রাস্তায় দুর্ঘটনা

in hive-120823 •  last year 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আজকে আবারো আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি হল।

রাস্তায় দুর্ঘটনা

রাস্তায় বিভিন্ন কারণে মানুষের দুর্ঘটনা হয়ে থাকে দুর্ঘটনার মধ্য দিয়ে অনেক মানুষের জীবন চলে যায় আবার কেউ অচল হয়ে যায় । তাছাড়া রাস্তায় দুর্ঘটনা হওয়ার কারণ মানুষের অসাবধানতা।

মানুষ অসাবধানে থাকার কারণে রাস্তা পার হওয়ার সময় দুই দিক দিয়ে গাড়ি চলাচলের মধ্যখানে একটি দুর্ঘটনা হয়ে থাকে তাছাড়া গাড়ি চলাচলের মধ্য খানেও দুর্ঘটনা হয়ে থাকে।

car-accident-2789841_1280.jpg
Src
যেসব মানুষ রাস্তায় গাড়ি চালায় তাদের সাবধানে গাড়ি চালানো উচিত।
তাদের ভুলের কারণে অনেক মায়ের কোলের সন্তান জীবন হারাচ্ছে আবার অনেকের বউ বাচ্চার জীবন পথে নেমে যাচ্ছে। রাস্তায় গাড়ি সবার চড়া লাগে কারণ আমরা কোন জায়গায় যাওয়ার সময় গাড়ি দিয়ে যায়।

যেসব লোকজন গাড়ি চালাই তাদের সব সময় মাথা ঠিক থাকে না। এরা দিন রাত পরিশ্রম কর , যেসব লোকজন গাড়ি চালায় এরা অল্প কিছুতেই রেগে যায়।অনেক সময় রাস্তায় জ্যাম থাকলে আমরা যেসব যাত্রী গাড়িতে থাকি যে লোকটা গাড়ি চালায় তার উপরে চাপ সৃষ্টি করি এই কারণে রাস্তায় দুর্ঘটনা বেশি হয়।

তার মাথা গরম করে দেওয়ার কারণে সে মন মানসিকতা অন্যরকম করে গাড়ি চালাই এই কারণে দুর্ঘটনা বেশি হয় আমি অনেক দেখছি যখন ঢাকা থেকে বাড়ি যাওয়া আশা করি, তখন গাড়ি একটু আস্তে চালালে কিংবা কোন জায়গায় থামলে যাত্রীরা অনেক দুশৃংখল সৃষ্টি করে অনেক সময় দুশৃংখল দেখে ড্রাইভার এমন গাড়ি চালান চালাই বোঝা যায় এবার দুর্ঘটনা হইবে। আল্লাহর রহমতে আমাদের যাওয়া আসা এখনো কোনদিন কোন সমস্যা হয়নি আর যেন না হয় এটাই কামনা করি।

crash-1308575_1280.jpg
Src
আবার অনেক সময় দেখা যায় ড্রাইভার অন্য গাড়ি ওয়ালার সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাই এটার মধ্যেও দুর্ঘটনা হতে পারে এগুলো করা ঠিক না সবার যার যার মত সাবধানে গাড়ি চালানো উচিত, তা না হলে মানুষের জীবন যাইতো কতক্ষণ মানুষ এই আছে এই নেই নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই। তাছাড়া আমরা অনেক সময় দেখছি রাস্তায় দুর্ঘটনা হওয়ার কারণে অনেকের কোন খোঁজ থাকে না।

এই যে যাদের দুর্ঘটনার মধ্য দিয়ে জীবন যায় তাদের খোঁজ পাওয়া যায় না তাদের তো নিশ্চয়ই বাড়িতে মা বাবা ভাই বোন বাচ্চা বউ থাকতেই পারে।

তাদের পরিবার থেকে একজন চলে যাওয়ার কারণে তাদের কি হতে পারে আমরা নিশ্চয় ই বুঝতে পারছি। কারন আমাদের সবারই তো পরিবার আছে পরিবারের একজনের কিছু হইলে কি হয় আমরা তো সবাই জানি এই বলে আজকের গল্পটি আমি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রাস্তার দুর্ঘটনা খুবই ভয়ানক। আপনি বলেছেন মানুষের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। আমিও তাই মনে করি আবার কেউ রয়েছেন নিজেকে কিংবা নিজের গাড়িকে কিভাবে অন্য গাড়িকে অতিক্রম করানো যায় অর্থাৎ একটা প্রতিযোগিতামূলক অনুভব থাকা এটাও অনেক ক্ষতি করে।

কেননা নিঃশ্বাসের বিশ্বাস নেই। কখন কোন দিক থেকে কিভাবে এক্সিডেন্ট হয়ে যায় বলা দুষ্কর। ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটি প্রতিবেদন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

আসসালামু আলাইকুম,
রোড এক্সিডেন্ট খুব ভয়াবহ। আসলে আমরা জীবনের চাইতে সময়ের গুরুত্বটা বেশি দিয়ে ফেলি তো তাই এই রোড এক্সিডেন্ট এর মত দুর্ঘটনাগুলো খুব বেশি ঘটছে।

  • এছাড়াও আমাদের দেশে যারা দূরপাল্লার গাড়ি চালান তারা তো বেশিরভাগ সময়ে ডাবল ডিউটি করে থাকে এই যেমন,,, যে ড্রাইভারটি গাড়ি চট্টগ্রাম থেকে বরিশাল নিয়ে যাচ্ছে সেই একই ড্রাইভার আবার বরিশাল থেকে চট্টগ্রামে আসছে এমন অবস্থায় একজন ড্রাইভার কিভাবে ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারে?

যেসব ড্রাইভার রাত-দিন 24 ঘন্টা গাড়ি চালান তারা শুধু পথে মাত্র কয়েক ঘন্টা বিশ্রাম করেন এতে যেমন তার জীবন নিরাপদ হীনতায় থাকে ঠিক তেমনি ভাবে সে নিজে অন্য মানুষদের জীবনও নিরাপদ হীনতার মধ্যেই রাখে।

একজন ড্রাইভারের ভুলের কারণে অন্য এক মানুষের জীবন বিপন্ন হতে পারে তার সাথে সাথে তার পুরো পরিবারও আর্থিক এবং মানসিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আসলে পোষ্টের গুরুত্ব অনেক, আপনার জন্য অনেক শুভকামনা রইল।

একটা দুর্ঘটনার কারণে একটা পরিবার তার প্রিয়জনকে হারিয়ে ফেলে। সে পরিবারের উপর নেমে আসে অনেক বড় সমস্যা। হয়তোবা দেখা যায় পরিবারের যে সদস্য মারা যায়। সেই তাদের পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি থাকে। সে যখন চলে যায়,, তখন পরিবারের উপর কত বড় একটা বিপদ নেমে আসে,, সেটা হয়তোবা আমরা কল্পনাও করতে পারি না।

আমরা জানি আমাদের প্রত্যেকের কাছেই সময়ের মূল্যটা অনেক বেশি। কিন্তু তাই বলে সময়ের মূল্য দিতে গিয়ে কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলার মত অধিকার আমাদের কারণ নেই। অবশ্যই সাবধানতার সঙ্গেই গাড়ি চালানো,, এবং নিজে নিরাপদ থাকা এবং যারা যাত্রী রয়েছে,, তাদেরকে নিরাপদে রাখা আমাদের দায়িত্ব।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত মূল্যবান একটা টপিক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

Loading...

রাস্তার দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই দুর্ঘটনা গুলো বেশিরভাগ আমাদের ভুলের জন্যই হয়ে থাকে। আমরা কেউ সচেতন ভাবে রাস্তায় চলাফেরা করি না এই জন্য দুর্ঘটনা বেশি হয়ে থাকে।

যারা যুবক আছেন, তারা আরও বেশি অসচেতন হয়ে গাড়ি চালিয়ে থাকে। গায়ের জোর দেখাতে যেয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়, এবং নিজের জীবনটা দিতে হয় এরকম হাজারো ঘটনা ঘটে যাচ্ছে আমাদের আশেপাশে।

এত সুন্দর একটি আর্টিকেল, আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রতিনিয়ত রাস্তায় দুর্ঘটনা বেড়েই চলেছে এবং এই দুর্ঘটনার কারণে অনেক নিরীহ মানুষের জীবন চলে যাচ্ছে। দূরপাল্লার বাস গুলো যখন তাড়াতাড়ি করে তখন তাদের একটি ভুলের কারণেই অনেক মানুষের জীবন চলে। আপনার একটু অপেক্ষা আসলে অসাধারণ হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমরা দুর্ঘটনায় বেশি শিকার হই নিজেদের ভুলের কারণে একটু মাথা ঠান্ডা করে যদি আমরা দের স্থির ভাবে গাড়ি চালাই তাহলে দেখা যাবে এতগুলো মানুষের কখনো প্রাণহানি হবে না।

আপনার পোস্টটা অসাধারণ হয়েছে এমন ভালো একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না ৷ তাই আমাদের অনেক সাবধানতার সাথে রাস্তা পারাপার এবং কি ধীর গতিতে যানবাহন চালাত হবে ৷ কারন কখন কোথায় বিপদ আসতে পারে কেউ বলতে পারে না ৷ তাই আমাদের উচিত সঠিক সময়ের সঠিক মূল্য দিতে ৷

আসলেই এই ধরনের দূর্ঘটনা গুলো কিছু নেশা যুক্ত মানুষ এবং কিছু অসেচতনার মানুষ গুলোর জন্যই হয়ে থাকে ৷ তাই আমাদের সবাই কে সাবধানে থাকা উচিত ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷