আপনার পোষ্টের প্রতিটা কথাই একান্ত সত্য এবং খুব সুন্দর ভাবে লিখেছেন ।আপনার মত ঠিক একই পরিস্থিতিতে আমিও আছি । আমারও প্রশ্ন !যে, আমরা যাদের বিশ্বাস করি, সম্মান করি তারা সেই বিশ্বাসেরও সম্মানের অমর্যাদা কি করে করে ?কিভাবে বিশ্বাসঘাতকতা করে ?আমাদের বর্তমান সমাজে মানুষের চাইতে টাকার মর্যাদা বেশি ।টাকা না থাকলে ভালোবাসা ও সম্মান কিছুই মিলে না ।
এ সমাজের অধিকাংশ মানুষের মনুষত্ব হারিয়ে গেছে । যাদের জন্য নিজেকে উজাড় করে দিবেন তারাই সবচেয়ে বেশি আঘাত করে ,তারাই দিনশেষে বলে ,আমাদের জন্য কি করেছো? কিছুই তো করনি । কিছুদিন আগে আমি আমার দেবরের মুখে এই ধরনের কথা শুনেছিলাম। কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ওর কথাগুলো শুনে, ওকে আমি কি বলবো সেই ভাষা হারিয়ে ফেলেছিলাম।সত্যি কথা বলতে কি আমরা যাদেরকে নিয়েই সব সময় থাকি তারাই আমাদেরকে আঘাত করে ।আমাদের ক্ষতি করে। দূরের কেউ এসে আমাদের ক্ষতিও করে না,আঘাতও করে না। আর দিন শেষে এই বেইমান গুলোই ভালো থাকে।ভালো থাকি না শুধু আমরা ।যারা আমরা অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিই ।
যাইহোক, আপু আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো ।সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
RE: "হঠাৎ করেই অতীত মনে পড়ল.............!"
You are viewing a single comment's thread from:
"হঠাৎ করেই অতীত মনে পড়ল.............!"