হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি আবারো হাজির হয়েছি আমি নাজমুল ইসলাম ঈদের দিন থেকে শুরু বৃষ্টি তীব্রতা সেটি এখনো রয়ে গেছে বৃষ্টি কারণে ও ভালো লাগে তবে সেটা যদি অতিরিক্ত হয় তারপর বিরক্তির কারণ হয়ে থাকে অনেক সময় তবে আমার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম আমি বৃষ্টিতে কখনো বিরক্ত করি না কারণ সব সময় সেটা আমার কাছে সৃষ্টিকর্তার বিশেষ নেয়ামত হিসেবে মনে করি শুধু তাই না সেটা আমার মনে অনেক আনন্দিত করে আমার মন খারাপ থাকলে বৃষ্টির দেখলে সে মন ভালো হয়ে যায়।
- বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারেন বৃষ্টির পানি আর্সেনিকমুক্ত এবং বিশুদ্ধ আর বৃষ্টির পানি কখন খাবেন বৃষ্টি হওয়ার 10 মিনিট পর্যন্ত পানি নিবেন না কারণ ওটাতে মধ্যে বায়ো বাতাস ধুলা বালি মিশ্রিত থাকে দশ মিনিট পর থেকে আপনারা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারেন এতা নিরাপদ।
- প্রথমত বৃষ্টির দিন টা যতখানি সম্ভব ঘরে থাকার চেষ্টা করা উচিত কারণ বাহিরে গেলে প্রয়োজন ছাড়া বাহিরে নেওয়া যাওয়া উচিত বলে আমি মনে করি বৃষ্টির দিনে ঘরে থেকে আপনি ঘর তোয়ারটা গোছানোর একটা সুযোগ পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন রোম বিছানা পত্র ইত্যাদি।
- বৃষ্টির দিনে কাটা সেলাই করতে পারেন আমি গ্রামের অনেক মহিলাদেরকে দেখেছি বৃষ্টির দিনে তারা কাটা সেলাই করে সেটা একটা সৌখিন বিষয় হবে এবং আপনার কিছু টাকাও সেভ হবে আর কাঁথা অনেক কাজে লাগে বিশেষ করে এই বৃষ্টির দিনগুলোতে খুবই উপকার লাগে যারা কাপড় সেলাই শিখতে চান এই দিনটাতে আপনি যদি আশেপাশে মেশিন থাকেলে কাপড় সেলাই করা শিখতে পারেন।
- ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বৃষ্টির দিন টা উত্তম সময় হবে যে সাবজেক্টে সে দুর্বল বিশেষ করে অংক বিষয়ে অনেকে দুর্বল থাকে সে অংক করার খুব মুখ্য সময় হচ্ছে বৃষ্টির দিন কারণ বৃষ্টির দিন পরিবেশ ঠান্ডা থাকে মাথাটা ঠান্ডা থাকে তাই আপনি যদি অংকে দুর্বল হন তাহলে অংক করতে পারেন আর যে যে বিষয়ে দুর্বল সে যে বিষয়ে বৃষ্টির দিনে সে বিষয়ে পড়াশোনা করতে পারে।
- আর আপনি যদি গৃহিণী হন তাহলে সবার জন্য বৃষ্টির দিনে স্পেশাল খিচুড়ি রান্না করতে পারেন আর যেহেতু এখন কোরবানির ঈদ চলতেছে গরুর মাংস দিয়ে খিচুড়ি আশা করি অনেক টেস্ট থাকবে যেটা আমি আজকে খেয়েছি রাতে যদি সবজি থাকে খিচুড়ির মধ্যে যেমন মোলা আলু গাজর টমেটো ধনেপাতা কাঁচামরিচ দিয়ে। অনেক পুষ্টিকর একটা খাবার বিশেষ করে বাচ্চাদের জন্য পুষ্টিকর বয়েস্কদের জন্য এবং সব মানুষের জন্য এটি ও পুষ্টিকর একটি খাবার এর মধ্যে সব উপাধি থাকে বৃষ্টির দিনে আমার মনে হয় খিচুড়িটা মিস করা উচিৎ হবে না সবারই উচিত খিচুড়ি টেস্ট করা।
- প্রয়োজন ছাড়া বৃষ্টির দিনে বাহিরে যাওয়া ঠিক হবে না বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন রাস্তাঘাট অনেক কিছুই থাকে তাহলে পরে গিয়ে ক্রমশ হাত পা ভাঙ্গা সমান আছে বাচ্চা এবং ভিতরে অবশ্যই সম্ভব ঘরে থাকার চেষ্টা করতে হবে।
- বৃষ্টির দিনে অনেকেই অতিরিক্ত ঘুমান অতিরিক্ত ঘুম আসলে ভালো না আপনি যদি অতিরিক্ত ঘুমান তাহলে বৃষ্টির দিনে খাবার যদি বেশি খান তাহলে আপনার শরীরে চর্বি জমে যেতে পারে বিশেষ করে তাই অতিরিক্ত ঘুম ঠিক হবে না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
আপনারা ভাবতে পারেন বৃষ্টির দিনে আবার কিসের মহৎ কাজ? আসলে বৃষ্টি সবার জন্য সুখকর নয় যারা খেটে খাওয়া মানুষ রিকশাচালক ভ্যানচালক আছে তাদের জন্য বৃষ্টিতে আসলে অনেকটা অভিশাপের মতো তারা বৃষ্টির দিনে কাজ করতে পারে না তার কারণে তাদের পরিবারকে অনেক সময় উপোস করে থাকতে হয় তাই আপনারা যারা বিভিন্ন কিছু আইটেম রান্না করবেন বৃষ্টি উপলক্ষে আপনার আশেপাশের খেটে খাওয়া মানুষ তাদেরকে অবশ্যই শেয়ার করে খাবেন আমার মনে হয় এই মহৎ কাজটি সবারই পালন করা উচিত।