কোটা আন্দোলনের ক্ষয়ক্ষতি

in hive-120823 •  6 months ago 

1000038450.jpgছবি

বন্ধুরা আমরা ইতিমধ্যেই দেখে এসেছি যে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন করা হচ্ছে এই কোটার বিরুদ্ধে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের বক্তব্য দেখতে পেরেছি। তাদের একেকটা কথা শুনলে আমাদের কলিজা কেঁপে ওঠে। আর তাদের গুলি খাওয়ার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি। সেই ভিডিও দেখে আমাদের চোখে অঝড়ে পানি ঝরতে থাকে।

1000038449.jpg ফেসবুক থেকে স্ক্রিনশট নেওয়া একটি ছবি

তারা শহীদ হয়েছেন শুধুমাত্র তাদের অধিকার আদায়ের জন্য নয়, বরং আমাদের প্রত্যেকের অধিকার আদায়ের জন্য তারা শহীদ হয়েছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে যারা পড়াশোনা করতেছে তাদেরকে কোন মূল্যায়ন করতেছে না। বেশিরভাগ মূল্যায়ন করা হচ্ছে যাদের সরকারি ভাবে কোটা রয়েছে। যখন এই আন্দোলন বেড়ে চলে ঠিক তখনই সব রকম ভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

পরশুদিন একটা পত্রিকা পড়লাম সেখানে দেখলাম ৮৬ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। নিউজটি কতটুকু সত্য আমি জানিনা। তবে যেহেতু পত্রিকায় লেখা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা লোকশান। আমরা এটাই ভেবে নিতে পারি। অনেক মানুষই হায় হায় করতেছে যে এত কোটি টাকা সরকারের লস হয়ে গেল। আমিও এটার সঙ্গে একমত অনেক টাকা সরকারের লস হয়ে গেছে এটা আসলেই ভাবার বিষয়।

এখানে আমি একটি কথা বলতে চাই। এটা আমার ব্যক্তিগত মতামত, শুধু যে সরকারের লোকসান হয়েছে তা নয়। বরং আপনার আমার লোকসান হয়েছে। কার কত টাকা ক্ষতি হয়েছে আমি জানিনা তবে আমার ক্ষতি হয়েছে এটা আমি জানাবো। আমি ইন্টারনেট কিনেছিলাম নয়শ টাকা দিয়ে ৩০ দিনের জন্য । সেখান থেকে আমি ১১ দিন ইন্টারনেট চালাতে পারিনি।

1000038453.jpgছবি

৩০ দিনে যদি ১ মাস হয় তার মধ্যে থেকে আমি ১১ দিন ইন্টারনেট চালাতে পারিনি। ৩০ দিনের মধ্যে ১৯ দিন ইন্টারনেট ব্যবহার করেছি। ১১ দিন ইন্টারনেট চালাতে পারিনি। আমি হিসাব করে দেখলাম প্রায় ৩০০ টাকার মতো ইন্টারনেট আমি চালাতে পারিনি। তাহলে এই ৩০০ টাকা আমাকে কে দেবে আমার এই ৩০০ টাকা লোকসান।

এটা শুধু আমার একজনের লোকসান মাত্র ৩০০ টাকা। এখন যদি হিসাব করা যায় প্রত্যেকটি মানুষের লোকসান হয়েছে। যারা সাত দিনের ইন্টারনেট কিনেছিলেন তারা কিন্তু কেউ ইন্টারনেট চালাতে পারেনি। আমরা জানি বর্তমান সময়ে ইন্টারনেটের দাম অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। বর্তমানে ২০০ টাকার নিচে ইন্টারনেট কেনা বড়ই মুশকিল।

আমাদের দেশে প্রায় ২০ কোটি জনগণ যদি ৮ কোটি মানুষ ও ইন্টারনেট চালায়, তাহলে ৩০০ টাকা করে দেখা যায় প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো লোকসান শুধু জনগণের ইন্টারনেট। এটা আমার ব্যক্তিগত হিসাব। শত শত মায়ের বুক খালি হয়েছে। শত শত মানুষ আহত হয়েছে। শুধুমাত্র নিজের অধিকার আদায়ের জন্য। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার চালানোর খরচ। এই টাকাগুলো আমাদের লোকসান।

1000038452.jpgফেসবুক থেকে স্ক্রিনশট নেওয়া একটি ছবি

শুধু যে ইন্টারনেটের ক্ষতি হয়েছে তা নয় বরং তিন দিন কারফিউ জারি করা হয়েছিল, আমরা কেউ ঘর থেকে বের হতে পারেনি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। আমরা কেউ কাজকর্মে যেতে পারিনি। এগুলো কি ক্ষতি নয়। আমি একটি কথাই বলতে চাই সরকারের ক্ষতি হয়েছে আমি মানি এবং আমি একমত। কিন্তু আমাদেরও ক্ষতি হয়েছে জনগণেরও ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা।

বন্ধুরা আমার পোস্টটি কেউ খারাপ ভাবে নেবেন না আমি শুধু বোঝাতে চেয়েছি যে জনগণেরও ক্ষতি হয়েছে। আমি মডারেটর ও এডমিনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ। তাই আমরা এরকম পোস্ট করতে বাধ্য হয়েছি দয়া করে আমাদের পোস্ট গুলোকে খারাপ ভাবে নেবেন না আমরা এই পোষ্টের মাধ্যমে কাউকে ছোট করতে চাইনি বরং আমাদের অধিকার ও আমাদের ক্ষয়ক্ষতীর কথা সবাইকে জানানোর চেষ্টা করেছি।

আজকে এখানেই সমাপ্তি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...