ময়লা আবর্জনা

in hive-120823 •  6 months ago 

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন! আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। বন্ধুরা আজকে আমি কথা বলব আমাদের দেশের শহরের বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা আবর্জনা ও ডাস্টবিন নিয়ে।

pexels-markusspiske-3806764 (1).jpgছবি

বন্ধুরা আমরা সাধারণত জানি, যারা আমরা শহরে থাকি,আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা জমে থাকে। এই ময়লা আবর্জনা কোথা থেকে আসে? এই ময়লা আবর্জনা মূলত বিভিন্ন বাসা বাড়ি, রেস্টুরেন্ট, মুদি দোকান, আরো অন্যান্য দোকান রয়েছে। মূলত সেই জায়গা থেকে এই ময়লা আবর্জনা আসে। আমরা অনেক জায়গায় দেখতে পাই, ময়লা আবর্জনা অনেক দিন ধরে জমে রয়েছে সেই ময়লা আবর্জনা পরিষ্কার করে না। এবং সেই ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই ময়লা আবর্জনার সামনে দিয়ে আমরা যখন যাই নাকে মুখে হাত দিয়ে যাই।

IMG_20240706_004354_511.jpgরাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনার ছবি

আমরা সব সময় চেষ্টা করব। যখন আমরা এই ময়লা আবর্জনার সামনে দিয়ে হাঁটাচলা করব, তখন আমরা অবশ্যই মুখে মাক্স ব্যবহার করব। এবং খুব দ্রুত সেই ময়লা আবর্জনার স্থান ত্যাগ করব। কেননা এই ময়লা আবর্জনা থেকে ডেঙ্গু মশা জন্ম নেয়। আর আমরা কম-বেশি সবাই জানি ডেঙ্গু মশা কামড় দিলে কি হয়। এই ময়লা আবর্জনা থেকে আরো বিভিন্ন প্রকার রোগ ছড়ায়।তাই আমরা চেষ্টা করব ময়লা আবর্জনার সামনে দিয়ে গেলে অবশ্যই মাক্স ব্যবহার করব এবং খুব দ্রুত সেই স্থান ত্যাগ করব।

pexels-shvetsa-3902732.jpgছবি

আসলে মূলত শহরে ময়লার আবর্জনা রাস্তার পাশে এভাবে পড়ে থাকত না। যদি ময়লা ফেলানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা এবং শহরের প্রত্যেকটা দোকানের সামনে ও রেস্টুরেন্টের সামনে, একটি করে ডাস্টবিন, অথবা ময়লার ঝুড়ি রাখা হয়। তাহলে কিন্তু আমাদের পরিবেশটি দেখতে অনেক সুন্দর হবে। আমরা এখন থেকে যেখানে সেখানে ময়লা ফেলব না। আমরা সবাই চেষ্টা করব ডাস্টবিন অথবা ময়লার ঝুড়িতে ময়লা রাখার জন্য। আমরা বাইরের দেশের ভিডিওতে দেখতে পাই বিভিন্ন জায়গায় ময়লার ডাস্টবিন রয়েছে কিন্তু আমাদের এলাকায় বা আমাদের শহরে নেই।

আমাদের শহরের যারা দায়িত্বে রয়েছেন তারা চেষ্টা করলেই সব সম্ভব। আমরা যারা সামর্থ্যবান তারা চেষ্টা করব শহরের মধ্যে ডাস্টবিন বসানোর জন্য। সকাল বিকাল ডাস্টবিন থেকে ময়লা বের করে ময়লা ফেলানোর জন্য নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করা প্রয়োজন। আমি মনে করি তাহলে কিছুটা হলেও রাস্তাঘাটের আশেপাশে ময়লা আবর্জনা কম দেখা যাবে। এবং আমরা কিছুটা হলেও রোগ প্রতিরোধ ও দুর্গন্ধ থেকে মুক্তি পাবো।

pexels-drago-rapovac-167144988-20813439.jpgছবি

আগের যুগে মানুষ বলে গিয়েছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে হাট বাজার শহর। কিন্তু আমরা চাইলে সেই হাট বাজার এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। কিন্তু আমরা তা না করে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলি। এই দায়িত্ব শুধু যারা শহরের দায়িত্বে রয়েছেন তাদের নয়। আমাদের প্রত্যেকেরই এ দায়িত্ব রয়েছে। আমরা সবাই কোন না কোন কিছু বিভিন্ন দোকান থেকে ক্রয় করে থাকি। সেইগুলোর প্যাকেট আমরা নির্দিষ্ট স্থানে না রেখে যেখানে সেখানে ফেলে দেই। কিন্তু আমরা তা করব না আমরা যদি নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনের রাখি। তাহলে কিন্তু আমাদের পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে।

pexels-efrem-efre-2786187-14552448.jpgছবি

তবে একটি কথা আমি সবাইকেই বলতে চাই। আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব। ময়লা আবর্জনা একটি ঝুড়ির মধ্যে রাখার জন্য। রাস্তার আশেপাশে না ফেলে যেখানে মানুষের সমাগন কম সেখানে রাখবো। যদি আপনাদের এলাকায় বা শহরে ডাস্টবিন অথবা ময়লার গাড়ি সকাল বিকাল আসে। তাহলে আপনার বাসা বাড়ির ময়লা আবর্জনা সেই ডাস্টবিন অথবা ময়লার গাড়িতে দিয়ে দিবেন। এতে করে আমাদের পরিবেশ সুন্দর হবে দুর্গন্ধ এবং রোগ প্রতিরোধ হবে।

বন্ধুরা আজকের মত এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মানুষ চাইলে সবকিছু করতে পারে।। শহরে অনেক জায়গায় এরকম ময়লা দেখা যায় আর এর পাশ দিয়ে হাটতে বিরক্তিকর লাগে।। খোলা জায়গায় ময়লা ফেলানোর ফলে মানুষের অনেক রোগ হয়ে থাকে। ‌ তারপরও আগর তুলনায় বর্তমান সময়ে অনেক জায়গায় ডাস্টবিন দেখা যায় আর আমরা যদি মাওলা সব সেটা আসবে না রাখি তাহলে অনেকটা দূষণমুক্ত হব।।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমার পোষ্টে এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য। আপনি ঠিকই বলেছেন মানুষ চাইলে সব কিছু করতে পারে। আমরা যেহেতু রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে আমাদেরকে বিরক্তিকর লাগে ময়লা আবর্জনা দেখে। সেজন্য আমাদের নিজেদেরকেই সতর্ক হতে হবে। মালদা বেদনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

আমরা আমাদের পরিবেশ নষ্ট করতে পারি আবার ঠিকও করতে পারি সবকিছু আমাদের উপর নির্ভর করে থাকে।। আমাদের সবার উচিত ময়লা আবর্জনা নির্দিষ্ট একটা জায়গায় রাখা।।

Loading...

আমাদের একটু সচেতনতাই পারে আমাদের পরিবেশকে সুন্দর রাখতে। আমরা যদি বিদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তারা কত সুন্দরভাবে এই ময়লা আবর্জনা প্রসেস করে। এতে করে তাদের দেশ যেরকম পরিষ্কার থাকে পপাশাপাশি রোগবালাই থেকেও মুক্তি পায়। আমাদের সকলের উচিত আগে নিজে সচেতন হওয়া। যার যার পরিবেশ তার তার পরিস্কার পরিচ্ছন্ন রাখা দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ আপনাকে সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আমার এই পোষ্টে এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য। আপনি ঠিকই বলেছেন, আসলে আমরা যদি বিদেশের দিকে তাকাই তাহলে দেখতে পারবো তারা ময়লা আবর্জনা রাখার জন্য কত প্রসেস তৈরি করেছে ঠিক জায়গা মত ডাস্টবিন দিয়েছে। কিন্তু আমাদের এখানে ডাস্টবিন কম ময়লা আবর্জনা রাস্তায় পড়ে থাকে দুর্গন্ধ বের হয়। যদি আমরা একটু সচেতন হই ময়লা আবর্জনা যেখানে সেখানে না পেলে তাহলে পরিবেশ সুন্দর রাখা যাবে। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন থাকলেও আমরা দেখা যায় যে ডাস্টবিনের বাইরে ময়লা ফেলি।কারন ডাস্টবিন পর্যন্ত পর্যন্ত হেঁটে যেতে আমাদের কষ্ট হয়।
যতক্ষণ আমরা নিজেরা সচেতন না হব ততক্ষণ আমাদের আসে পাশে ময়লা থাকবেই।
গতকাল আমি একটি নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলাম সেখানে দেখলাম প্যাকেট বিভিন্ন ধরনের পলিথিন সহ হাজারো আবর্জনা পড়ে আছে। এগুলো যেয়ে নদীতে পরবে এবং নদী জলজ জীবনকে দূষিত করবে।
আমরা প্রতিটা মানুষ যদি নিজেরা সামান্য একটু সচেতন না হই তাহলে এই ধরনের তোমার হাত থেকে পরিবেশকে রেহাই দেয়া যায়।

আপনি ঠিকই বলেছেন শহরে বেশি ময়লা আবর্জনা জড়ো করা থাকে। আমি মনে করি যেখানে যত শিক্ষিত মানুষরা বাস করে সেইখানেই দেখি নোংরা বেশি পড়ে থাকে। শহরাঞ্চলেই বেশিরভাগ ডেঙ্গু মানুষের হয়। তবে রাস্তায় বেরোলেই প্রত্যেকেরই মার্কস ব্যবহার করা খুবই জরুরী। আমাদের শহরে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে ময়লা নিতে আসে। তাও দেখি মানুষ রাস্তা চারিপাশে ময়লাগুলো ফেলে রেখে দেয়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনি ময়লা আবর্জন আমি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা আসলে অসম্ভব সুন্দর ছিল, এবং অবশ্যই আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করো ময়লা আবর্জনা যেখানে সেখানে যদি ফেলানো থাকে তাহলে অবশ্যই সেখান থেকে দুর্গন্ধ এবং সেই দুর্গন্ধ নিশ্বাস আমরা জ্ঞান নিতে অনেক কষ্ট হয় এবং এই ময়লা আবর্জনা থেকে অনেক ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে তা থেকে আমরা অবশ্য সতর্ক থাকি। ধন্যবাদ।