বাগান আসলে আমাকে মানসিক একটা প্রশান্তি দেয়, এই কারণে ই গাছের পরতি আলাদা একটা টান আছে। আর আমার গাছ গুলোতে যখন এমন ফুল ফোটে তখন অনেক বেশি খুশি লাগে।
আসলে মানুষ লেবাস ধরে অন্য মানুষকে বোকা বানায়, ভুলে যায় একদিন তাকে মরতে হবে। মরণের কথা স্মরণ করে না বলে মানুষ এগুলো করে।