পোস্টে দেখে সত্যিই অসাধারণ লেগেছে। পাখির গুলোর ছবি দেখে তো মন ভালো হয়ে গেলা। পাখি হলো শান্তির প্রতীক । ময়না ,টিয়া পাখি আমার খুবই ভালো লাগে । যখন ময়না পাখি কথা বলে তখন আরো ভালো লাগে।
আপনি পাখিকে যখন খাবার দিয়েছিলেন তখন জিজ্ঞাসা করেছিলেন কি খাবে । তার উত্তরে বলেছিল
ময়না ফল খায়!
পাখিরে মিষ্টি কথা অনেক ভালো লাগে। পোস্টটি পড়ে মনটা ভালো হয়ে গেল ।নতুন পোস্ট করার অপেক্ষায় রইলাম।