আমার সাথে প্রতিবার এমন কেন হয়!

in hive-120823 •  2 days ago 
Add a subheading (5).png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।আমি ভালো আছি তবে সুস্থ নেই ।একটু অবাক হলেন যে, ভালো আছি কিন্তু সুস্থ নেই।কারণ আমি মানসিকভাবে সুস্থ থাকলেও শারীরিকভাবে অসুস্থ ।এটা আমার সাথে প্রতিবারই হয়ে থাকে। যখনই আমি বাবার বাড়িতে যাই কিংবা শ্বশুর বাড়িতে যাই তখনই আমি অসুস্থ হবো।

IMG_20241230_184107.jpg

সেখানে কাটানো দিনগুলো আমার খুব সুন্দর ভাবে কেটে যায় কিন্তু বাসায় যখন ফিরে আসি তখন সমস্যাগুলো দেখা দেয় ।কথায় আছে যে, সুখ সকলের সহ্য হয় না। নিজের বাসায় সকাল ৬টায় ঘুম থেকে ওঠা, সকালের নাস্তা তৈরি করা, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আবার দুইটার ভিতরে দুপুরের খাবার তৈরি করা এবং বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা, বিকেলে কোচিং এ যাওয়া।ঘড়ির কাটার মত আমরা নির্দিষ্ট সময় ঘুরতে থাকি। সেটাই মনে হয় আমার জন্য ভালো ।

শত ব্যস্ততার মাঝেও তখন আমি শারীরিকভাবে সুস্থ থাকি কিন্তু যখন বাবার বাড়িতে আসি তখন কোন কাজ করতে হয় না । আমি কখনো সকাল দশটার সময় ঘুম থেকে উঠি ।হয়তো শখের বয়সে মাঝে মাঝে একটু রান্না করি ।শ্বশুরবাড়িতেও আমি তেমনই আদর পেয়ে থাকি। আমার ইচ্ছে মত আমি কাজ করে থাকি ।সেখানে আমার কাজের জন্য কোন পেশার দেওয়া হয় না। আমারা অল্প কিছু দিনের জন্য গ্রামের বাড়িতে আসি তাই সকলেই অনেক আদর করে।

আর এই ভালোবাসা ,আদর গুলোই আমার জন্য প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবারেও কলেজের অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হল, মেয়েদের সাথে ঘুরতে গেলাম, সে সময় গুলো ভাল ছিলাম। সকলের সাথে দেখা সাক্ষাৎ হলো। মায়ের বাড়িতে এলে পরে আমার হয়তো জ্বর হবে কিংবা গলা বসে যাবে ।

IMG_20250117_111022.jpg

প্রতিবারই গ্রামের বাড়িতে গেলে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। এবারও তার ব্যতিক্রম হয়নি । গ্রামের বাড়িতে বসে অসুস্থ হইনি কিন্তু বাসায় এসে দুটো দিন সুস্থ থাকার পরে অসুস্থ হয়ে পড়েছি।হঠাৎ এতটাই অসুস্থ হয়ে যাই যে আমাকে CMH এ ভর্তি হতে হল। ডাক্তারের কাছে যাওয়া , টেস্ট করানো সত্যি খুবই বিরক্তিকর ।একটি রাত থাকতে হলো আমাকে ।

IMG_20250119_204809[1].jpg

আর্মি বাবু অফিসের কাজে খুব ব্যস্ত ছিলেন। তার উপরে আমি অসুস্থ সে তো রাগ করে বলেই ফেললেন, “এত কেন বেড়ানো দরকার, বাসার মানুষ বাসায় থাকো” ।তা শুনে মানুষিক ভাবে আরো অসুস্থ হয়ে গেলাম।

কেউ যদি আমাকে নিয়ে প্রশংসা করে তখনই আমি অসুস্থ হয়ে যাই। জানিনা, এটা কুসংস্কার না অন্য কিছু। তবে আমি কুসংস্কার বিশ্বাস করি না। কিন্তু আমার সাথে এটা প্রায়ই হয়ে থাকে ।ব্লাড টেস্ট এবং আল্টাসনোগ্রাফি রিপোর্ট ভালো হলেও প্রেসার একদম লো ছিল।মেয়েতো মজা করে বলে ,"মা তুমি কোথাও গেলে কালো টিপ পরে যাবে"। মেয়ের কথা শুনে হাসি আর ধরে রাখতে পারলামনা। কি আর করা ! ডাক্তার এবং ওদের পরামর্শ নিয়ে চলছি ।আমার জন্য প্রার্থণা করবেন ,আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আজ এখানে বিদায় নিচ্ছি।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিবারই আপনি গ্রামের বাড়িতে গেলে অসুস্থ হয়ে যান, হতে পারে এটা পরিবেশ বা স্থান পরিবর্তন করার কারণে। অনেক সময় আবহাওয়া পরিবর্তন হলে অসুস্থ হয়ে যায় মানুষ। নিজের বাড়িতে ব্যস্ত থাকলে কাজের মধ্যে থাকলে অনেক সময়ই শরীর ঠিক থাকে, হঠাৎ করে আরাম পেলে এবং আবহাওয়ার পরিবর্তন হলে মানুষ অসুস্থ হয়ে যায়। তবুও যেন খুব ভালো লাগলো নিজের বাড়ি কিংবা শ্বশুরবাড়ি দুই জায়গাতেই আপনি বেশ আদরেই থাকেন।

ঠিক তাই। বেশি সুখে থাকলে সমস্যা বেশি হয় আমার। শরীরের অসুস্থতার মাঝে বাড়িতে কাটানো আনন্দের স্মৃতিটুকু মনে পরছে।
পোস্টটি পরিদর্শন করে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By: @vivigibelis

Loading...

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By: @vivigibelis

Thank you, Ma'am,@vivigibelis