সুন্দর কিছু রকমারি ফুলের ফটোগ্রাফি

in hive-120823 •  24 days ago 
Your paragraph text (1).png

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন।আজ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

1736462560008.jpg

আজ ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি আসার পথে একটি নার্সারিতে ঢুকেছিলাম কিছু ফুলের চারা কিনব বলে। নার্সারিটি আমার ছেলের স্কুলের পাশেই ।নার্সারিতে ঢুকে দেখি শীতকালীন ফুলের বিভিন্ন রকমের চারা রোপন করে রেখেছে। ফুলগুলো দেখতে ভারী সুন্দর লাগছিল। যদিও সব ধরনের ফুল দেখতে সুন্দর কিন্তু তার মধ্য থেকেও কিছু কিছু ফুল খুব আকর্ষণীয় হয়ে থাকে ।চন্দ্রমল্লিকা ফুল অনেক ধরনেরওঅনেক রঙের হয়ে থাকে। এই ফুলটিও কিন্তু চন্দ্রমল্লিকা হলুদ রঙের এই চন্দ্রমল্লিকা ফুলটি দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে।এই ফুলগুলো সারা বছর ফোটে না। এগুলো এমাত্র শীতকালেই ফুটতে দেখা যায় ।

1736901104481.jpg

সাদা রংয়ের এই ফুলটি ও কিন্তু চন্দ্রমল্লিকা ফুল। এটি আমাদের বাড়ির ছাদে লাগানো চন্দ্রমল্লিকা ।এটিও দেখতে খুব সুন্দর লাগছে ।বাড়ির ছাদে লাগানো চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে।

1736901104504.jpg

আজ সকাল বেলা ছাদে ফুল তুলতে গিয়ে দেখি জবা ফুল গাছে এই জবা ফুলটি ফুটে রয়েছে দেখতে খুব সুন্দর ও ভালো লাগছিল। সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে ফেললাম আমার ভালো লাগাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য।ফুলের পাপড়ি গুলোতে শিশির পড়ে রয়েছিল ।দেখতে যেমন সুন্দর লাগছিল তেমননি খুব প্রাণবন্ত ও লাগছিল।এটি খুব সাধারন একটি জবা ফুল কিন্তু এটি সাধারণ হলেও আমার দৃষ্টিতে এই সাধারণের মাঝে অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে স্রষ্টার সৃষ্টির সাধারণের মাঝেও অসাধারণ সৌন্দর্য লুকিয়ে থাকে যেটা আমরা ।গভীরভাবে খেয়াল করি না যখন আমরা গভীরভাবে খেয়াল করতে পারি তখনই এর গভীর সৌন্দর্যতাটাকে খুঁজে পাই।আমরা প্রত্যেকেই যদি এই ফুলের মত প্রত্যেকে প্রত্যেকের মধ্যে সৌন্দর্যতা খুঁজে পেতাম এবং সৌন্দর্যতাকে জাগিয়ে তুলে নিজেকে সুন্দর করে তুলতে পারতাম, তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর ও শান্তিময় হতো ।

1736462560056.jpg

ইনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত খুব সুন্দর হলুদ গাঁদা ফুল। এটি ও আমাদের ছাদে লাগানো হলুদ গাঁদা ফুল।এ বছর ছাদে অনেকগুলো হলুদ গাঁদা ফুল গাছ লাগিয়েছি। গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে। এবার আর পূজার জন্য হলুদ গাঁদা ফুল কিনে এনে পূজা দিতে হয় নি। এ বছর ছাদে লাগানো ফুল গাছের ফুল দিয়ে নিজেরাও পুজো দিচ্ছি অন্যদেরকেও পূজা দেওয়ার জন্য ফুল বিলিয়েছি ।

1736466249685.jpg

এ হলো নয়ন তারা। এটি যদিও ছোট প্রজাতির ফুল কিন্তু খুব আকর্ষণীয়। এই ছোট প্রজাতির ফুলটি মানুষকে তার প্রতি খুব আকর্ষিত করে ।সকলকে আকর্ষিত করে কিনা আমি জানিনা, কিন্তু আমি খুব আকর্ষিত হই। একে দেখলেই আমার ছুঁতে মন চায় ।এই ফুলগুলো শীতকালে খুব কমফুটে এবং ছোট ছোট থাকে। বর্ষাকালে এই ফুলগুলো প্রচুর ফোটে ।

আজকের এই ফটোগ্রাফি গুলোর মধ্যে কোন ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকুন । শুভ রাত্রি।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই পৃথিবীতে ফুল হচ্ছে পবিত্র জিনিস ফুলের মত অনেকেই বলে ভালোবাসা কিন্তু সেই ভালোবাসার সঠিক মর্যাদা অনেকেই দিতে পারে না কবি বলেছেন ফুলকে ভালোবেসে ফেলে দিওনা মানুষকে ভালোবেসে ভুলে যেও না কিন্তু মানুষ বর্তমান সময়ে ফুলকে ভালোবেসে ফেলে দেয় আর মানুষকে ভালোবেসে ভুলে যায় আজকে আপনি আমাদের সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যেই ফুলগুলো আমাদের পরিচিত দেখে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।

আজ আপনার ছেলের স্কুলে দিতে গিয়ে আসার সময় নার্সারিতে ঢুকেছিলেন, আর সেখানে গিয়ে শীতকালীন অনেক সুন্দর ফুল দেখতে পেয়েছেন, এবং যেখান থেকে অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন।
প্রত্যেকটা ফুল্লি খুবই সুন্দর দেখতে, আপনার ফুল গুলো দেখে একটা কবিতা লাইন মনে পড়ে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা,
যে ফুল আমরা দিয়ে থাকি দেবতার মাঝে,,
আবার কেউ দেয় প্রিয়জনের,,।
ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ।

আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Loading...

শীতকালে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে, ছেলেকে স্কুলে নিয়ে যাবার সময় নার্সারিতে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন যেটা আজকে আমরা আপনার পোস্টে দেখতে পেলাম, ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবগুলো ফুলের ছবি খুব সুন্দর তবে আমার কাছে নয়ন তারা এবং চন্দ্রমল্লিকা এই দুটো ফুলের ছবি খুব ভালো লেগেছে।

আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ফুলের এই সুন্দর ফটোগ্রাফিগুলো সত্যিই অনেক আকর্ষণীয়! চন্দ্রমল্লিকা, জবা, হলুদ গাঁদা, এবং নয়ন তারা ফুলগুলোর সৌন্দর্য এমনভাবে তুলে ধরা হয়েছে যে, প্রতিটি ফুলের নিজস্ব আবেদন চোখে পড়ে। বিশেষত, জবা ফুলের পাপড়ির ওপর শিশির পড়ে থাকা দৃশ্যটি খুবই প্রাকৃতিক এবং প্রাণবন্ত লাগছে। চন্দ্রমল্লিকা ফুলের বিভিন্ন রঙের বৈচিত্র্যও খুব মুগ্ধকর। আপনার ফুলের প্রতি গভীর ভালোবাসা এবং সৌন্দর্য উপলব্ধির দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়। আপনার শেয়ার করা এই মুহূর্তগুলোর মধ্যে প্রতিটি ফুলের মধ্যে আলাদা একটি গল্প লুকিয়ে রয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পরিদর্শন এবং কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।