নিরামিষ সবজি নুডুলস

in hive-120823 •  24 days ago 
Untitled design (42).png
নমস্কার বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ।

প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ।আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি পোস্ট শেয়ার করব ।আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ।আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল, নিরামিষ সবজি নুডুলস।আমরা সকলেই জানি যে ,নুডুলস তৈরি করতে পেঁয়াজ, রসুন, ডিম ও মাংস লাগে ।কিন্তু এগুলো ছাড়াও শুধু সবজি দিয়ে সুস্বাদু নুডুলস তৈরি করা যায়।পেঁয়াজ ,রসুন ,ডিম ও মাংস ছাড়া সবজি দিয়ে নিরামিষ নুডুলস কিভাবে তৈরি করতে হয় তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়ি নুডুলস তৈরির প্রক্রিয়ায় চলে যাই ।

Untitled design (43).png

প্রথম ধাপ

20241123_201103.jpg

আমার হাতের কাছে যা যা সবজি ছিল তা দিয়ে আজকের নিরামিষ নুডুলসটি তৈরি করেছি । এখানে আরও অন্যান্য সবজি ব্যবহার করা যায় । আজকে নুডুলস তৈরি করেছি ফুলকপি, বরবটি ও আলু দিয়ে । প্রথমে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি । কেটে নেওয়ার পর সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ।

দ্বিতীয়ধাপ

20241123_201137.jpg

এ পর্যায়ে নুডুলস গুলো সিদ্ধ করে নিয়েছি

তৃতীয় ধাপ

20241123_201719.jpg
20241123_201732.jpg

এ পর্যায়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সবজি গুলোকে দিয়ে দিলাম । সবজিগুলো দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে।এতে আমি হলুদ ব্যবহার করব না ।পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি।

20241123_203447.jpg

পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেওয়ার পর আমি আরো পাঁচ থেকে দশ মিনিটের মত সবজিগুলোকে ভেজে নিয়েছি।

20241123_203647.jpg

এ পর্যায়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে।

চতুর্থ ধাপ

20241123_203839.jpg

প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ।তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটি শুকনা মরিচ ,কাঁচা মরিচ ও পরিমাণ মতো সাদা জিরে।

20241123_204200.jpg

জিরেগুলো ব্রাউন কালার হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা রাখা নুডুলস গুলো।
এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার সময় বুঝে শুনে লবন দিতে হবে কারণ সবজিগুলোতে লবণ দেওয়া আছে।

পঞ্চম ধাপ

20241123_204818.jpg
20241123_204544.jpg

এখন ভেজে রাখা সবজিগুলো নুডুলসের মধ্যে দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম । মেশানোর পর নুডুলসের প্যাকেটে দেওয়া মসলা দিয়ে আবারো ভাল করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।

তৈরি হয়ে গেল আমার পছন্দের সবজি নুডুলস। এই সবজি নুডুলস আমার খুব পছন্দের একটি খাবার । আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে ।বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা নিরামিষ বুঝি তারা এই রেসিপিটি খেয়ে পছন্দ করবেন।

যাইহোক, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন ।সুস্থ থাকবেন ।দেখা হবে পরবর্তী পোস্টে ।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

muzack1.gif

নুডুলস খেতে আমার বেশ ভালই লাগে তবে মালয়েশিয়াতে মেগি পাওয়া যায় সেগুলো বিভিন্ন কায়দায় খাওয়ার সম্ভব।

তবে বাংলাদেশের নুডুলস সবজি অথবা ডিম দিয়ে রান্না করলে খুব মজাদার হয় আপনি নিরামিষ নুডুলস রান্না রেসিপি খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ এই রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

আপনার নুডুলস রান্নার রেসিপি টা দেখে কিন্তু আমার মনে হলো এখনই তৈরি করি ঠিক এইভাবে,, একদমই দাদি আপনি রেসিপিটা তৈরি করেছেন এবং উপকরণ সহ উপস্থাপনা করেছেন আমার কাছে ভীষণ ভালো লাগছে দেখতে এবং আমি এইরকম ভাবেই নুডুলস রান্না করে খেতে পছন্দ করি।।

মানুষ ভেবে খাবারেও ভিন্নতা রয়েছে ঠিক তেমনি আমি একদম নিরামিষ পছন্দ করি না। কথা চিত নিরামিষ খাই এবং যদি বাধ্য হতে হয় কখনো। যেমনটা আপনিও জানেন যে আমাদের বংশীয় কেউ পরপারে পাড়ি জমালে আমাদের এগারো দিন পর্যন্ত নিরামিষ আহার গ্রহন করতে হয়। ঠিক ওই সময়টুকু আমি নিরামিষ খাই এবং বিভিন্ন পুজোর সময়।

নিরামিষ নুডুলস খাওয়ার অভিজ্ঞতা আমার একদমই নেই। তবে সর্বপ্রথম আপনার লেখাটি থেকে বিস্তারিত দেখলাম। অর্থাৎ আমার কাছে নিরামিষ নুডুলস নামটি অপরিচিত এমন টানা কিন্তু আপনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিরামিষ নুডুলস রন্ধন প্রণালী উপস্থাপন করেছেন।

পাশাপাশি রন্ধন প্রণালী ছবিগুলো খুব ভালো ছিল। ইতিপূর্বেও আপনার রন্দন প্রণালীর পোস্টগুলো আকর্ষণীয় ছিল কিন্তু সেখানে দুই একটা ছবিতে অস্পষ্টতা থাকতো যেটার কারণ সম্পর্কে আমি সহ অনেকেই অবগত ছিলাম।

তবে যেহেতু জানতে পারলাম আপনি হাতে এখন স্মার্ট ফোন পেয়েছেন। হয়তো পরবর্তীতে আপনার ছবিতে উপস্থাপিত ছবিগুলো খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারব। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।