ফটোগ্রাফি পোস্ট: সাধারণ গ্রাম বাংলার অসাধারণ দৃশ্য

in hive-120823 •  21 days ago 
Untitled design.png
Made by Canva

Hello,

Everyone,

ছয় ঋতুর দেশ বাংলাদেশ ।ঋতুর পরিবর্তনের সাথে সাথে বাংলার প্রকৃতিক সৌন্দর্য পরিবর্তন হতে থাকে। সৌন্দর্য দিক থেকে শহরের চেয়ে গ্রাম অনেক এগিয়ে আছে ।শহরের আলোকসজ্জা যতই থাকুক না কেন, গ্রামের সেই প্রাকৃতিক সৌন্দর্য শহরকে হার মানায়।

IMG_20241221_062041.jpg

এই শীতের সকালে ঘাসের উপরে এক বিন্দু শিশির মুক্তার মত যেন ফুটে থাকে । তার ছোঁয়া শহরের ইট পাথরের শহরে বসে পাই না। পুব আকাশে নতুন সোনালী সূর্য উঠার সেই সৌন্দর দৃশ্য যা সকলের মন কেড়ে নেয় । এই শীতের দিনে ইট পাথরের শহরে শুধু রাস্তায় গাড়ির হন আর ধুলাবালি থাকে।

IMG_20241225_081038.jpg

গ্রাম বাংলায় গাড়ির কালো ধোয়া এবং উচ্চ গাড়ির হন শোনা যায় না। বড় বড় গাছপালা যেন আকাশের সাথে মিশে গেছে । এই সৌন্দর্য দেখার জন্য বারবার ছুটে আসি ইট পাথরের শহর ছেড়ে গ্রামে ।

IMG_20241224_082212.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শিশির ভেজা গাছ থেকে ফুল তোলা সে এক অন্যরকম আনন্দ। গাছে জবা ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে আছে। তবে গ্রীষ্মকাল ও বর্ষাকালে এই ফুলটি বেশি ফুটে। শীতে অল্প কিছু ফুটে থাকে । জবা ফুল সারা বছর ধরে ফোটে ।

IMG_20241225_110139.jpg

গ্রামের সাধারণ মানুষ গুলোর জীবনধারা অতি সাধারণ ।গ্রামের সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি অনেক সুন্দর হয় । আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য দূর-দূরান্তে ছুটে বেড়াই কিন্তু কখন আমাদের গ্রাম বাংলার প্রকৃতি কাছ থেকে দেখে হয়না।

IMG_20241225_111825.jpgIMG_20241225_111838.jpg

এই সেই জমিদার বাড়ির দিঘীর ঘাট। এক সময় এই জমিদারদের অনেক নাম ডাক ছিল। জমিদার বাড়ির মূল গেট থেকে জমিদার পরিবার ছাড়া অন্য কোন ব্যক্তি স্যান্ডেল পড়ে হেটে যেতে পারত না। আজ এই জমিদার বাড়ি একদম পরিত্যাক্ত বাড়িতে পরিণত হয়েছে।এখন সেই জমিদার বাড়ির কোন কিছুই আর নেই।

IMG_20241228_122435.jpgIMG_20241228_123014.jpg

কৃষক অনেক যত্ন করে ইরি ধানের বীজ বপন করছে। তাদের এই কঠোর পরিশ্রম, যখন মাঠ জুড়ে সোনালী ফসল দেখে তখন তাদের এসকল কষ্ট মনে থাকে না । তাদের এই কঠিন পরিশ্রমের উৎপাদিত চাল খুব সহজেই শহরে বসে পেয়ে যাই ।

IMG_20241228_173829.jpg

গ্রাম বাংলার সকাল বেলার প্রাকৃতিক দৃশ্য যতটা সুন্দর তেমনি দুপুরবেলা সৌন্দর্য এবং সন্ধ্যার দৃশ্য অনেক সুন্দরী। যা সকলের মন কেড়ে নেয় । সোনালী সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রকৃতি অন্যরকম সাজে সেজে ওঠে।

IMG_20241228_173740.jpg

শহরে এত সুন্দর দৃশ্য দেখার সুযোগ পাই না । যেহেতু এখন সুযোগ পেয়েছি তাই প্রকৃতির সাথে সাথে আমারও কিছু ছবি তুলে নিলাম। এই সুন্দর প্রকৃতির সাথে তোলা ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে। কিছুকিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম ।

IMG_20241228_171937_362.webp

আমার মত আপনারাও গ্রামের পরিবেশ নিশ্চয়ই ভালোবাসেন । আমরা যতই শহরে থাকি না কেন আমাদের মূল কেন্দ্রবিন্দু হলো এই গ্রাম ।আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন । শত ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য কিছুটা সময় হাতে রাখুন।


s

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...

দিদি আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনার তোলা ছবিগুলো আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে ধান ক্ষেতের ছবিটা খুব ভালো লেগেছে। এছাড়াও জবা ফুল ছবিটা বেশ ভালো। নতুন বছর আপনার ভালো কাটুক।

ভালো থাকবেন দিদি। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

আপু আপনার পোস্টটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনার উপদেশগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। সন্তানদের সঠিক শিক্ষা ও দায়িত্ববোধ গড়ে তোলার জন্য এই পরামর্শগুলো খুবই সহায়ক হবে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।

গ্রামের পরিবেশের সাথে কোন কিছুরই তুলনা করা চলে না, সে সাথে রয়েছে আপনার লাল টুকটুকে জবা ফুল, আর আপনাকে দেখতে তো আরো বেশি ফুলের থেকেও সুন্দর লাগছিল।। সব মিলিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ।

কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম উনি বলেছিল জমিদার বাড়িতে গিয়েছি জমিদারের অনুমতি লাগেনি লেগেছে শুধু ১০ টাকায় একটা টিকেট আসলে আগেকার সময় জমিদার বাড়িতে কেউ ঢুকতে পারত না বিশেষ করে সাধারণ মানুষ ঢুকতে হলে অনুমতি লাগতো কিন্তু বর্তমান সময়ে জমিদার বাড়িতে কোন মানুষ আছে বলে আমি মনে করি না।

আপনি ঠিকই বলেছেন শীতের সময়ে ঘাসের উপর মুক্তার মত একটা শিশির বিন্দু হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য যেটা দেখে অনেক বেশি ভালো লাগে আপনার গোলাপের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে যেটা দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।