চুলের যত্ন

in hive-120823 •  3 months ago 

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
বন্ধুরা আজকে আমি কথা বলব মানুষের পছন্দের যে জিনিসটি সেটা হচ্ছে চুল আজকে আমি কথা বলব এই মাথার চুল নিয়ে।

1000035306.jpgছবি

চুল আমাদের খুব শখের একটা জিনিস। আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা চুলের পেছনে প্রতিদিন হাজার হাজার টাকা খরচ করতেছে। আবার যাদের মাথায় চুল নেই তারা প্রতিনিয়ত চুল গজানোর জন্য হাজার হাজার টাকা খরচ করতেছে।

আমাদের মধ্যে যাদের মাথায় চুল রয়েছে তারা চুলের পেছনে কিভাবে হাজার হাজার টাকা শেষ করতেছে সেই বিষয়ে জেনে নেই। আমাদের মধ্যে অনেক ভাইও বোন আছে জারা প্রতিনিয়ত সেলুনে বা পার্লারে গিয়ে চুলের ডিজাইন করিয়ে নেয়।

অনেকেই রয়েছেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পার্লারে বা সেলুনে যান। অনেক মানুষ আছে যারা দুইদিন তিনদিন পর পর ছেলুনে যায়। আর আমাদের মধ্যে যাদের মাথায় চুল নেই। আমাদের মধ্যে একটা প্রচলিত ভাষা রয়েছে যাদের মাথায় চুল নেই তাদেরকে বলা হয় টাকলা বা টাক মাথা।

যাদের মাথায় চুল নেই তারা প্রতিনিয়ত বিভিন্ন ডাক্তার বিভিন্ন ঔষধ মাথায় দিচ্ছে। শুধু চুল গজানোর জন্য।আর যাদের মাথায় চুল রয়েছে তারা প্রতিনিয়ত সেলুনে গিয়ে চুলের বিভিন্ন ধরনের ডিজাইন করতেছে। আমাদের মধ্যে ছেলেরা ডিজাইন করে খেলোয়াড়দের মত। আবার কেউ ডিজাইন করে নায়কদের মত।

1000035307.jpgছবি

আর মহিলাদের মধ্যে মহিলারা ডিজাইন করে নায়িকাদের মত কেউ কেউ আবার চুল কালার করে চুলে নানান রঙের কালার করে। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমরা প্রতিনিয়ত ফেসবুকে ঢুকলেই দেখতে পাই অনেক মডেল রয়েছেন। তারা প্রতিনিয়ত ডিজাইন পরিবর্তন করেন।

কোন কোন মহিলারা আবার চুলে লাল কালার করে। কেউ আবার হলুদ কালার করে।এক এক মহিলার আবার এক এক রকমের কালার করে। এভাবে চুলে কালার করে চুলের সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য। এই চুলের পেছনে আমরা প্রতিনিয়ত অনেক টাকা খরচ করে থাকি।

1000035308.jpgছবি

আমি যেই কথাগুলো বললাম চুলের এই যত্নগুলো করে অনেক উচ্চ ফ্যামিলির মানুষেরা। কিন্তু যারা আমাদের মধ্যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে যারা রয়েছি। আমরাও চাই তাদের মত সুন্দর চুল আমাদেরও হোক। আমাদের মনের মধ্যে এই চাওয়াটা কিন্তু ওঠে, তাই আমরা বিভিন্ন কেমিকেল জেল ফেসওয়াশ বা চুলের ক্রিমগুলো পাওয়া যায়, সেগুলা দিয়ে থাকি।

আমরা সেই লোকাল কেমিক্যাল গুলো চুলে দেই। কিন্তু এই জেল মাথায় দিয়ে আমাদের মধ্যে অনেকেই ন্যাড়া হয়ে গেছে। যেমন আমি আমার নিজের কথাই বলি আমি আগে প্রতিনিয়ত অনেক প্রকার জেল দিয়েছি যার দাম খুবই কম ছিল। ১৫ টাকা ২০ টাকা এরকম হবে। আমি সেই জেল সকালে বিকালে সব সময় দিতাম। দিয়ে আজকে আমার মাথার চুল প্রায় বেশিরভাগই উঠে গেছে।

1000035299.jpg

বন্ধুরা আমি আজকে আমার এই গল্প থেকে আপনাদের এটাই বুঝাতে চেষ্টা করেছি। আমরা যারা নিম্নবিত্ত রয়েছি আমরা চুলে কোন প্রকার কেমিক্যাল দেবোনা। আমরা সাধারন মানুষ সাধারণভাবেই থাকবো এসব লোকাল কেমিক্যাল দিয়ে চুলের ক্ষতি করব না।

চুল আমাদের সৌন্দর্য। আমাদের মধ্যে অনেকই রয়েছে যারা রোদের মধ্যে কাজ করে।অনেকেই আবার ধুলাবালি মধ্যে কাজ করে। এভাবে কাজ করলে মাথায় অনেক ময়লা আসে। আমরা যখন কাজ শেষে বাসায় যাব ভালো করে সাবান অথবা ভালো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব।
কিন্তু কোন প্রকার কেমিক্যাল বা অন্য কোন কিছু দেবোনা।

এখন আমার মা বলে ছোটবেলা থেকে যদি তেল দিতি আজকে তোর মাথায় চুল এরকম থাকতো না।

যার মাথায় চুল নাই সে শুধু আফসোস করে। যাদের মাথায় চুল রয়েছে তাকে দেখে আফসোস করে। যার মাথায় চুল রয়েছে তারা শুধু চুলের অনেক ডিজাইন করে। একজন মানুষ চুলের জন্য যে কত আফসোস করে যার মাথায় চুল নেই সেই শুধু এই আফসোসটি করে।

আসলে আজকে আমি এই চুলের জন্যই কথাগুলো বললাম কারন আমার মাথায় চুল খুবই কম। আমার চুলের জন্য অনেক আফসোস হয়। আসলে চুল মানুষের সৌন্দর্য। মাথায় চুল রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন চুলের সঠিক যত্ন নেওয়ার।

বন্ধুরা আজকের মত আমি এখানেই সমাপ্তি টানছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্তমান সময়ের মানুষ বিভিন্ন সাইজে চুল কেটে নিজের সৌন্দর্য ফুটের তোলার চেষ্টা করে, বিশেষ করে যুবকরা চুলের বিভিন্ন স্টাইল করার চেষ্টা করে, এই স্টাইল করতে গিয়ে অনেক সময় চুলে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে যার কারণে চুলের অনেক ক্ষতি হয়। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো আমার এই পোস্টের নিচে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে বর্তমান সময়ে আমরা এমন একটা পরিস্থিতিতে পড়েছি আমরা চুলের পেছনে অনেক সময়ে ব্যয় করতেছি। শুধু সময়ই ব্যয় করতেছে না বরং চুলের পেছনে টাকাও খরচ করতেছি। সেই জন্য আমরা চুলে নানান রকমের কেমিক্যাল ব্যবহার করি আর অল্পবয়সী আমাদের মাথার চুল পড়ে যায়। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

আপনি ঠিক বলেছেন, আমরা মনে করি চুল সুন্দর করলেই চেহারা সুন্দর হয়ে যাবে, যে সুন্দর সে এমনিতেই সুন্দর, আসল কথা হচ্ছে চরিত্র সুন্দর করতে হবে। ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।

আগে একটি মানুষের মাথায় চুল থাকতো অনেক দিন ধরে কারণ তখন তারা চুলে কোন কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করত না। কিন্তু বর্তমান এই যুগে চুলে আমরা এতোটাই বেশী স্টাইল দিতে গিয়ে নিজেদের চুলের ক্ষতি ঢেকে আনি। আসলে সৃষ্টিকর্তা যে ভাবে আমাদের সুন্দর চুল দিয়েছে তার প্রতি আমরা হালকা ভাবে যত্ন নিতে পারি। যাইহোক সুন্দর একটি লেখার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমার এই পোস্টটি পড়ে আমার এই পোস্টের নিচে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। বর্তমান সময়ে আমরা এমন একটা পরিস্থিতিতে পড়েছি। আমরা প্রতিনিয়ত আমাদের চুলে নানান রকমের কেমিক্যাল ব্যবহার করতেছি। যার জন্য আমাদের মাথার চুল পেকে যাচ্ছে ও চুল উঠে যাচ্ছে। ধন্যবাদ ভাই ভালো থাকবেন। আমি আশা রাখবো এরকম ভাবে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন।

আসলে আপনার আজকের পোস্টটা অনেক সুন্দর ছিল চুলের যত্ন নিয়েছে পোস্টটি করেছেন, আসলে আমি মনে করি যারা বেশি বেশি চুলের যত্ন নেয় তাদের চুলের সমস্যারও বেশি হয় যত আপনি কম চুলের ট্রিটমেন্ট করবেন ততই আপনার চুলটা ভালো থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যে যত বেশি চুলের ট্রিটমেন্ট করবেন চুলটা আরো বেশি ভালো থাকবে কিন্তু আমার মতে এটা একদমই ভুল কথা হয়তো ক্ষনিকের জন্য আপনার এই চুলটা ঠিক থাকবে কিন্তু পরবর্তীতে আপনার চুলটা আরো খারাপ পথে যাবে। এটা যতটুক আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বললাম। যাই হোক আপনার পোষ্টটি অনেক সুন্দর ছিল।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমার এই পোস্টটি পড়ে, আমার পোস্টে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে আমরা বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতিতে পড়েছি। চুলের প্রতি আমরা এতটাই চুলের প্রতি আমরা অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। আমরা সপ্তাহে সপ্তাহে চুলের ডিজাইন পাল্টাই।আমরা চুলের নানান রকমের কেমিক্যাল ব্যবহার করি যার জন্য আমাদের মাথার চুল খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

Loading...

আমাদের সকলেরই নিজের চুলের যত্ন নেওয়া উচিত। বর্তমান সময়ে অনেকেরই মাথার চুল পড়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে অল্প বয়সে। চুলের সঠিক যত্ন নিয়েও এগুলো রোধ করে যাচ্ছে না। চুলে নিয়মিত নারকেলের তেল ব্যাবহার করলেও সেটা চুলের জন্য উপকারি।

আজকে আপনি চুলের যত্ন নিয়ে আমি চমৎকার আলোচনা করেছেন।। আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছে চুলের যত্ন অনেক টাকা খরচ করে থাকে আবার অনেকে একটা টাকাও খরচ করে না যারা খরচ করে না তাদের মধ্যে আমি একজন।।

আর এটা একদম বাস্তব বলেছেন অনেকে রয়েছে চুলের অনেক রকম ডিজাইন করে থাকে যাদের অতিরিক্ত টাকা তারা বিভিন্ন রং এর ডিজাইনও করে থাকে।।