ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্ট -রেসিপি

in hive-120823 •  17 days ago 
1736483973942.jpg

নমস্কার বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ।

অন্যান্যদিনের মতো আজকে ও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ।পুরনো দিনের একটি বাঙালি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব।আজকের রেসিপিটি হচ্ছে "ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্ট "। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই রেসিপি তৈরির প্রক্রিয়ায় ।

প্রয়োজনীয় উপকরণঃ

নামপরিমান
ফুলকপি২টা
মাছের মাথাতিনটা
কাঁচা মরিচ৫ থেকে ৬টি
জিরা১ টেবিল চামচ
লবণস্বাদমতো
চিনি১ টেবিল চামচ
দারচিনিগোটা কয়েক
এলাচ৩ থেকে৪টা
সয়াবিন তেলপরিমান মত
আটা কিংবা চালের গুড়া২ টেবিল চামচ

1736486160885.jpg

1736483974027.jpg

প্রথম ধাপ

1736486160885.jpg

1736483974023.jpg

সবার প্রথমে ফুলকপি গুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি ।

দ্বিতীয়ধাপ

1736483974027.jpg

1736483974002.jpg

মাছের মাথা গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মেখে মাছের মাথাগুলো ভেজে নিলাম ।

তৃতীয় ধাপ

1736483974018.jpg

এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ সাদা জিরা ও তেজপাতা ফুরণ ।তারপর এর মধ্যে দিয়ে দিলাম মরিচ বাটা, লবণ ও হলুদের গুড়া । আমি এখানে বাটা মরিচ ব্যবহার করেছি । এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করা যায় । হাতের কাছে বাটা মরিচ ছিল তাই আমি বাটা মরিচ দিয়ে রান্নাটা করেছি ।

চতুর্থ ধাপ

1736483974013.jpg

1736483974007.jpg

মসলাটা ভালোভাবে কষিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি গুলো ।ফুলকপি গুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য।

1736483973986.jpg

কপিগুলো সেদ্ধ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলি। মাথাগুলোকে একটু ভেঙ্গে ভেঙ্গে দিয়েছি।মাথাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।

পঞ্চম ধাপ

1736483973973.jpg

মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম ভেজে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম ।আটা গুলো দেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ জল।জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম।এখন বলতে পারেন আটা গোলে কেন দিলাম?আটা গুলে দিলাম ঘন্টটা যেন, মাখা মাখা ও আঠালো হয়।

1736483973967.jpg

ঘন্টা প্রায় হয়ে এলো ।এখন এর মধ্যে দিয়ে দেব গরমসলা ও জিরা বাটা । আমি কিন্তু এখানে জিরা গুলো হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার কিছুক্ষণ পর এলাচ দারচিনি ও জিরে গুলো একসাথে শিলপাটায় বেটিনিয়েছি।

1736483973961.jpg

এখন ঘন্টর মধ্যে দিয়ে দিলাম গরমসলা ও জিরাবাঁটা । মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মত চিনি ।

1736483973951.jpg

এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব।

1736483973942.jpg

এই রেসিপিটি কিন্তু খেতে দারুন লাগে! এটা শুধু ভাতের সাথে নয় পরোটা কিংবা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে!

আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু!

তো বন্ধুরা আজ এ পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন । সুস্থ থাকবেন । শুভরাত্রি।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সত্যি কথা বলতে এমন একটা রেসিপি আমার প্রথম দেখা এবং পড়া। ফুলকপি এবং ইলিশ মাছের মাথা দিয়েও যে এত সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি করা যায় এটা আমার অজানা ছিলো।

খুবই ভালো লেগেছে ধাপে উপস্থাপনা করেছেন উপকরণসহ আমার মত নতুন রাধুনীরা দেখে সহজেই তৈরি করতে পারবে, খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ।

আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ইলিশ মাছ এমন একটাই মাছ যায় রান্না করা হয় না কেন খেতে খুবই সুস্বাদু হয়। ফুলকপি খেতে আমার একদমই ভালো লাগেনা। কিন্তু আপনি ইলিশ মাছ দিয়ে রান্না করেছেন ।খেতে নিশ্চয়ই খুব সুন্দর হয়েছিল তবে ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করলে আমারও ভালো লাগবে। প্রত্যেকটা ছবিসহ উপকরণের মাধ্যমে আপনি রেসিপিটি শেয়ার করেছেন। অবশ্যই রেসিপিটি বাড়িতে তৈরি করার চেষ্টা করব। সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঠিক বলেছেন ইলিশ মাছ দিয়ে যা রান্না করা হয় তাই ভালো লাগে।বাসায় একদিন ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে। পোস্ট পরিদর্শন এবং সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমি সাধারণত ফুলকপি রান্না করে খেয়েছি কিন্তু আজকে আপনার পোস্ট ওপেন করার পর সত্যিই আমি অনেক বেশি অবাক হয়েছি নতুন একটা রেসিপি দেখতে পেয়েছি যেটা দেখে বেশ ভালই লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপি ঘন্ট।

আপনি চমৎকার ভাবেই আমাদের সাথে শেয়ার করেছেন কিভাবে আপনি এটি রান্না করেছেন ইনশাল্লাহ অবশ্যই একদিন আপনার রেসিপি ফলো করে রান্না করার চেষ্টা করব অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে নিশ্চয়ই অনেক বেশি মজা হয়েছে ধন্যবাদ চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বেশ মজার একটি নতুন রেসিপি পেলাম। আমি সাধারণত ডাল দিয়ে, চিড়া দিয়ে কিংবা আলু দিয়ে মাছের মাথা রান্না করেছি । কখনো যে এইভাবে ফুলকপি কুচিকুচি করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায় তা আমার জানা ছিল না ।
প্রতিটি উপকরন আপনি খুব সুন্দর ভাবে তালিকার মাধ্যমে তুলে ধরেছেন এবং প্রতিটি ধাপে ধাপে ছবির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার নতুন নতুন রান্নার রেসিপি গুলো পড়তে বেশ লাগে।
এভাবেই আমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করবেন তা থেকে আমরা নতুন নতুন রান্নাও শিখতে পারবো। নতুন রেসিপির অপেক্ষায় রইলাম ।

আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।