হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন আজকে আমাদের এখানে ঈদের দিন খুব আনন্দের একটি দিন ঈদের দিনটি আমরা আত্মত্যাগ হিসেবে দেখে থাকি এ মহান দিনটিতে আজকে আমি শেয়ার করব আমার জীবনের ট্রেনিং লাইফের কিছু স্মৃতি এবং কিছু কথা জানিনা আপনাদের মুগ্ধ করবে কিনা কিন্তু আমাকে বারবারই মুগ্ধ করে।
- এপ্রিলের ১৫ তারিখ আমাদের ট্রেনিং শুরু হয় ট্রেনিং শুরু হওয়ার আগে অনেক ভয়ে ছিলাম ট্রেনিং জানি কেমন হয় সব সময় সন্তান ডিফেন্সে স্পেশালি পুলিশ আর্মিতে আর্মিতে ট্রেনিং অনেক করা হয় অনেক হাট থেকে সবকিছু অনেক ডিফিকাল্ট তো আমাদের স্বাস্থ্যকর্মী হিসেবে ট্রেনিং টা কেমন হবে সেটা নিয়ে অনেকটা কাজ করতে ছিল যে আমি পারবো কিনা ট্রেনিং আমার পারফরম্যান্স কেমন হবে তারপর যখন ১৫ এপ্রিল থেকে ট্রেনিং শুরু করলাম তখন স্যারদের ক্লাস সত্যিই আমাকে অবাক করেছে।
স্বার্থের ব্যবহার ছিল অমায়িক এবং অনেক বেশি হেল্পফুল এবং তাদের কাছ থেকে আমরা শিখেছি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জরুরী স্বাস্থ্য সেবা সহ স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ এবং মানব শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ যেমন ফিজোলজি এবং কোন রোগের কি লক্ষণ এবং চেনার উপায়।
রোগ হলে তার চিকিৎসা করা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রূপ যাতে না হয় অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধে সবচেয়ে উত্তম এটি আমরা সেই প্রশিক্ষণ এর থেকে সার্টি থেকে শিখতে পেরেছি অর্থাৎ আমার যাতে আমি যাতে অসুস্থ না হয় বা আমরা সমাজের মানুষ যাতে অসুস্থ না হয় সেজন্য আমাদের যা যা করুন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ হওয়ার পরে চিকিৎসা করা থেকে যদি আমি সুস্থ থাকি তাহলে তো আমার রোগ হবে না এবং চিকিৎসার খরচ গ্রহণ করতে হবে না চিকিৎসা ঝামেলার প্রয়োজন হয় না তাই আমাদের সবার উচিত আমি আলোচনা করব।
সেখান থেকে আমি শিখেছি কিভাবে হাত ধুতে হয় আপনারা হয়তো হাসাহাসি করবেন হাত দিতে সবাই পারে কিন্তু হাত দেওয়াটা অনেক জরুরি একটি বিষয় এবং আমার কাছে যথেষ্ট কঠিন মনে হয়েছে হাত দেওয়াটা এটির প্রায় সাতটি স্টেপ তা আমরা অনেকেই জানিনা সাতটি স্টেপ কি কি আমি সেখান থেকে শিখতে পেরেছি অনেক রোগের প্রতিরোধের উপায়।
এভাবে তারা আমাদেরকে হাতে ধরে হাতে কলমে শিখিয়েছে কোনটি কি রোগ যাতে না হয় প্রতিরোধ এবং রোগ হলে রোগটা কোন রোগ হয়েছে তার লক্ষণ ভিত্তিক লক্ষণ জানা লক্ষণ জানা অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ জানলে বুঝা যাবে যে এটা আসলে কোন রোগ এটা কি জ্বর নাকি কাশি নাকি নিমোনিয়া এগুলো হচ্ছে লক্ষণটা যেন খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া মা এবং শিশুর পুষ্টি সম্বন্ধে তারা আমাদের যথেষ্ট ধারণা খুবই গুরুত্বপূর্ণ।
- ট্রেনিং থেকে আমি শিখতে পেরেছি কিভাবে মানুষের সামনে কথা বলতে হয় কনফিডেন্স এর সাথে কিভাবে নিজেকে স্মার্ট ভাবে প্রেজেন্টেশন করতে হয় সবার কাছে বচনবঙ্গী আঞ্চলিকতা দূর ইত্যাদি সহ নানা রকম সৌন্দর্যমন্ডিত বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে কনফিডেন্স কেমন থাকবে সবগুলো আমাদের ট্রেনিংয়ের শেখানো হয়েছিল আসলে ট্রেনিং শুধু সবসময় ভয় হয় নাই মাঝে মাঝে ট্রেনিং যে আনন্দের হয় সেটারই বাস্তব প্রমাণ আমি অনেক আনন্দের সাথে ট্রেনিং করছি আপনারা দোয়া করবেন ধন্যবাদ সবাইকে।