হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে সাপে কাটলে কি করনীয়। বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত বর্ষাকাল। আর বর্ষাকালে বিষাক্ত থেকে শুরু করে সব রকমের সাপ মানুষকে বেশি কামড়ায়। কারণ বর্ষাকাল মাঠ জমি সব কিছু পানিতে ভড়া থাকে। ফলে সাপ লোকালয়ে চলে আসে এমনকি ঘরবাড়িতে থাকতে পারে।
তাই যেহেতু বর্ষাকাল এ সময়ে সাপ অনেক বেড়ে যায় এবং মানুষকে অনেক কামড়ায়। সাপে কাটলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমাদের অবশ্যই জানা উচিত যদি আমরা একটু সচেতন হয় বা একটু জানি তাহলে অনেকের জীবন বাঁচবে। তাই আমার মনে হয় আজকে লেখাটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। আমরা মনোযোগ দিয়ে লেখাটি পর্ব বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা অবশ্যই পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়বেন।
সাপে কামড়ানোর ব্যক্তিকে প্রথমে খোলামেলা একটি জায়গায় নিয়ে দ্রুত শুয়ে দিন। তার চারপাশের লোকজনকে সরিয়ে দিতে হবে যাতে রোগী যথেষ্ট আলো বাতাস পাই।
রোগীর জ্ঞান আছে কিনা তা যাচাই করুন। জ্ঞান থাকলে কথা বলে তার মনবল যোগান।
দংশনের স্থান ভালোভাবে পরীক্ষা করে জেনে নিন সাপটি বিষধর কিনা। সাধারণত বিষধর সাপ হলে দুইটি দাঁতের কামড়ের চিহ্ন থাকবে। এক বা দুইয়ের অধিক দাঁতের কামড় থাকলে সাপটি বিষধর নয়।
কামরের স্থান থেকে ২ থেকে ৩ ইঞ্চি উপরে হালকা করে কমপক্ষে দুইটি বাঁধ দিবেন এবং স্থানটি যেন নড়াচড়া না হয়। কামড়ানোর ৩০ মিনিটের মধ্যে এটা করতে হবে।
বেশি নাড়াচাড়া করলে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে তাই রোগীকে নড়াচড়া করা থেকে বিরত রাখুন।
সাবান ও পরিষ্কার পানি দিয়ে রোগীর ক্ষতস্থানটি ভালোভাবে ধুয়ে দিন।
ক্ষতস্থান টি কোন প্রকার লতা পাতা তৈলাক্ত বা ঘি জাতীয় কোন কিছু লাগিয়ে ময়লা করবেন না।
হাত বা পায়ে কামড় দিলে দংশিত অংশ বাঁশ কাঠের চটা দিয়ে হালকাভাবে বাঁধুন যাতে আক্রান্ত অঙ্গ নড়াচড়া করতে না পারে।
রোগীর হাতে বা পায়ে কোন অলংকার থাকলে তা খুলে ফেলুন।
সাপে কাটা ব্যক্তিকে সারাক্ষণ সজাগ রাখার চেষ্টা করুন।
রোগীর দংশিত স্থান শক্তভাবে না বেধে হালকাভাবে বাঁধুন। কোন প্রকার টুর্নিকেট (দড়ি নাইলন বা স্যালানের নল ইত্যাদি) ব্যবহার করবেন না
ক্ষতস্থানে কোন প্রকার কাটা ছেঁড়া করবেন না।
ক্ষতস্থান মুখ দিয়ে চুষবেন না।
কাউকে সাপে কামড় দিলে ওঝা বা সাপুড়ের জন্য অপেক্ষা না করে তাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যান। কারণ যত তাড়াতাড়ি তাকে সেখানে পাঠানো যাবে তার সুস্থ হবার সম্ভাবনা তত বাড়বে।
এ ছিল আজকে আমার সাপে কাটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেখা। আশা করি আপনাদের ভাল লেগেছে। আপনারা বিস্তারিত কমেন্ট করে জানাবেন আরো কিছু জানতে চাইলে। আমার আরো হেলথ সম্বন্ধে অনেকগুলো লেখা পাবেন আমার প্রোফাইলে গেলে। আশা করি আপনাদের পোস্টটি উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যি কথা বলতে আমি একদমই এই সম্পর্কে অবগত ছিলাম না। কারন আমি ছোটবেলা থেকে বড় হয়েছি শহরে সবে দু তিন বছর হলো গ্রামে বসবাস শুরু করেছি। তাই আমার জন্য এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পোষ্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সাপে কামড়ালে কি কি করতে হয়। কি কি না করতে হয়। আপনি আজকে সে বিষয়টাই আমাদের সাথে তুলে ধরেছেন।
আপনি শেষে একদমই ঠিক বলেছেন,,, সাপে কামড়ালে কখনোই ওজা বা অন্য কারো জন্য অপেক্ষা না করে,,, নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া খুব প্রয়োজন। কারণ একজন মানুষের বেঁচে থাকাটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। যেখানে আপনি বেশ কিছু তথ্য আমাদের সাথে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সিজনের জন্য আপনার পোস্টটি বেশ উপকারী বর্ষাকাল হওয়াতে যেখানে সেখানে সাপের দেখা পাওয়া যায়। আপনার উল্লেখ করা টিপসগুলো ফলো করে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে আশা করি ভালো ফলাফল পাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit