বন্ধুত্ব

in hive-120823 •  5 months ago  (edited)

বন্ধুত্ব মানে

বন্ধুত্ব মানে হচ্ছে বিশ্বস্ত। বন্ধুত্ব মানে একজন মানুষের দুঃখ কষ্ট আর একজন মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াকে বন্ধুত্ব বলা হয়। সেটা হতে পারে একজন ছেলের সঙ্গে একজন ছেলের বন্ধুত্ব। অথবা একজন মেয়ের সঙ্গে একজন ছেলের বন্ধুত্ব। বন্ধুত্ব মানে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা। আসলে বন্ধুত্বর মানে বলতে গেলে শেষ হবে না।

1000035474.jpgছবি

কেমন বন্ধু বানানো উচিত

আমরা সমাজে চলতে গিয়ে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমাদের কিছু কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। আবার ছোটবেলায় স্কুলে বা কোচিং এ পড়াশোনার সময় আমাদের অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায়। অথবা ছোটবেলায় যাদের সঙ্গে খেলাধুলা করি একসঙ্গে চলাফেরা করি তাদের সাথেও বন্ধুত্ব হয়ে যায়।

তবে ছোটবেলার বন্ধু সবচাইতে ভালো বন্ধু। ছোটবেলা থেকে যেই বন্ধুগুলো গরে ওঠে, সেই বন্ধুগুলোর কথা কখনো ভোলা যায় না। কারণ ছোটবেলায় বন্ধুত্বের অনেক স্মৃতি থাকে। ছোটবেলায় গ্রামে বন্ধুদের সাথে একসঙ্গে খেলাধুলা করেছি। একসঙ্গে স্কুলে গিয়েছি।

1000035476.jpgছবি

এখন শুধু সেই ছোটবেলার বন্ধুত্বের কথা অনেক মনে পড়ে। অথচ যেই বন্ধুদের সাথে ছোট থেকে বড় হয়েছি আজকে সেই বন্ধুরা এক একজন এক এক জায়গায়। কেউ রয়েছে অন্য দেশে কেউ রয়েছে দেশে। আবার অনেকেই দেশে থাকলেও হয়তো বা তার সঙ্গে বছরে একবার দুইবার দেখা হয়। আসলে জীবিকা নির্বাহের জন্য কখন কোথা থেকে কোথায় যাবে সেটা আমাদের অজানা।

তবে আমরা এখন বড় হয়েছি। এখন আমরা জীবিকা নির্বাহ করার জন্য যে যেখানেই থাকি না কেন। আমাদের আশেপাশে কিন্তু বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু এই বন্ধুত্তের মধ্যে অনেকেই শুধু নামমাত্র বন্ধু। বন্ধুত্বের নাম নিয়ে আপনাকে ঠকাবে। আমি ঢাকায় তিন মাস একটি কোম্পানিতে চাকরি নিয়েছিলাম। সেখানে কোম্পানির পাশেই একটি ব্যাচেলার বসায় ছিলাম।

সেখানে থাকার সময় একজনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। আমি তাকে অনেক ভালো বন্ধু মনে করতাম। দুই চার দিন পরপরই একশ দুইশ এরকম করে টাকা নিতো। আর বলে যে ২-১ দিনের মধ্যে দিয়ে দিবো কিন্তু সেটা আর ফেরত দেয় না। এভাবে একদিন ৫ হাজার টাকা নেয়। আবার বলে যে বেতন উঠিয়ে দেবে। কিন্তু সে টাকা আর ফেরত দেয় না।

1000035475.jpgছবি

তারপর আমার গোসল করার সাবান, তেল সবকিছু আমারটা ব্যবহার করত। এক কথায় আমার সবকিছু সে ব্যবহার করত। আমি নতুন পোশাক কিনলে আমাকে না বলে সেই পোশাক সে বার করে ব্যবহার করত। আমি তাকে বন্ধু ভাবতাম কিন্তু সে নিজে কিভাবে লাভবান হওয়া যাবে সেই বুদ্ধিতে থাকে ।

এভাবে কিছুদিন যাওয়ার পরে আমরা এক রুমে তিনজন ছিলাম। হঠাৎ করে একদিন আমাদেরকে না বলে আমার ও আমার সাথে আরও এক ভাই ছিল আমাদের দুজনের মোবাইল ফোন আরো আনুষাঙ্গিক অনেক জিনিস নিয়ে গেছে। তার কিছুদিন পরে আমিও চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসি।

আসলে আমরা এমন কোন মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করব না। যারা সব সময় নিজের সার্থ খোঁজে। আর অপরিচিত জায়গায় গিয়ে খুব সহজে কাউকে আপন করে নিব না। অপরিচিত জায়গায় গেলে সব সময় নিজের টাকা পয়সা মোবাইল ফোন সাবধানে রাখার চেষ্টা করব। কারণ অপরিচিত জায়গায় গেলে মানুষ আপনাকে ঠকাবে।

কিছু কিছু বন্ধু তৈরি হয় নিজের কষ্ট নিজের দুঃখগুলোকে ভাগ করার জন্য। আবার কিছু বন্ধু তৈরি হয় নিজের গল্প অন্যের সঙ্গে শেয়ার করার জন্য। সুখে দুঃখে পাশে থাকার জন্য কিছু কিছু বন্ধু তৈরি হয়।

1000035473.jpgছবি

আবার কিছু কিছু বন্ধু তৈরি হয় কিভাবে আপনার ক্ষতি করবে সেই চেষ্টায় থাকে। তাই আমি সবাইকে অনুরোধ করব খুব সহজেই কাউকে বিশ্বাস করবেন না। খুব সহজেই কাউকে আপন ভাববেন না। খুব সহজেই কারো সঙ্গে বন্ধুত্ব তৈরি করবেন না।

বন্ধুরা আজকে আমি এখানেই সমাপ্তি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বন্ধুত্ব নিয়ে খুবই চমৎকার আলোচনা করেছেন চলার পথে অনেক সময় অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায় তারপরও ছোটবেলার বন্ধুত্বের মতো না তেমনটা আপনি বলেছেন।। আর বিপদের সময় বন্ধুরাই এগিয়ে আসবে এটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্বের নিয়ম।।

মানুষের জীবনে চলার পথে অনেক রকম বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে সব বন্ধুত্ব এক রকম হয় না। কিছু বন্ধু আছে বন্ধুর বিপদে ছুটে আসে ।আবার কিছু বন্ধু আছে বিপদের খবর পেয়েও খোঁজ নেয় না। তবে আমার জীবনে ছোট থেকে এত বড় হয়েছি। মনের মত বন্ধু একজনকেও পায়নি। নিজের জীবনের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারিনি। এখনো হয়তো তারা রাস্তায় দেখা হলে কথা পর্যন্ত বলে না। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বন্ধু হলেই বন্ধু হওয়ার যোগ্যতা সবাই রাখতে পারে না ৷ বন্ধু এমন একটি জিনিস যেটা আত্নার সাথে বন্ধন তৈরি হয় ৷ বন্ধু হওয়া মানে একে অপরের সুখ দুঃখের নিয়ে কথা বলা যে একে অপরকে বুঝতে সহায়তা করে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আমার কাছে মনে হয় যে বন্ধুত্ব আসলে হয়ে যায় এটা আসলে বলে কয়ে বানানো সম্ভব না। মনের মিল হয় তার সাথেই বন্ধুত্ব হয়ে যায় এখানে ধনী-গরীব কোন কিছুই বাধা মানে না।

তবে আপনার ওই জিনিসপত্র নিয়ে যাওয়া বন্ধুত্বের বন্ধুর মত কিছু বন্ধুও আসে আমাদের জীবনে। আর তখনই আমরা সচেতন হই যে, আসলে আমাদের ভাবনা চিন্তা করে বন্ধুত্ব করতে হবে। না হলে ঠকতে হবে পদে পদে।