মুখে লেগে থাকার মতো সুজির নাড়ু ও সন্দেশ তৈরি করার সহজ রেসিপি

in hive-120823 •  15 days ago  (edited)
IMG20241103163911.jpg

Hello,

Everyone,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম । পূজাতে নানান ধরনের নাড়ু তৈরি করা হয় ।দুর্গাপূজা থেকে শুরু করে কালী পূজা পর্যন্ত প্রধান আকর্ষণ থাকে নাড়ু।

গুড়ের নাড়ু, চিনির নাড়ু, সুজির নাড়ু ,হীরের নাড়ু বিভিন্ন ধরনের হতে পারে । নাড়ু খেতে অনেক সুস্বাদু হয় তেমনি নাড়ু তৈরি করতে অনেকে কষ্ট হয় ।আমাদের মা মাসিরা খুব যত্ন সহকারে এই নাড়ু তৈরি করে থাকেন ।তবে এখন অনলাইন সুবিধার জন্য নাড়ু কিনতেও পাওয়া যায় কিন্তু মায়ের হাতের যে নাড়ুর স্বাদ তা আমরা কিনা নাড়ুতে পাই না।

IMG20241103163735.jpg

আবার আমাকে অনেকেই বলেন, আমরা যতই নাড়ু বানাইনা কেন তোমাদের নাড়ুর মতো আমাদের নাড়ুটা সুস্বাদু হয় না । কি জানি ? আমরা তো সেরকম বেশি উপকরণ দেই না, তারপরও সুস্বাদু হয় ।তবে আমি এটা স্বীকার করি, আমার মা যত ধরনের নাড়ু বানাতে পারে আমি তত ধরনের নাড়ু বানাতে পারি না ।তবে চেষ্টা করছি ।

IMG20241103163840.jpg

মুখে লেগে থাকার মত মজার সুজির নাড়ু ও সন্দেশ তৈরি করার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই নাড়ু তৈরি করতে বেশি উপকরণ প্রয়োজন হয় না ।ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই নাড়ু সহজে তৈরি করতে পারি। হয়তো এটা অনেকেই পারে তবে যারা এটা পারেনা , যারা নতুন রান্না শিখছে আশা করি তাদের জন্য অনেক উপকার হবে ।তবে চলুন শুরু করা যাক।

নাড়ু ও সন্দেশ তৈরি করতে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি তা নিম্নে দেয়া হলো:
IMG20241103134936.jpg
সুজিএক কাপ
নারিকেলবড় একটি
চিনি৪০০ গ্রাম
গুড়া দুধএক কাপ
এলাচদুটো
সন্দেশের সাজপছন্দ অনুযায়ী
ধাপ ১
IMG20241103134949.jpg

নারিকেল মিহি করে বেটে নিতে হবে ।নারিকেল বাটা যত মিহি হবে নাড়ু তত মসৃণ হবে ।অনেকে আবার নারিকেল না বেটেও তৈরি করে , তবে আমার কাছে মিহি করে বেটে নিলে বেশি ভালো লাগে।

ধাপ ২
IMG20241103140122.jpg

গরম খোলায় সুজি টেনে নেব । সুজি ভেজে নেওয়ার সময় খুব সতর্কতার সাথে নাড়তে হবে ।অনবরত নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। তাহলে সুজির রং পরিবর্তন হয়ে যাবে এবং নাড়ু ততো সুস্বাদু হবে না । সুজি লাল করে ভাজার কোন প্রয়োজন নেই। সুজির কাঁচা গন্ধ চলে গেলেই হবে।

ধাপ ৩
IMG20241103140305.jpgIMG20241103155433.jpg

একটি কড়াই নিলাম। নারিকেল বাটা , চিনি ও সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিলাম। চুলার জ্বাল মাঝারী রেখে তৈরি করতে হবে এবং অনবরত নাড়তে হবে । লক্ষ্য রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায় ।জল শুকিয়ে আসলে সেই ভেজে রাখা সুজি দিয়ে আরও কিছু সময় নাড়তে হবে।

ধাপ ৪
IMG20241103155553.jpgIMG20241103155608.jpg

এবার একটি বাটিতে সামান্য জল নিয়ে গুঁড়ো দুধ তরল করে নিতে হবে । তা নাড়ুর খামির ভিতর দিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে । লক্ষ্য রাখতে হবে চুলার জ্বাল যেন বেড়ে না যায় ।একদম লো জ্বালে রান্না করতে হবে ।

এই নাড়ু তৈরি করতে অনেক কষ্ট হয় এবং সময় নিয়ে তৈরি করতে হয় ।তাড়াহুড়া করলে এই নাড়ু নষ্ট হয়ে যায় । যদি বেশি দিন সংরক্ষণ করতে চান অবশ্যই নাড়ু শক্ত বানাবেন । নাড়ু ভিজে ভাব থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে নাড়তে হবে ।

ধাপ ৫
IMG20241103162122.jpgIMG20241103162156.jpg

যখন সমস্ত জল শুকিয়ে আসবে এবং নাড়ুর খামি চামচের সাথে লেগে আসবে কড়াই থেকে ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে নাড়ু তৈরি করার জন্য খামি প্রস্তুত হয়েছে । সম্ভব হলে দুই থেকে তিনজন একত্রে নাড়ু গুলো তৈরি করে নেবেন ।কারণ এই খামির খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় তখন আর নাড়ু তৈরি করা যায় না ।

ধাপ ৬
IMG20241103162727.jpgIMG20241103162741.jpg

কিছু অংশ কড়াই থেকে নামিয়ে নাড়ু তৈরি করব আর বাকি অংশ একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন গরম ভাবটা না বেরিয়ে যায় ।খুব তাড়াতাড়ি এই নাড়ুগুলো তৈরি করতে হয়। কিছু নাড়ু তৈরি করলাম আর নকশী সাজে সন্দেশ তৈরি করব।

সাজে সামান্য সরিষার তেল ব্রাশ করে নিলাম এবং সাজের মাঝে একটি কিসমিস দিয়ে খামি দিয়ে ডিজাইন তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল আমার ”মুখে লেগে থাকার মত সুজির নাড়ু ও সন্দেশ”। নাড়ু ও সন্দেশ দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতে অনেক সুস্বাদু হয়েছে ।

IMG20241103162754.jpg

সুজির নাড়ু হবে কি হবে না এই ভয় নিয়ে নাড়ু তৈরি করতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই এই রেসিপিটি দেখে সহজে তৈরি করতে পারবেন। আজ এখানে বিদায় নিচ্ছি ,অন্য কোন দিন কোন নতুন রেসিপি নিয়ে আবার আসবো।

আপনাদের সুবিধার জন্য ভিডিওটি দেখতে পারেন

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo
Thank You So Much For Reading My Blog📖


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

X

যদিও সুজি খেয়েছি কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি। অন্যদিকে নারকেল নাড়ু আমার ভীষণ পছন্দ এবং তার থেকেও বেশি পছন্দ নারকেল ও সেমাইয়ের নাড়ু। অবশ্য আপনার তৈরি করা সুজির নাড়ুটা নিঃসন্দেহে অনেক সুস্বাদুই হবে।

যেমন ঘ্রানেই অর্ধেক ভোজন তেমনি ছবি দেখেই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা নতুন সুস্বাদু খাবার প্রস্তুত প্রণালী এভাবে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।

আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছে গুড়ের নাড়ু থেকে সুজির নাড়ু বেশি সুস্বাদু মনে হয়।

Loading...

A3186764-3D02-4FB3-9244-256B35F1D982.jpeg

Thank you, Sir.

I am a sweet lover. Really you make perfectly delicious sweet. Really so yummy delicious suji naru and sondesh. You share step by step. Thanks a lot friend