দিদি আমিও রান্নাকরা পিঠা ততটা পছন্দ করি না তবে তেলে ভাজা পিঠা অনেক পছন্দ করি ।তারপর এখন যেহেতু শীতের সময় তাই এখন পিঠেপুলি খেতে অনেক মজা, তার সাথে হাঁসের মাংস আরো টেস্টি হয়।
আমিও একসময় রান্নাতে অনেক ভয় পেতাম বলতে গেলে রান্না থেকে দশ হাত দূরে থাকতাম ।কিন্তু এখন রান্না করতে আমার খুবই ভালো লাগে ।বিশেষ করে অতিথিদের পছন্দ অনুযায়ী খাবারগুলো পরিবেশন করতে আমার আরও বেশি ভালো লাগে এবং আমি চেষ্টা করি নতুন নতুন খাবার তৈরি করতে।
আমি নিজে অতটা খাবার পছন্দ করি না কিন্তু অন্যকে খাওয়াতে খুবই ভালো লাগে ।আমি মনে করি মানুষের মন জয় করতে হলে তাকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে, আর রান্না যদি সুস্বাদু হয় তবে আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ থাকবে ।
যাইহোক মজার ছলে বললাম ,এমনিতেও আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো ।তারা আমাকে অনেক ভালোবাসে ।বাকিটা ঈশ্বরের আশীর্বাদে আমিও চেষ্টা করছি। পোস্টটি পরিদর্শন করে সুন্দর একটি প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।