।



লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য তিন থেকে চার লাইন অন্তর অন্তর যদি একটি প্যারা তৈরি করা যেত তাহলে লেখার কোয়ালিটির সাথে সৌন্দর্য আরো একটু বৃদ্ধি পেত।(ধন্যবাদ)

শুক্রবারের দিনটা আপনারা,, একটু সময় পান। আর সেই সময়টাকে এই রুম পরিষ্কার করার কাজে লাগিয়েছেন। এটা জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মুসলমান হিসেবে এটা আমরা সবাই মানি।

সবাই মিলে বেশ সুন্দরভাবেই রুম পরিস্কার করেছেন। এরপরে দেখলাম উত্তপ্ত গরমে সবাই নিশ্চয়ই হাপিয়ে উঠেছেন। তাই ঠান্ডা পানির স্পর্শ নেয়ার জন্য। মোটরের পানি ছেড়ে দিয়ে সবাই একসাথে সামনে বসে আছেন।

আসলে সবাই মিলে কাজ করার আনন্দটাই অন্যরকম। কখন যে কাজ শেষ হয়ে যায়। আর কখন যে সে আনন্দটা উপভোগ করা যায়। সেটা হয়তোবা আপনারাই বেশি বুঝতে পারছেন।

আপনাদের ব্যাচেলরদের শুক্রবার বেশ ভালই কেটেছে। আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।