আমরা যতই দূরে থাকি না কেন আপনজন অসুস্থ থাকলে মন ভালো থাকেনা। আপনার শশুরের দ্রুত সুস্থতা কামনা করছি।
মেয়েদের কাছে শশুর তার বাবার স্থানে থাকেন। এই বিপদের সময় তাদের কাছে থাকলে চিন্তা অনেক কম হত। বাসায় একা থাকায় আপনার মন বেশি খারাপ হচ্ছে।
তবে আপনি এই সময় চিন্তা বেশি করবেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।