আমার বাবা মৃত্যুবরণের আগে অনেকগুলো রোগে আক্রান্ত ছিলেন এর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসও অন্যতম।তবে বাবাকে বমি যখন নিজে শেষবারের মতো করে রাজশাহীতে ইসলামিয়া হসপিটালে নিয়ে গেছিলাম সেখানকার ডাক্তার বাবাকে পরিক্ষা করে জানান যে তার হেপাটাইটিস ভাইরাস সেরে গেছে।
তিনি আরো বলেন আমাদের পরিবারের সকলকে হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা করে নিতে।যদি নেগেটিভ আসে তাহলে এর প্রতিরোধক ভ্যাকসিনেসনের আওতায় আসতে হবে।তবে সময় সল্পতার অভাবে সেটা আমাদের পরিবারের কেওই এখনও করিনি।
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম, আপনিও কিছুটা আমার মতোই,খুব চঞ্চল, এক জায়গাতে বেশি সময় থাকতে পারেন না।
যাই হোক খুব ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে।তবে একটি জায়গায় খুব খারাপ লাগলো যে, ভ্যাকসিন নেবার আগে খেয়ে আসার কথা, যেটা আপনি মানেন নি।এটা হয়তো শরীরের জন্যে খুব খারাপ সেটা হয়তো একজন ডাক্তার হিসাবে আপনিও জানেন।