বন্যা

in hive-120823 •  3 months ago 

1000039666.jpgফেসবুক থেকে সংগ্রহ করা একটি ছবি

বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি সবাই অনেক ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমি দীর্ঘ কয়েকদিন এই প্ল্যাটফর্মে কোন পোস্ট করতে পারিনি তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। দীর্ঘ কয়েকদিন আমি ফ্যামিলিগত সমস্যার জন্য এই প্ল্যাটফর্মে কোন পোস্ট করতে পারিনি।

আমি আশা করি আর দুই একদিনের মধ্যে আমি আপনাদের মাঝে আবার আগের মতো যুক্ত হতে পারব। যাইহোক বন্ধুরা বর্তমান সময়ে আমাদের দেশে বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়ে গেছে। সে বিষয়ে আমি কিছু কথা বলব। বর্তমান সময় অনলাইনের যুগ সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে শুধু বন্যা আর বন্যা। এই বন্যার কারণে মানুষের গরু ছাগল সব ভেসে চলে যাচ্ছে। মানুষের ঘরবাড়ি সব ভেঙ্গে তছনছ হয়ে গিয়েছে।

1000039674.jpgফেসবুক থেকে সংগ্রহ করা একটি ছবি

আমাদের মধ্যে অনেক ভাই-বোনেরা অনেক কষ্টে আছে অনেক অসহায়ত্বের মধ্যে জীবন কাটাচ্ছে। জানিনা কত মানুষ মারা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম অনেক জায়গায় গ্রামের বাড়ি সব ডুবে গিয়েছে। তিনতলা চারতলা বিল্ডিং শুধু দুই একতলা ভেসে রয়েছে। সেই বিল্ডিং এর ওপর মানুষ জীবন হাহাকারে জীবন কাটাচ্ছে।

দিন হলে তাও সবকিছু দেখা যায়। কিন্তু যখন রাত হয়, চারিদিকে শুধু অন্ধকার। কোথাও কোন আলো নেই।
আমাদের মধ্যে অনেক সেলিব্রিটি ও অনেক কনটেন্ট ক্রিয়েটররা অনেকেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং অসহায়ত্বদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন।

1000039667.jpgফেসবুক থেকে সংগ্রহ করা একটি ছবি

এখানে আরেকটি কথা না বললেই নয়। আমাদের মধ্যে অনেক মানুষই অনেক কনটেন্ট ক্রিয়েটর দের বিশ্বাস করি। অনেক কনটেন্ট ক্রিয়েটর অনেক সেলিব্রেটিরা সুযোগে থাকে কখন দেশের মধ্যে দুর্যোগ হবে আর জনগণের টাকা আত্মসাৎ করবে।

অনেক সেলিব্রিটি ও অনেক কনটেন্ট ক্রিকেটাররা এই বন্যাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে বা করেছে বন্যার্তদের সাহায্য করতে এই নাম্বারে টাকা পাঠান। বিকাশ নাম্বারে টাকা পাঠান বন্যাক্তদের সাহায্য করবো। এদের থেকে দূরে থাকবেন। কারণ তারা জনগণের টাকা নিয়ে বন্যাত্বদেরকে কিছু টাকার জিনিস দিয়ে সবটাকা তারা নিজেরা ভোগ করে।

1000039677.jpgফেসবুক থেকে সংগ্রহ করার একটি ছবি

আমি একটা কথা বলতে চাই আপনার যদি বন্যার্ত দের সাহায্য করার ইচ্ছা থাকে, তাহলে নিজে বন্যায় প্লাবিত এলাকায় গিয়ে সেখানে উপস্থিত হয়ে বন্যার্তদের সাহায্য করার চেষ্টা করবেন। কেননা বর্তমান সময়ে জনগণের টাকা মেরে দিয়েছে অনেক কনটেন্ট ক্রিয়েটররা। তাই আপনারা কাউকে সাহায্য করতে চাইলে দেখে শুনে বুঝে তারপরে সাহায্য করবেন। আমার মতে যদি একান্তুই বন্যার্তদের সাহায্য করার মনোভাব থাকে, তাহলে সেখানে উপস্থিত হয়ে সাহায্য করাটাই সবচাইতে ভালো হবে।

1000039673.jpgফেসবুক থেকে সংগ্রহ করে একটি ছবি

আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের মানুষ ও সেনাবাহিনীদের সেনাবাহিনীরা রাত-দিন পরিশ্রম করে সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে। আমি আরেকটি জিনিস দেখতে পারলাম বন্যার্তদেরকে শুধু ত্রাণ দেওয়ার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। আমার কথা হচ্ছে মানুষদেরকে আগে বন্যার্ত থেকে উদ্ধার করুন তারপরে খাওয়ার ব্যবস্থা করুন। মানুষ ঘুমানোর জায়গা পাচ্ছে না এখন ২৪ ঘন্টা পানির মধ্যে রয়েছে। আগে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করুন তারপর তাদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।

আমরা যারা মনে স্বাদ আছে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর কিন্তু সাধ্য নেই,আমরা সৃষ্টিকর্তার কাছে মন খুলে দোয়া করব যেন বন্যার্তদেরকে হেফাজতে রাখেন। আর আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন আমি তাদেরকে বলবো মনটাকে নরম করে বন্যার্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়ান। মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।

1000039669.jpgফেসবুক থেকে সংগ্রহ করা একটি ছবি

এই বন্যার কারণে মানুষের ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। আর বন্যার কারণে অনেক বিষাক্ত সাপেরা ঘরে ঢুকে পড়েছে। সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। বন্যার কারণে বন্যায় প্লাবিত এলাকায় বিদ্যুৎ নেই ইন্টারনেট নেই কিছু নেই। বন্যায় প্লাবিত এলাকার মানুষদের মুখের কথা শুনে দেখে চোখ দিয়ে অঝরে পানি ঝরে।

বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ভাই বন্যার কথা কি বলবো দেখে এত বেশি কষ্ট হচ্ছিল যেটা কাউকে বলে বুঝানোর মতো না।। হঠাৎ করেই দেশের কিছু জেলায় এত ভয়াবহ বন্যা হবে এটা কেউ দেখার জন্য প্রস্তুত ছিল না।। এখন পর্যন্ত অনেকের প্রাণহানি ঘটেছে।। দেখে ভালো লাগছে অনেকেই সেখানে গিয়ে সাহায্য করছে খাবার নিয়ে যাচ্ছে ‌।