আপনার পোস্টের প্রথম ছবিটি অনেক সুন্দর ছিল। রুটিগুলো একদম বৃত্তের মত গোল হয়েছে। শুক্রবার বলুন আর শীতের ছুটির দিন বলুন সকালবেলা ঘরের বৌদের ছুটি বা অলসতা নেই।তাইতো আপনিও সকাল সকাল উঠে সকলের জন্য নাস্তা তৈরি করার কাজে লেগে পরেছেন।
বাচ্চার জন্য মাংস আলাদা ভাবে নরম করতে দিয়েছেন। শহরের প্রধান সমস্যা গুলোর মধ্যে হলো পানি থাকেনা , গ্যাস থাকেনা।এই সমস্যা গুলো নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।
মেয়ের আবদার পূরণ করার সাথে সংসারের কাজ করে আপনার মূল্যবান দিনগুলো পার করছেন। আপনার জন্য শুভকামনা।