![]() |
---|
Hello,
Everyone,
ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সাথে সাথে ভালোবাসা প্রকাশের দিনগুলো গুলো শুরু হয়ে যায়। অনলাইন মাধ্যমে বলেন কিংবা অফলাইন মাধ্যমে বলেন সকল ক্ষেত্রে উৎসব উৎসব মুহূর্ত শুরু হয়ে গেছে। হাতে মোবাইল নিলেই দেখা যায় প্রোপোজ ডে, টেডি ডে, হ্যাগ ডে এই উদযাপন ।
![]() | ![]() |
---|
তবে এই বিশেষ দিনগুলো কবে থেকে পালিত হয়েছে আমার জানা নেই । আমার সঠিক জানা নেই ভাসোবাসা কত প্রকার ও কি কি ? তবে রোমিও- জুলিয়েট, শিরীন -ফরাদ এদের ভালোবাসার গল্পো কমবেশি সকলের জানা।
তবে দিন দিন মানুষের হৃদয় হয়ে যাচ্ছে কঠিন পাথরের মত। বিশেষ করে 2020 সালের মহামারী " করোনা 'পর থেকে মানুষের হৃদয় থেকে সত্যিকারের মনটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা সবসময় এই প্রতিযোগিতা নিয়ে এতটা ব্যস্ত থাকি যে পরিবারের থেকে দূরে চলে যায় । কিভাবে আমি এগিয়ে থাকবো সেই চিন্তা সারাক্ষন মাথায় চলতে থাকে।
আজকাল আমাদের সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে ।সন্তানের সাথে বাবা-মার ভালো সম্পর্ক নেই স্ত্রীর সাথে তার স্বামীর সম্পর্ক , সংসার গড়ার থেকে দিন দিন সংসার ভেঙ্গে যাচ্ছে । বিশ্বাস তো কবেই হারিয়ে গেছে। অনেক সময় দেখা যায় ,এমন প্রতিবেশী থাকে যারা আপনার সব সময় ভুল ধরার জন্য প্রস্তুত থাকে, এমনকি সেগুলো প্রচার করে তারা অনেক আনন্দ পায়।
আবার আপনি ভালো কিছু কাজ করবেন দেখবেন আপনার অনেক শত্রু হয়েগেছে ।বর্তমান সময়ে শিক্ষকরাও আতঙ্কে থাকে যে, কখন কোন বিষয়ে নিয়ে ন্শিক্ষার্থীরা আন্দোলন করে।
৭ তারিখ হলো রোজ ডে, ৮ তারিখ হলো প্রপোজ ডে , ৯ তারিখ চকলেট ডে, ১০ তারিখ হল টেডি ডে, ১১ তারিখ হল প্রমিস ডে, ১২ তারিখ কিস ডে, ১৩ তারিখ হল হাগ ডে এবং এই সর্বশেষ পরিণতি ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। রোমিও- জুলিয়েটের মত সত্যিকারের ভালোবাসা যদি থাকতো তবে এভাবে এত সংসার ভাঙতো না ।আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে সংসার গড়ার থেকে সংসার ভেঙে যাচ্ছে বেশি।
মানুষের ভালোবাসা যেন ঠুংক কাচের মত হয়ে যাচ্ছে। কেউ কাউকে একটু ছাড় দিতে চাচ্ছে না । অনেক সময় দেখা যাচ্ছে যে ,পোশাক পরিবর্তন করার মতই তারা ভালোবাসা পরিবর্তন করে । ফেব্রুয়ারি মাস যেমন বলা হয় ভালোবাসার মাস এবং বসন্ত বরনের মাস । সারা মাস জুড়ে অনেক আয়োজন থাকে।তবে একটা জিনিসলক্ষ্য করেছি ,বর্তমান সময়ে বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ড থাকা ফ্যাশন হয়ে গেছে। অনেকের ধারণা যে মেয়ের বয়ফ্রেন্ড থাকে না সে নাকি ততটা স্মার্ট না তাই তো কোন ছেলে তাকে ভালোবাসে না।
মাঝে মাঝে এই প্রশ্নটাও আসে ,এত যদি ভালোবাসা থাকে ,এত যদি আয়োজন করে ভালোবাসা উদযাপন করা হয় তবে এই ভালোবাসা কেন সারা জীবন থাকে না । সারা বছর বাবা-মায়ের কোন খোঁজ না নিয়ে বছরের একটি দিন খুব ভালোবাসলো ,ভালো খাবার খাওয়া হলো ,বড় বড় গিফট দিল, ছবি তোলা হল এবং তা আবার অনলাইনে আপলোড করা হলো ।এই ভালোবাসা থেকে ৩৬৫ দিন যদি বাবা আমাকে একটু সময় দেয় তবেই বাবা মা বেশি খুশি হয় ।
সত্যিকারের ভালোবাসা তো কোন নির্দিষ্ট দিন দেখে হয় না ।শুধু একটি দিনের জন্য নয় এই ভালোবাসা থাকুক সারা বছর জুড়ে ।শুধু প্রেমিক প্রেমিকার জন্য ভালবাসা নয় , বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকূক। একজন ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি ভালোবাসা এবং প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা, সর্বোপরি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি মানুষের ভালবাসা, শ্রদ্ধা ,ভক্তি ,সম্মান এগুলো দেখানো হয় তবে মানুষ অনেক সুখী হতে পারতো ।
সকলের প্রতি অনেক ভালোবাসা ও শুভকামনা রেখে আজ বিদায় নিচ্ছে।|
আসলে বর্তমান আমাদের মধ্যেও আপডেট চলে এসেছে অনেক বেশি। আমরা এখন এমন একটি জায়গায় পৌঁছে গেছি যেখানে কাউকে ভালবাসতে হলে বা নিজের মনের কথা বলতে হলে দিন ফেলিয়ে ভালোবাসি। বাবা মাকে ভালোবাসার জন্য কোন দিন এর প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। কাউকে ভালবাসতে হলে দিন ফেলিয়া ভালবাসতে হয় এটাও আমার মনে হয় না। ভালোবাসার জন্য কোন দিন বা কোন সময়ের প্রয়োজন হয় না। কিন্তু আমরা এখন অনলাইনে ঢুকলে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে ঢুকলে বিভিন্ন ধরনের উদযাপন দেখতে পাই। যেমনটা আপনি বলেছেন। আপনি অনেক সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন যে লেখাটি সত্যি আমার মন ছুয়ে গেছে। এবং আপনার চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা-ভাবনা অনেকটা মিল আছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পিতা-মাতার প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা ,আত্মীয়-স্বজনের ভালোবাসা ও সর্বোপরি মানুষ মানুষের প্রতি ভালোবাসা হলো প্রকৃত মানুষের গুণ।
আধুনিকতার সাথে তাল মিলিয়ে মানুষ আধুনিক হয়ে যাচ্ছে তাই তো তাদের ভালোবাসার প্রকাশ করা ধরনা আধুনিক হয়েছে। তবে এখন মানুষ অনেককে স্বার্থপর হয়ে যাচ্ছে, নিজের স্বার্থকে সবসময় বেশি প্রাধান্য দিচ্ছে।
তবে এখনো অনেক ভালো মানুষ আছে তাই তো এখনো পৃথিবীটা এত সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit