নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।
আজকে সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল থেকেই একদমই রোদের দেখা মেলেনি। সকাল বেলা থেকে প্রচন্ড ঠান্ডা হওয়া বইছে। সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সকাল সাড়ে নটা নাগাদ। বাইরের আবহাওয়া থেকে একদম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে কর ছিল না।তার মধ্যে হঠাৎ করে দুপুর বেলায় আকাশ আরো কালো হয়ে আসলো। তারপর থেকেই শুরু হলো হালকা বৃষ্টি। আগের বছরে ঠিক এই সময়ে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। যাইহোক হালকা বৃষ্টির পরে তেমন আর বৃষ্টি হয়নি। কিছুক্ষণ পরে থেমে গিয়েছিল।ভেবেছিলাম আজকে আর বাইরে বের হবো না। কিন্তু যেদিন ভাবি বাইরে বের হবো না সেদিন কোনো কারণে আমাকে বের হতেই হয়।
এখন যেহেতু আমার পরানো ছুটি ।তাই প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আমরা আমাদের বাড়ি কিছু না কিছু কাজ মিস্ত্রি দিয়ে করানো হয়। ঠিক এই বছরেও বাড়ির কিছু কাজ করার প্ল্যানিং চলছে। যেহেতু আমাদের বাড়ি পুরোনো কেনা হয়েছিল। তাই কোন কিছু মনের মত হয়নি। সব কিছু নিজেদের ঠিক করে নিতে হয়। কিছুদিন আগেই বাড়ির দুটো গেট অর্ডার দেওয়া হয়েছে।গেট দেওয়ার কথা মঙ্গলবার। কিন্তু হঠাৎ সন্ধ্যা সাতটার সময় ফোন করে বলল গেট দেখতে যাওয়ার জন্য। কিন্তু আমার একার পক্ষে একদমই যাওয়া সম্ভব ছিল না। কারণ বাড়ি থেকে অনেকটা দূরে। আমিও কাজগুলো করানোর জন্য খুব হুটোপাটা করছি। কারণ কাজগুলো হয়ে গেলে আমি কয়েক দিনের জন্য বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে।
যাইহোক গেটের মিস্ত্রি ফোন করা মাত্রই আমি আমার ছোট মামা দুজনে মিলেই ঠান্ডার মধ্যে চলে গিয়েছিলাম গেট দেখার জন্য। বাইরে প্রচন্ড ঠান্ডা হুহু করে ঠান্ডা হাওয়া বইছে। গাড়ি করে যেতে আরও বেশি ঠান্ডা লাগছিল। আমি কোনদিন এই দোকানে জিনিস করতে দিয়নি ।এই প্রথমবার তাই আমরা দুজনেই দোকান চিনতাম না। মামা যেহেতু সঠিক রাস্তা চেনে তাই ঠিকঠাক দোকানে নিয়ে গিয়েছিল। কোন অসুবিধা হয়নি।দোকানে গিয়ে দেখি দোকানে কাকুটা কাজ করছে। আমাদের গেট গুলো পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। উনি আমাদের সামনে গেট গুলো ওজন করে দেখালো। গেটের ওজন গুলো দেখে আমরা চলে আসলাম।
কারণ শীতের রাতে গাড়ি পাওয়া যাবে না। তাই রাতের বেলায় আর গেট গুলো বাড়িতে নিয়ে আসেনি। কাকুটা বলল আগামীকাল সকাল বেলায় নিজেই গাড়ি করে পাঠিয়ে দেবে। গাড়ি করে যাওয়ার সময়ে দেখছিলাম রাস্তা পুরো ফাঁকা, চারিদিক নির্জন। রাস্তায় তেমন কোনো লোকজন নেই। রাস্তায় চারিধারে মানুষজন সকলে মিলে আগুন ধরিয়ে আগুন পোহাচ্ছে। শীত পড়তেই এই আগুন পোহানোর ব্যাপারটা বেশ ভালোই লাগে। চারিদিকে হালকা ও কুয়াশায় ভরে গিয়েছে। মামা যেহেতু নতুন গাড়ি চালানো শিখেছি তাই মামার গাড়ি করে যেতে একটু ভয় করছিল। কারণ এই শীতের সময়ে কুয়াশার মধ্যে গাড়িতে বেশি দুর্ঘটনা গুলো ঘটে।
যাই হোক আজকে শীতের অনুভূতি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি সকলেরই ভালো লাগবে ।পরবর্তী আবার নতুন কোন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
শীতের রাত্রে বাইরে ঘুরতে যাওয়া মজা আছে ! আমিও মাঝে মাঝে যাই আর আপনি যে বললেন। রাস্তায় চারোদিকে ফাঁকা নির্জন রাস্তার একপাশে মানুষগুলো আগুন পোহাই তাছে, সত্যি আমিও এইসব বিষয় খেয়াল করি রাত্রের বেলা রাস্তায় আমি যখন যাই। আমার কাছেও ভালোলাগার একটা অনুভূতি কাজ করে তখন। আরেকটি কথা আপু মনে কষ্ট নিবেন না মামা নতুন ড্রাইভার তাই মামার গাড়িতে কম ওঠার চেষ্টা করবেন । এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit