পঞ্চমুখী জবা ফুলের ফটোগ্রাফি

in hive-120823 •  28 days ago 
Add a subheading (1).png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শীত প্রায় চলে এলো বলে। কুয়াশার চাঁদর গায়ে দিয়ে শীত আসতেছে, তাইতো সকালবেলা হালকা হালকা ঠান্ডা পড়ছে এবং সকালের প্রকৃতি কুয়াশায় ঢাকা থাকে ।

IMG20241013075653.jpg

আমি আজকে আবার একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে এসেছি ।আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি হলো ”পঞ্চমুখী জবা ফুলের” । আমার বিশ্বাস , সকলেই ফুল ভালবাসে ।ফুল ভালোবাসেনা এমন লোক আমার এখনও চোখে পরেনি।

এক সময় ছিল আমাদের গ্রাম অঞ্চলে প্রতিটি বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল । সকল সিজনেরই ফুল পাওয়া যেত । বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি এসেছে এবং কম জায়গাতে টপে ব্যালকনিতে বা ছাদে বা ঘরের কোন এক কোণে আপনার শখের ফুল গাছটি লাগাতে পারেন ।

IMG20241013075538.jpg

যারা ফুল প্রেমি তাদের সব সময় ফুলের একটি বাগান তৈরি করার নেশা থাকে ।আমারও কম বেশি ফুলের প্রতি নেশা আছে ।আসলে ফুল হলো পবিত্রতা । ফুল শুধু অন্যকে সুখী করার জন্য নিজের সমস্ত কিছু বিলিয়ে দেয়।

একটি ফুল তার সুগন্ধে সমস্ত পৃথিবীকে ভরিয়ে দেয়। যখন ফুলটি তাজা থাকে আমরা সকলেই সেই ফুলটিকে খুব যত্ন করে রাখেদেই। যখন ফুলকি শুকিয়ে যায় তখন আমরা ফুলটিকে ডাস্টবিনে ফেলে দেই। তখন তার কোন মূল্য থাকে না ।আমাদের সমাজেও কিছু কিছু ব্যক্তি আছে নিজের প্রয়োজনে অন্যকে কাছে টেনে নেয়, অনেক সম্মান করে, অনেক মর্যাদা ও অনেক ভালোবাসা দেয়।

IMG20241013075510.jpg

কিন্তু যখনই তার প্রয়োজন ফুরিয়ে যায় তখনতাকে বাসি ফুলের মত ফেলে দিতে দ্বিধাবোধ করে না। যাক অনেক হলো কথা , জবা ফুলের অনেক প্রকারভেদ হয় তা আমরা সকলেই জানি ।বিভিন্ন রকমের জবা ফুল আমি দেখেছি কিন্তু কোন জবা ফুলের কি নাম সেটা আমি সঠিক জানিনা। আজকে এই জবা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

ফুলটি দেখতে খুবই আকর্ষণীয় তবে এই রংয়ের ফুল সব জায়গাতে দেখা যায় না। বেলকুনিতে ছোট্ট একটি বালতিতে যে এত সুন্দর একটি ফুল গাছ হয় তা আমার জানা ছিল না । এই গাছটির বয়স অনেক বছর হল। অনেক যত্ন করলে এত সুন্দর ফুল পাওয়া যায় ।

আমি এটিকে জবা ফুল নামে চিনতাম । এটির সঠিক নাম জানার জন্য আমি অনলাইন মাধ্যমে খোঁজ নিলাম । অনলাইন মাধ্যম থেকে জানতে পারলাম এই জবা ফুলটির নাম হল ”পঞ্চমুখী জবা ফুল”। অঞ্চল ভেদে বিভিন্ন নাম বলা হয়। জবা ফুলটি অনেক সুন্দর দেখতে। আমরা সাধারণত লাল ,সাদা ও গোলাপি গুলো বেশি দেখতে পাই ।

IMG20241013075517.jpgIMG20241013075529.jpg

এই গাছের পাতা এবং ফুলের অনেক আয়ুর্বেদিক ঔষধি গুনে ভরপুর। বিশেষ করে আমরা চুলের যত্নের জন্য হেয়ার প্যাক তৈরি করতে জবা ফুল এবং পাতা ব্যবহার করে থাকি। আরও অনেক ঔষধি গুন আছে তা বিস্তারিত বললাম না ।অনলাইন মাধ্যম খুঁজলে আপনারা জানতে পারবেন।

জবা ফুল গ্রীষ্ম ও শরৎ কালে বেশি ফুটে । আমার কাছে ফুলগুলো এত ভালো লেগেছিল যা আমি ক্যামেরা বন্দী না করে পারলাম না। যা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই ফুল গুলো পেলে দেবতা অথবা মানুষ সকলেই খুশি হয়ে যাবে। আপনারা কে কে কোন ফুল পছন্দ করেন তা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি । শুভরাত্রি।


2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo


2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফুল ভালোবাসে না এমন কাউকে পাওয়া সত্যি মুশকিল। আমাদের আশেপাশে লাখ প্রজাতির ফুল রয়েছে তার সামান্য একটা অংশই আমরা চিনি। আপনি আজ আমাদের সামনে পঞ্চমুখী জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটা অসাধারণ লাগছে। সমাজের কিছু মানুষ রয়েছে যারা নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

Loading...

@muktaseo আপনাকে বহুবার discord এ উল্লেখ করেও পাওয়া যায় না! আপনি আমার সাথে discord এ যোগাযোগ করবেন অবশ্যই।

  ·  27 days ago (edited)

@sduttaskitchen দিদি আমি discord এ অংশগ্রহণ করতে পারছি না বলে দুঃখিত । আমার ফোনটা অনেকদিন থেকে সমস্যা হচ্ছে । discord app মোবাইলে তাই আমি ক্লাসগুলো করতে পারছি না। নতুন ফোন পাবার অপেক্ষায় আছি দিদি।

ল্যাপটপ থেকে যদি discord এ অংশগ্রহন করা যেতো তাহলে খুব সুবিধা হতো আমার জন্য। আর দ্বিতীয় সমস্যা হলো দিদি আমার দাঁতে খুবই সমস্যা হচ্ছে ।রুট ক্যানেল করাচ্ছি তাই আমাকে CMS যেতে হচ্ছে । এভাবে ১সপ্তাহ ডাক্তারের কাছে যেতে হবে ।দিদি খুব পেইনফুল সময় পার করছি। তাই আমি আগের মত এক্টিভ থাকতে পারছি না। আমি একটু সুস্থ হয়ে আগের মত আবার এক্টিভ হব ।
দিদি আমি ল্যাপটপ থেকে যুক্ত হবার চেষ্টা করছি।

পঞ্চমুখী ফুলের কথা শুনেই পোস্টে ক্লিক করলাম, কিন্তু আমি ফোন দেখে ভীষণ অবাক, এইটার নাম পঞ্চমুখী আর আমি জানতাম না,, আমি এটাকে জানতাম জবা ফুল নামে যদিও জবা ফুল অন্য রকমের, তাতে আমার কাছে এই পোস্টটা পড়ে ভীষণ ভালো লেগেছে এবং এর গুনাগুন জানতে পেরে তো অনেক উপকৃত হয়েছি। তাই আপনাকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি পোস্ট করার জন্য।

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো! প্রকৃতির সৌন্দর্য ও ফুলের প্রতি আপনার ভালোলাগার অনুভূতি সত্যিই মনোমুগ্ধকর। আপনার বর্ণনা থেকে বোঝা যায়, ফুলের প্রতি আপনার যত্ন আর ভালোবাসা গভীর। ফুলের সৌন্দর্য শুধু চোখে নয়, মনের প্রশান্তিতেও অবদান রাখে। আশা করি, ভবিষ্যতে আরও এমন সুন্দর ছবি ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। শুভরাত্রি!