মধ্যবিত্ত পরিবার

in hive-120823 •  last year 
হ্যালো বন্ধুগণ

আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। Incredible India কমিউনিটির সকল মডারেটর এবং মেম্বারদের আন্তরিক অভিনন্দন। আমি নাহিদা আক্তার বাংলাদেশের ঢাকা থেকে, আমার ইউজার আইডি @nahid.abon "Incredible India"কমিউনিটিতে এটি আমার দ্বিতীয় পোস্ট।


IMG_20190915_082155.jpg

মধ্যবিত্ত হল সমাজের কেন্দ্রে একটি সামাজিক শ্রেণী। কাজ, আয়, শিক্ষা, বা সামাজিক অবস্থান সম্পর্কিত নির্দেশ না থাকলে এর প্রয়োগ প্রায়শই প্রতারণামূলক। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি যেখানেই গিয়েছি সেখানেই আমার লালন-পালন হয়েছে। মধ্যবিত্তরা ঝড়ো সমুদ্রের তীরে চিত্রিত করে, যেখান থেকে কেউ উঠতে বা ডুবতে পারে না। মধ্যবিত্ত পরিবারগুলো ভালো করেই জানে, জন্ম থেকেই শিক্ষা শুরু হয়। জীবনের সত্যিকারের চিত্র পাওয়ার জন্য মধ্যবিত্তরা সবচেয়ে ভালো জায়গা। আজ দুই মুঠো ভাত চাই। নিম্নতম শ্রেণীর জন্য রেশনিং ব্যবস্থা নেই, চালও নেই। ট্রাক মাঝে মাঝে কোথাও থেকে দেখা যেত এবং অত্যন্ত কম খরচে চাল সংগ্রহ করতে এগিয়ে যেত।
তবে মধ্যবিত্ত পরিবারের জন্য কী সমস্যা তা স্পষ্ট নয়। তারা ট্রাক থেকে চাল কিনতে লাইনে দাঁড়াতে পারে না, ধার করে শোধও করতে পারে না। আবার, মধ্যবিত্তের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা তাদের সরকারী প্রচেষ্টা থেকে লাভবান হতে বাধা দেয়। মোটকথা পেটে ক্ষুধা আর মুখে লজ্জা।

IMG_20190607_202237.jpg

পণ্যের বাজারে আগুন লেগেছে। যেকোনো সবজির দাম ৫০ টাকার কম নয়। অন্যান্য সবজির দামও কম নয় বেশি। কিন্তু কৃষকের সবজি আয়ের কী হবে? এমনকি প্রতিদিন শাকসবজি খাওয়াও আজকাল চ্যালেঞ্জিং।
সমাজে তিন ধরনের মানুষ আছে। ধনীদের জীবন বিলাসবহুল। গরীবরা হাত দিয়ে খেতে পারে। অন্যদিকে, মধ্যবিত্তরা সাহায্য চাওয়াকে খুব অপমানজনক মনে করে। তারা বিশ্বাস করে যে সাহায্য চাওয়ার চেয়ে অপমানজনক আর কিছু নেই, যা মধ্যবিত্তের সমস্যার ব্যাখ্যা করে। ধনীরা যাকে বিলাসিতা মনে করে তা মধ্যবিত্তের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। পরিবারের প্রধান একজন বাবা, মা বা ভাই হতে পারে; একজন কৃষক, একজন শিক্ষক বা একজন ব্যক্তিগত সেবক; কিন্তু সংসারের ভার তাকেই বহন করতে হয়। দাম বাড়ার কারণে আমরা কেউই আমাদের বাবা-মা, ভাই-বোনের চোখের জল দেখতে পারি না।

IMG_20191023_194910.jpg

পরিবারের নেতা ত্রিশ হাজার টাকা আয় করলে পাঁচজনের সংসার চলবে কী করে? তার বড় বাজেট আছে। আমরা সকলেই সচেতন যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান তিনটি মৌলিক মানবাধিকার যা ছাড়া আমরা ধ্বংস হয়ে যাব। ভাড়া, ছেলে-মেয়েদের টিউশনি, টিফিন, বাজার, মেডিকেল ইত্যাদি কিন্তু আধুনিক মধ্যবিত্ত পুরুষত্বহীন। অর্থনৈতিক মন্দায় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কিছু বলার নেই. কল্পনার পাখির ডানায় কাল্পনিক অস্তিত্ব বেঁচে থাকা। তাদের কষ্ট কে বুঝবে?

অবশেষে, 'কি যতনা বিষে, বুঝবে সে কী, কভু আশিবিশে, দংশেনি কেরে।'

এটাই ছিল আজকে আমার গল্প যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে দোয়া করবেন যেন পরবর্তী পোস্টে আমি আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।

ধন্যবাদ সবাইকে

10% of this payout for @meraindia

Here is my link achievement - 2
https://steemit.com/hive-172186/@nahid.abon/achievement-2-basic-security-on-the-steemit-platform-nahid-abon

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবার চালানোটা খুব কঠিন! বাজারদর আগুন! বাজার করতে গেলে মানুষের মাথা ঠিক থাকে না! এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে,, দুই দিনের বাজার ঠিকমতো করা যায় না।

কিছুদিন পর হয়তোবা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে না খেয়ে থাকতে হবে! বর্তমানে তারা সবজি ছাড়া অন্য,,, কিছু দিয়ে ভাত খেতে পারে না।

আপনি আজকে আপনার পোস্টে,, একটা মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা তুলে ধরেছেন! যেটা পড়ার পর আমার নিজের জীবনটা সামনে চলে আসলো! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, বাস্তবতা এত সুন্দর করে তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

Thank very much

আপনি আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণির কথা চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমরা কারো কাছে হাতও পাততে পারি না আবার জীবনযাএার ব্যায় মেটাতে যেয়ে হিমশিম খাচ্ছি প্রতিনিয়ত।

এত চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার ও আপনার পরিবারের জন্য

Thank you very much