আপনি যত বেশি নিজেকে মানিয়ে নিবেন, মানুষ তত বেশি আপনাকে কষ্ট দিবে। এটা গুরুত্বপুর্ন নয় যে, দেখতে সুন্দর প্রত্যেকটি মানুষের মনটাও সুন্দ হবে। নকল নোটের থেকে আজ পৃথিবিতে নকল মানুষ বেশি। আজকাল মানুষ ভালবাসে এবং বিশ্বাস জিতে নেওয়ার পরে সবশেষে ধোকা দেয়। লোক বোঝে কম, কিন্তু সে বোঝায় অনেক বেশি আর এই কারনেই সমস্য সমাধান না হয়ে সমস্য বেড়ে যায়।
আপনি কেবল মাত্র তাকেই হারাতে ভয় পান যে আপনার কখনোই হবে না কারন যে আপনার হবে তাকে হারাতে আপনি কখনোই ভয় পাবেন না। না কারোর মন চাই না কারোর প্রাণ চাই। যে আমাকে বুঝতে পারবে কেবলমাত্র সেরকম একটি মানুষ চাই। একটি সুখী জীবন পাবার জন্য ভালো কোন বাড়ির প্রয়োজন হয়না। বরং ওই বাড়ির পরিবেশ ভাল হওয়া প্রয়োজন। কেবল মাত্র মানুষের কথা শুনবেন না শুনিয়ে দিন কেউ যদি তার অকাত এর বেশি আপনাকে ছোট করে তাহলে তাকে জীবন থেকে তাড়িয়ে দিন।
কখোনোই সেই মানুষটির সঙ্গে দ্বিতীয়বার সম্পর্ক তৈরী করবেন না , যে আগে কখোনো না কখোনো আপনার চরিত্র, আপনার টাকা বা আপনার সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেছিল। মনের রাখবেন আমাদের জীবনের এই রাস্তাটা কেবল মাত্র সফল হবার জন্যই নয় বরং মানুষ হবার জন্য। কত আজব আজকের মানুষজন বাস্তবে কম আর ছবির মধ্যে বেশি হাসতে দেখা যায়। ভরসা একদম কাঁচের মত হয় একবার যদি ভেঙ্গে যায় তাহলে কখোনোই আর সেটা জোড়া লাগবে না। এই পৃথিবীটাকে আমি খুব ভালোভাবে চিনে গেছি। আমাকে অনেক মানুষেই চাই কিন্তু কেবলমাত্র তাদের প্রয়োজনের সময়। ভুল করে সরি বললে সেটা ঠিক হয়ে যায় না ভুলটাকে সংশোধন করলে তবেই ঠিক হয়।
আপনি কি জানেন চোখের পানি এত গরম কেন হয় কারণ আমাদের ভিতরে মন পুড়তে থাকে। একটি মানুষকে ছেড়ে আরেকটি মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি কখনোই ছেড়ে যেতে পারে না। যে আপনার খারাপ সময়ে সংগে থাকবে কেবল মাত্র সেই আপন, বাকি সবাই আপনার পর। জীবনের সবথেকে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুল কোনো কিছুর সঙ্গে এ্যাডজাস্ট করে নেওয়া। আমি টাকার নয় মানুষের উদ্দেশ্যের হিসাব রাখি। আপনার আজকের নেওয়া একটি কঠোর সিদ্ধান্ত আপনার সম্পূর্ন জীবনটা পরিবর্ত করে দেবে। স্মৃতির মধ্যে অনেক বেশি ক্ষমতা থাকে কারন এটা কালকে আজকের মধ্যে বাচিয়ে রাখে।
আত্নহত্যার থেকে কম কিছু নয় নিজের সমস্ত ইচ্ছাকে মেরে ফেলে বেচে থাকা। আপনি নিজের মূল্য নিজেই দিন কারন আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ আপনার আপন হতে পারবে না। আমি সমগ্র পৃথিবীকে ছেড়ে যাকে আমার সময় দিয়েছিলাম আজ তার কাছে কেবল আমি াড়া বাকি সবার জন্য সময় আছে। সবশেষে বলবো সবসময় কেবল আমাদের ভাগ্যই খারাপ হয় না কখোনো কখোনো আমরা সিদ্ধান্ত ভুল নিয়ে থাকি। আজ এই পর্যন্ত।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান অভিমত সুন্দর একটি লেখার মাধ্যমে উপস্থাপন করার জন্য।
অনুগ্রহ পূর্বক,
DISCORD Join Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন মানেই নদীর স্রোতের মত।জীবন কোন না কোন ভাবেই কেটে যায়। আপনার জীবনের এই ধারাটা আপনার এখন ভালো লাগছে না কিছুদিন পর হয়ত ভালো লাগতেও পারে।কোথায় যাবেন?সবখানেই তো সমস্যা। আপনার কোন জায়গায়ই ভালো লাগবে না যদি আপনি জীবন উপভোগ না করতে পারেন।গতানুগতিক জীবন ধারা আপনি পাল্টাতে পারবেন না। কিন্তু আপনি চাইলে আপনার কিছু অভ্যাস আর কাজ পরিবর্তন করতে পারবেন ।
আপনার পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারেন।যে কোন কাজ করেন না কেন আপনি কাজটাকে উপভোগ করতে পারেন।সবসময়ই হাসিখুশি থাকার চেষ্টা করতে পারেন।সবসময় পজিটিভ চিন্তাভাবনা করতে পারেন
কারো কথায় কান না দিয়ে নিজের মন ও বিবেক যা করতে বলে সেটাই করার চেষ্টা করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit