Achievement-1 My identiy (আমার পরিচয়)

in hive-120823 •  2 years ago 

হ্যলো বন্ধুগণ প্রথমে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালবাসা। আমি এই প্লাটফর্মে নতুন হিসাবে সর্বপ্রতম আমার পরিচয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই।

Screenshot_11.jpg

পরিচয়:

আমার নাম নুশরাত মিম, আমার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। বন্ধুগণ আমি এই সাইটে নিয়মিত কাজ করার জন্য জয়েন হয়েছি। আমি একজন টেকনোলজি প্রেমিক। আমি এখানে নিয়মিত লেখালেখি করে আমার কর্ম দক্ষতা বাড়াতে চাই। আমি অত্র প্ল্যাটফর্মে আমার লেখার দক্ষতা, পরিচালনার অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় পরিকল্পনার সাথে নিজেকে সংগঠিত করার ইচ্ছা করছি। আমি এইখানে প্রতিদিন আমার লেখা, টিউটোরিয়াল এবং সামাজিক মাধ্যমে আমার কাজের দক্ষতা অর্জান করতে চাই।

আমার পেশা:

আমি একজন ছাত্রী। পড়াশুনার পাশাপাশি আমি লেখালেখি খুব পছন্দ করি, তাই আমি প্রফেশনাল লেখক হিসাবে কাজ করার চেষ্টা করছি। আমার লেখা সাধারণত প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করে সহজবোধ্য, আকর্ষণীয় এবং প্রভাবশালীভাবে প্রকাশ করার চেষ্টা করবো।
আমি নিয়মিত বিভিন্ন লেখকের বই পড়ে থাকি এবং সাময়িক সংবাদ বা ব্লগ দেখে আমি অভিজ্ঞতা অর্জান করার চেষ্টা করছি। আমি তথ্য সংগ্রহে সক্ষম, গুরুত্বপূর্ণ প্রয়োগগুলি পরিষ্কারভাবে আয়োজন করতে পারি এবং সংবাদ প্রবন্ধ বা পোস্ট লেখার জন্য শক্তিশালী লেখার কৌশলগুলো ব্যবহার করার চেষ্টা করবো।

আমার পরিকল্পনা বা লক্ষ্য:

আমার লক্ষ্য হল পাঠকদের সাথে একটি সংযোগ স্থাপন করে তাদের উপযুক্ত এবং মানসিকভাবে অনুপ্রেরণা দিওয়া। আমি এই প্ল্যাটফর্মে শিক্ষানীয় বিষয়, সমসাময়িক বিষয় এবং পেশাদার উন্নতির সম্পর্কে প্রযুক্তিগত তথ্য ও পরামর্শ সরবরাহ করতে চাই। আমি পাঠকদের একাধিক মাধ্যমে সম্পর্কিত করতে চাই, যাতে আমি তাদের সাথে সক্রিয়ভাবে আলোচনা করতে পারি এবং তাদের প্রশ্নগুলির উত্তর দিতে পারি।

সবশেষে বলবো আমি আপনাদের সবার সহযোগীতায় একজন দক্ষ লেখক হয়ে উঠতে পারি তার সম্পূর্ণ সহযোগীতা কামনা করি।----ধন্যবাদ-------

11.jpg

নুশরাত মিম


ফেসবুক : https://www.facebook.com/profile.php?id=100055386668881

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Hello,
@nushrat

As I see it, your achievement is incomplete. According to the rules of the Steemit platform, you must first post your achievements in the newcomer community. If you have made Achievement One, you will have to wait to be verified. After that you can post your content to our community.

Then, according to the new community rules, except for challenge posts, you must set a beneficiary of 10% in meraindia account. Keep well. Thank You. 🙏.