বোনের সাথে কেনাকাটা

in hive-120823 •  19 days ago 

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন ।সুস্থ আছেন ।আমিও ভালো ।আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের কাছে আমার বোনের সাথে কি কি কিনেছি সেটাই শেয়ার করব।

আমি জামা ,কাপড় কিনতে খুব ভালোবাসি ।যখনই বাজার করতে বেরোনো হয় ।তখনি জামা,কাপড় কিনতে ইচ্ছে করে। বেশ কিছু দিন আগে আমার বোন বেড়াতে এসেছিল আমার বাড়ি । বোন অনেক দিন ধরেই বলছিল জামা,কাপড় কিনতে যাবার জন্য। কিন্তু আমার সময় হয়ে ওঠে না।ও যখন আসে তখন আমার কেনাকাটা হয়ে যায়। আমি তো ঈশার সাথে যখন তখন বেরিয়ে পড়ি কেনাকাটা করতে। এমনিতেই আমি অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। ওকে নিয়ে যেতে পারি না বলে ও খুব রাগ করে।

IMG-20240421-WA0000.jpg

আসলে আমরা যেখানে থেকে কেনাকাটা করতে যায় ।সেটা বাড়ি থেকে অনেক টা দূরে। আমার বোন আবার ঈশার সাথে যেতে লজ্জা পায়। আমি আগে কোনদিন বড়ো বড়ো শপিং মল থেকে কেনাকাটা করতাম।আমি সাধারণ ভাবে জীবন যাপন করতে ভালোবাসি।ঈশা জোর করে বড়ো বড়ো বাজারে নিয়ে গিয়ে বাজার করা শিখিয়েছে। আমি বাড়ির কাছে ছোট ছোট দোকান গুলো থেকেই কেনাকাটা করতাম। আমার বোন ও সেখানে থেকে কেনাকাটা করত। আসলে বড়ো বড়ো দোকানে অনেক ভালো জিনিসপত্র পাওয়া যায়। বড়ো দোকান তাই অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যায়।আর এই শপিং মলে অন্যান্য শপিং মলের থেকে জামা, কাপড়ের দামটা একটু কম। তবে এখন ভাবি বড় বড় শপিংমল থেকে কেনাকাটা করা ভালো। কারণ ছোট ছোট দোকানে দাম নিয়ে অনেক বড় বিতর্ক করতে হয়। অনেক সময় আমাদের জিনিসপত্র কিনতে গেলে ঠকায়। জামা, কাপড় ও অতটা ভালো হয় না। কিন্তু এখন বুঝেছি বড় দোকান থেকে জামা ,কাপড় কিনে জিনিসও ভালো হয়। দামটাও ঠিকঠাক নেই।

IMG-20240421-WA0006.jpg

এখন তো আমি বড় বড় দোকান থেকে কেনাকাটা করি। যেটা পছন্দ হয় সেটা নিয়। দরদাম করতে হয় না। দাম লেখা থাকে ।তাই সেদিন বিকেলে আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম জামা কেনার উদ্দেশ্যে। আমি ও ভাবলাম সব সময় তো যাওয়া হয়ে ওঠে না। বোন কে কোথাও নিয়ে বেরোতে পারিনা।তাই কেনাকাটা করতে গিয়েছিলাম। কিন্তু আমি সেদিন বেশি কেনাকাটা করিনি। যেহেতু বোনের অনেক দিনের ইচ্ছে। ঠিকঠাক দামের জামা পেয়েছে ইচ্ছে মতো কিনেছে। বড়ো বড়ো দোকানে জামা পড়ে দেখার জায়গা থাকে। বোন তো একটা করে পড়ছে আর দেখছে। যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে।আর আমি দেখছি ওর কান্ডকারখানা।

IMG20240512184511.jpg

আমি কখনো দোকানে গিয়ে জামা পরে দেখি না। এরজন্য ঈশা আমাকে খুব বকে। বোনের পাল্লায় পড়ে আমি ও একটা জামা কিনেছিলাম।জামা কেনার পর বোন বলছে দিদি পয়সায় হবে তো। যেহেতু জামার গায়ে দাম লেখা থাকে তাই বলছিল দিদি একবার হিসেব করে দেখ। যাইহোক কাউন্টারে টাকা দেবার পর বাইরে আসি। গিয়েছিলাম বিকেল পাঁচটায়।আর বাজার করে বেরোলাম আটটার পর। যেহেতু বাড়ি থেকে অনেক টা দূরে। তাই কখন আটটা বেজে গেছে খেয়াল করিনি। মজার ঘটনা হলো বোন এত কেনাকাটা করেছে। যে তার কাছে আর টোটো ভাড়া নেয়।

IMG20240618121653.jpg

দুই বোন বাড়ির বাইরে অনেক টা রাত হয়েছে। বাড়ি থেকে বার বার ফোন করছে। কিন্তু কি করব আমার কাছে ও টাকা ছিল না। আমি সেদিন বেশি টাকা নিয়ে যায়নি। দুই বোন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বোন বলছে আরো বেশি করে পয়সা আনলে ভালো হতো। কারণ পরের বার গেলে সেই জামা গুলো আর পাওয়া যায় না। যখন বাড়ি ফিরলাম তখন রাত প্রায় সাড়ে আটটার বেশি বেজে গেছে। আমাদের বাড়িতে এসেই আগে বকা খেতে হয়েছে।মা,দিদা তো এত জামা দেখে বোনকে একটু বেশি বকলো। কারণ ও জামা কিনে আমার মতো পয়সা নষ্ট করে। এখন আবার বড় দোকানে কেনাকাটা করলে ব্যাগ দেয় না । তাই সেদিন আমরা বাড়ি থেকে ব্যাগ দিয়ে নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে ব্যাগ দিলে আবার আলাদা টাকা দিতে হয় ।আমাদের কেনাকাটার গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লাগবে। আবার হাজির হব নতুন একটা পোস্ট নিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শপিং করতে সবাই ভালবাসে আমিও তাদের দলের একজন আমি যখন স্যালারি পাই প্রতি মাসেই শপিং করতে হয়। ওই কাপড়গুলো সবগুলা পড়া হয়ে উঠে নাই এভাবে নতুন কাপড় গুলো অনেক জমে যায় আমার। ছোট দোকানে দামের সাথে তর্ক বিতর্ক করে দাম টাকে কমিয়ে আনা যায় কিন্তু বড় বড় শপিংমলে গেলে এক দাম বা একুরেট থাকে ওইখানে তর্ক বা বিতর্ক করে দাম কমানো একদমই যায় না।

এবং ছোট দোকানগুলোতে কাপড় গুলো একদম আমার পছন্দ হয় না তো কালার গুলো ডিসকালার হয়ে যায়। দুইদিন পরেই ওই কাপড়টার মান একদমই থাকে না।

তাই শপিংমল থেকে শপিং করাটাই আমার কাছে সুন্দর ইশা দিদি আপনাকে ভালো প্রশিক্ষণ দিয়েছে। এরকম শিক্ষক আমারও দরকার।

ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শপিং করবেন

আমারও আপনার মত অবস্থা।কিছু কিনতে যাই নিজের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি ।সেইগুলো জমে পড়েই থাকে। পড়া হয়ে ওঠে না। ঠিকই বলেছেন আগে বুঝতাম না তাই ছোট ছোট দোকান থেকেই কেনাকাটা করতাম। আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Loading...

শপিং মেয়েদের অনেক পছন্দের জিনিস। কেনাকাটা করতে বেশীর ভাগই মেয়েরাই পছন্দ করে। আমার আম্মুও এমন শপিং মলে গেলে কেনাকাটা করতে খুব পছন্দ করে। আপনার বোনকে নিয়ে বড় শপিং মলে গিয়েছিলেন। এসব জায়াগায় সুবিধা আছে অনেক। কাপড়ের কোয়ালিটিও ভালো হয়। কিন্তু ছোট দোকানগুলোর চেয়ে দাম বেশী রাখে। সিবার সাধ্যের মধ্যে থাকে না বলে অনেকেই শপিং মল গুলো এড়িয়ে চলেন।ভালো লাগলো আপনার পোস্ট পড়ে ধন্যবাদ। ভালো থাকবেন।

শপিং করতে সব মেয়েরাই পছন্দ করে। আমি শুধু আমার জন্য একাই শপিং করি না। সঙ্গে করে বরের জন্য কিনে নিয়ে আসি। আগে অত বুঝতাম না বলে তাই শপিংমল গুলো এড়িয়ে চলতাম। কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

কেনাকাটা করতে শুধু আপনি না সবাই খুব ভালোবাসে। আপনি কাজে ব্যস্ত থাকার কারনে বোনকে নিয়ে কেনাকাটা করার সময় পান না তবে এবার সময় বের করে বেরিয়ে পড়ছেন। বাইরের দুনিয়াটা বড় কঠিন, সবাই ফাদ পেতে বসে আছে ঠকানোর জন্য তাই নিজে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় যাবত কেনাকাটা করেছেন দেখেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

এখনকার দিনে কেনাকাটা করতে প্রত্যেকেই ভালবাসে। আসলে রাস্তায় বেরোলেই সব মানুষই ঠকানোর জন্য বসে থাকে। মাঝে মাঝে টোটোওয়ালা গুলো উল্টোপাল্টা ভাড়া বলে। পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

একদম ঠিক বলেছেন, কেনাকাটা করতে ভালোবাসে না এমন কাউকে পাওয়া যাবে না, বিশেষ করে আমার নিজেরও নতুন নতুন পোশাক কিনতে ভালো লাগে তবে কিনে সেগুলো সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে কেননা যত বেশি নতুন নতুন পোশাক পরবো সেগুলো তো আমাকেও কাচতে হবে😀। টটোওয়ালাগুলো সুযোগ সন্ধ্যানি হয়ে থাকে, সুযোগ বুঝেই অনেক ভাড়া চায়। ভালো থাকবেন।

আসলে কেনাকাটা সব মেয়ের পছন্দ এবং আমি অনেক মেয়েদের দেখেছি তারা শপিং করার জন্য পাগল হয়ে যায়। এটা জানতে পেরে ভালো লাগলো যে আপনার ও শপিং করতে অনেক ভালো লাগে। এবং ঈশা আপুর পোস্টে আমি দেখে ছিলাম আপনারা বাহিরে শপিং করতে গিয়েছিলেন এবং আপনাদের কেমন লাগে এবং ঈশা আপুর সাথে হাটাহাটি করতে গিয়েছিলেন সেটাও আমি পড়েছিলাম। সেখান থেকে জানতে পেরেছিলাম আপনারা ঘুরা ঘুরি করতেও অনেক ভালোবাসেন।

যাই হোক কেনাকাটার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

আসলে ঈশা যখন তখন বায়না করে ।তাই ওর বায়না গুলো মেটানোর জন্যই ।কোন সময় রাস্তায় হাঁটতে বেরোতে হয়। আবার কোন সময় শপিং করতে যেতে হয়। আর আপনি তো ঠিকই বলেছেন কেনাকাটা করতে প্রত্যেক মেয়েরাই পছন্দ করে। পোস্টটি তে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

বাবা,.... এমন কেনাকাটা করেছেন যে বাড়িতে ফেরার টাকাও রাখেননি ☺। কেনাকাটা করতে যেকোনো মেয়েই ভালোবাসে, তবে যদি টাকা থাকে তবেই। টাকা না থাকলে মলে গেলে আমার মন খারাপ হয়ে যায়। কত জিনিস পছন্দ হয় কিন্তু কিনতে পারি না। বাড়িতে এসে একটু বকা খেলেও আনন্দ তো করছেন তাই না? ভালো লাগলো আপনাদের দুই বোনের শপিং করার গল্প পড়ে। ভালো থাকবেন।

সত্যি দিদি হাস্যকর ব্যাপার কেনাকাটার পরে গাড়ি ভাড়া ছিল না বাড়ি আসবার। আমারও মাঝে মাঝে ঈশার সাথে শপিংমলে গিয়ে টাকা না থাকলে মন খারাপ হয়। আমিও তাই অনেক সময় টাকার অভাবে পছন্দের জিনিস কিনতে পারি না। আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

TEAM 2
: Congratulations! This post has been voted through steemcurator04. We support quality posts, good comments anywhere and any tags.

Team 2 curation.png

Curated by : @anasuleidy

আসলে আমাদের ভিতরে অনেকেরই চিন্তাভাবনা আছে যে ছোট দোকানগুলোতে কম দামে কাপড় সেল দেয়।আসলে বিষয়টি তা নয়।তাদের কাপড়ের মান আশানুরূপ নয় বলেই তারা এমন করে থাকে।ভালো যায়গা থেকে ব্রান্ডের জিনিসপত্র কিনলে দাম একটু বেশি নিলেও মান কিন্তু অনেক ভালো পাওয়া যায়।তাই আপনার চিন্তাধারায় সম্মতি পোষণ করছি।

আমারও চিন্তা ভাবনা আগে এরকম ছিল ছোট ছোট দোকানগুলিতে জিনিসের দাম কম। আপনি ঠিকই বলেছেন ভালো জায়গা থেকে ব্যান্ডের জিনিসপত্র কেনায় অনেক ভালো।আপনার কমেন্টটি পড়ে আমার খুব ভালো লাগলো

শপিং মলে গেলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনব। আর সবকিছুই একেবারে পছন্দ হয়ে যাওয়ার মত আজকে আপনি আপনার বোনের সাথে কেনাকাটা করার জন্য, মার্কেটে গিয়েছেন এবং সেখানে গিয়ে বেশ ভালো ভালো জামা কাপড় দেখে, নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় কিনে নিয়ে এসেছেন। ধন্যবাদ বোনের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।