বর্তমান সময়ে প্রযুক্তি কতটুকু এগিয়ে সে বিষয়ে কিছু কথা বলব। আমি নিজে দেখেছি আমি যখন অনেক ছোট তখন আমাদের বাড়ির পাশে রাস্তার কাজ হয়েছিল, তখন মানুষ হাতে রাস্তার কাজ করেছিল। বিভিন্ন কোদাল আরো গ্রাম আঞ্চলিক কিছু নাম রয়েছে,সেই যন্ত্রাংশী দিয়ে মানুষ রাস্তায় কাজ করেছিল মাটি খনন করেছিল।
বর্তমান সময়ে প্রযুক্তি এতটাই এগিয়ে গিয়েছে যে সাধারণ মানুষকে কোন কিছু করতে হচ্ছে না। বর্তমান সময়ে রাস্তার কাজ হচ্ছে, এই যে বড় বড় বিল্ডিং রাস্তার মধ্যে পড়েছে, সবকিছু ভেঙে দিচ্ছে বর্তমান সময়ের প্রযুক্তির আবিষ্কার । নিমিষেই সব কিছু চুরমার করে দিচ্ছে। সাধারণ মানুষ যেই কাজ করতে মাসের পর মাস লেগে যাচ্ছে সময়ের প্রযুক্তির আবিষ্কার সেই কাজ একাই করতেছে কয়েক ঘন্টার ভিতর।
বর্তমান সময়ে রাস্তায় জ্যাম জট অনেক বেড়ে চলেছে। এইজন্য রাস্তা প্রশস্ত করা হচ্ছে যাতে যানজট একটু হলেও কমে। এই রাস্তা প্রশস্ত করার জন্য বর্তমান সময়ের প্রযুক্তির আবিষ্কার যন্ত্রাংশী মেশিন ব্যবহার করা হয়েছে। যার জন্য সময় দীর্ঘ সময়ের কাজগুলো খুব দ্রুত করা সম্ভব হচ্ছে। যদি প্রযুক্তির আবিষ্কার এই মেশিন বা গাড়িগুলো তৈরি না হতো, তাহলে বছরের পর বছর লেগে যেত এই কাজগুলো সম্পূর্ণ করতে।
এই মেশিন খুব দ্রুত মাটি খনন করতে পারে। আমরা সাধারণ মানুষ ৫০ জন একটি পুকুর খনন করতে সময় লাগবে ৪ থেকে ৫ দিন। কিন্তু এই মেশিন দিয়ে ওই পুকুরটি খরণ করতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা। এই মেশিন অত্যন্ত শক্তিশালী। কিন্তু এই মেশিন শক্তিশালী হওয়ার পেছনে মেইন কারণ হচ্ছে এক ঘণ্টার প্রায় ১০ থেকে ১২ লিটার তেল লাগে।
একটি বিল্ডিং তৈরি করতে প্রায় ১ বছরের বেশি সময় লাগে। যদি সেই বিল্ডিং আবার ভাঙার প্রয়োজন হয়, সাধারণ মানুষ যদি ওই বিল্ডিং ভাঙ্গে অনেক সময় লাগবে কিন্তু যদি বর্তমান সময়ের প্রযুক্তির আবিষ্কার এই গাড়ি দিয়ে ভাঙ্গা হয় তাহলে কয়েক ঘণ্টার মধ্যে ভাঙ্গা হয়ে যায়। এই গাড়ির এত শক্তি এত ক্ষমতা। শুধু তাই নয় অনেক ভারী ভারী বস্তু এই গাড়ি দিয়ে বহন করা হয়।
শুধু এই গাড়ি নয়, বর্তমান সময়ে প্রযুক্তি এতটা এগিয়ে এগিয়েছে এত উন্নত হয়েছে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। যার ফলে আমাদের অনেক কার্যক্রম সুবিধা হয়েছে। অনেক সময় বেচে যাচ্ছে। বর্তমান সময়ে অনেক রোবট তৈরি হয়েছে সাধারণ মানুষের মতো প্রায় অনেক কাজই রোবটের দাঁড়ায় করা সম্ভব। আসলে এই প্রযুক্তি গুলো আমাদের অনেক উপকারে আসতেছে।
আরো আমরা এখন দেখতে পাই, বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায়। ধান কাটার যন্ত্র জমি চাষ করার যন্ত্র। আমরা সাধারণ মানুষ আগে জমি চাষাবাদ করতো নিজের হাতে। কিন্তু এখন প্রযুক্তির উন্নতি হয়েছে। এখন ধান চাষাবাদ করার জন্য আবিষ্কার নতুন মেশিন তৈরি হয়েছে। যার ফলে আমাদেরকে আর কষ্ট করতে হয় না। এই মেশিন ধান কাটে ধান মাড়াই করে দেয়।
আমি তো শুধু কয়েকটির কথা বললাম। আরো অনেক অনেক প্রযুক্তি তৈরি হয়েছে যেগুলো আমাদের চলার পথে সহজ করে দেয়। দিন যাবে প্রযুক্তির উন্নয়ন আরো বাড়বে। ভবিষ্যতে আমরা আরো অনেক প্রযুক্তির আবিষ্কার দেখতে পারবো।
বন্ধুরা আজকে এখানেই সমাপ্তি টানছি
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
প্রযুক্তি উন্নতি হওয়ার কারণে আমাদের যে কাজ আগে ১০০ মানুষ লাগতো করতে এখন সেই কাজ একটি মেশিন একজনে করতে পারে। তাও আবার অল্প সময়ের ভেতরে।
একটি মাটিকাটা মেনসিন একদিনে ২০০ জনের লোক কাজ একাই করতে পারে মানুষ যত সভ্যতার সব পেয়েছে তার প্রতীকটির ভিতরে রয়েছে উন্নতি প্রযুক্তি।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি উন্নত প্রযুক্তি সম্পর্কে খুব ভালো ধারণা দেওয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit