ছোট বোনের শখ

in hive-120823 •  5 months ago 

1000040410.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। ছোট বোনের অনেক দিনের শখ একটি স্মার্ট ফোন নিবে। অবশ্য অনেকদিন ধরেই বায়না ধরেছে মোবাইল নেওয়ার জন্য। আমি প্রতিদিনের ন্যায় আজকেও সকালে উঠে গোসল দিয়ে খাওয়া-দাওয়া শেষ করে কর্মস্থলে যাওয়ার জন্য রেডি হচ্ছি! ঠিক সেই সময়ে ছোট বোন এসে বলতেছে আমাকে আজকে মোবাইল কিনে দাও। আমিও ভাবলাম অনেকদিন ধরেই বায়না ধরেছে মোবাইল নেওয়ার জন্য আজকে মোবাইলটা কিনে দেই।

তার একটু পরেই বোনকে বললাম রেডি হও। একটু পরেই বোন রেডি। তারপর রওনা দিলাম শহরের দিকে। একটি কথা আমি সবাইকে বলি আমার মাথার চুল আস্তে আস্তে সব পড়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত আছি। সেজন্য আমি আমার মাথা চুল একদম নেরে করেছি। যাইহোক আমি শহরে পৌঁছে গেলাম। আমি আগে থেকেই ফোন চয়েজ করে গিয়েছিলাম অনেক খোঁজাখুঁজির পরেও একটি দোকানেও সেই মডেলের মোবাইলটি পেলাম না।

1000040409.jpg

অনেক খুঁজেও যখন চয়েস করা মোবাইলটি না পাওয়ার পরে। অন্য মডেলের মোবাইল দেখতে থাকলাম। এভাবে অনেক কয়েক টি মডেলের মোবাইল দেখলাম। আসলে আমি ছোট বোনকে নরমাল একটি মোবাইল কিনে দেওয়ার জন্য চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে হাতে তেমন টাকা-পয়সাও নেই একটু অল্প বাজেটের মোবাইল চেষ্টা করতেছি। অনেক দেখার পরে ইনফিনিক্স কোম্পানির একটি মোবাইল নিয়ে দিলাম।

1000040407.jpg

1000040404.jpg

মোবাইলটির রেম ছিল ৪ জিবি এবং স্টোরেজ ১২৮ জিবি। মোবাইলটির সঙ্গে একটি ব্যাক পার্ট দিয়েছিল কিন্তু আমার বোনের সেই ব্যাক পার্টটি পছন্দ হয়নি। তাই মোবাইলটি সেখান থেকে অন করে নিয়ে সবকিছু দেখে শুনে নিয়ে চলে গেলাম মোবাইলের অ্যাক্সেসরিজের দোকানে। সেখানে গিয়ে কয়েকটি দোকান ঘুরে একটি ব্যাক পার্ট আমার বোনের পছন্দ হলো। সেই ব্যাক পার্টি নিয়ে দিলাম। তারপর মোবাইলের উপরের একটি স্ক্রিন প্রটেক্টর নিয়ে দিলাম।

1000040413.jpg

তারপরে মোবাইলের স্ক্রিন প্রটেক্টর ও ব্যাক পার্ট কেনার পরে সেখান থেকে চলে গেলাম। বাইরে এসে মোবাইলের ব্যাক পার্টটি মোবাইলে সেট করলাম। মোবাইলের ব্যাকপার্টটি মোবাইলের সেট করার পরে মোবাইলটি অনেক সুন্দর লাগলো আমার কাছে। মোবাইল টি দেখে মনে হচ্ছে আইফোন, আইফোন একটা ভাব আছে।

1000040415.jpg

তারপর আমরা মোবাইল কেনাকাটার পরে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া-দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মোবাইল নিয়ে দেওয়ার পরে বোন তো অনেক খুশি। আসলে আমার বোন ইন্টার মিডিয়েট এ পড়ে আপনারা সবাই জানেন আমাদের দেশে কিছু দুর্যোগের জন্য ইন্টার মিডিয়েট পরীক্ষা পিছিয়ে এ গিয়েছে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমার বোন যেন অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং ভালো রেজাল্ট করে।

যাইহোক বন্ধুরা আজকের দিনের কর্মকাণ্ড আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দীর্ঘদিন এই প্লাটফর্মে না থাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত আপনাদের সঙ্গে থাকার। বন্ধুরা আজকে এখানেই সমাপ্তি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নতুন গল্প নিয়ে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমরা যখন আপন মানুষের শখ পূরণ করতে পারি তখন আমাদের খুব ভালো লাগে, ছোট বোনের জন্য শখের মোবাইল কিনে দিয়েছি, এটা খুব ভালো একটা বিষয়, আপনার পরবর্তী গল্প পড়ার অপেক্ষায় রইলাম, আপনার বোনের শখ পূরণের গল্প শুনে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বোনের ইচ্ছা পূরণ করার গল্পটি পড়ে বেশ ভালো লাগলো। আজকালকার দিনে স্মার্ট ফোন প্রত্যেকের কাছে একটা প্রয়োজনীয় জিনিস বলা যায়। তবে এটি নিজে কিভাবে ব্যবহার করতে চাই সেটা সম্পূর্ণই আমাদের উপরে নির্ভর করে, কারণ এর ভালো-মন্দ দুটো দিকই রয়েছে। আশা করছি আপনার বোন ভালো দিকটাই বেছে নেবেন। ভাই বোন মিলে সুন্দর একটি দিন কাটিয়েছেন, ফোন কেনার পর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াও করেছেন। আপনাকে যে কথাটা কমেন্টের মাধ্যমে বলবো ভেবেছিলাম, সেটা আপনি নিজেই পোস্টের শেষে লিখেছেন দেখলাম। দীর্ঘদিন কমিউনিটিতে আপনার অনুপস্থিতির পরে, পুনরায় নিয়মিত কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন জেনে ভালো লাগলো। আশা করছি এখন থেকে আপনি পূর্বের মতন একটিভ হবেন। ভালো থাকবেন।

Loading...

আপনার ছোট বোনের সব পূরণ করতে পেরে আপনিও খুব খুশি হয়েছেন ।আসলে বোনেদের বায়নার শেষ নেই। বোনের বায়না পূরণ করতে পেরে সব দাদারাই খুব খুশি হয়। বোনের সব পূরণের গল্পটা পড়ে খুব ভালো লাগলো।

"শুকরিয়া বন্ধুরা! 😊 আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই মোবাইল টির ছবিটি এখানে। 👀

আর ভাবতে পাচ্ছেন আইফোন কেমন? 😅

যে কোনো রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে, মোবাইল নিয়ে দেওয়ার পরে আমার বোন খুব খুশি। 😊

কিছু হল্টে থাকতে, ইন্টার মিডিয়েট পরীক্ষা দিচ্ছে! 🎓

আমি সবার জন্য ধন্যবাদ। ❤️

এখন থেকে, নিয়মিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। 📺

আবার, ধন্যবাদ সবার! 👍

এখানে থেকে, বিজিতা 'xpilar.witness' এর জন্য ভোট দিন: https://steemitwallet.com/~witnesses"

আপনি আপনার বোনের শখ পূরণ করেছেন এটা জানতে পেরে খুব ভালো লাগলো। আজকালকার দিনে ভাই বোনের এই মধুর সম্পর্ক দেখাই যায় না। ভাই বোন মিলে সুন্দর একটা দিন কাটিয়েছেন জেনে বেশ ভালো লাগলো।