সঠিক বন্ধু নির্বাচন বড় কঠিন

in hive-120823 •  14 days ago 

নমস্কার বন্ধুরা। সুযোগ এমন একটা জিনিস যাকে যতই দেওয়া হোক না কেন সে ততই সুযোগ পেতে চাই। এবং এই সুযোগ পাওয়ার একটা প্রবণতা কিছু মানুষের রয়েই গেছে। বিনা পরিশ্রমে শুধুমাত্র সুযোগ পেয়েই অধিকার আরোপ করার প্রবণতা অনেক মানুষেরই আছে।

child-817371_640.jpg

লিংক লোকেশন
এমন মানুষ যারা খুব মিষ্টি ভাসি কিন্তু মনে তাদের থাকে এক বিশেষ সুপরিকল্পনা। যে পরিকল্পনার পাশে সে নিজে জোর করে সুযোগের অপব্যবহার করে এবং নিজের অধিকার স্থাপিত করার একটা বিশেষ মনোবৃত্তি তার তৈরি হয়।

এখন প্রবণতা যে সকল মানুষের রয়েছে তাদের কাছ থেকে একটু সাবধানেই চলা উচিত ।নতুবা নিজের তৈরি করা জিনিসটা তার বা তাদের কারণে নষ্ট হয়ে যেতে পারে। সকলকে সহজ সরল ভাবার সর্বদা প্রয়োজন নেই। যদি সকলকেই সহজ-সরল ভাবা হয় তাহলে দেখা যাবে সেই সহজ সরল মানুষটাই একসময় এত সাংঘাতিক হয়ে উঠেছে যে তার জন্য নিজেকে হয়রানি হতে হচ্ছে।

একটি প্রবাদ বাক্য আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। এই প্রবাদ বাক্যটি প্রবাদ বাক্য বলে মনে হলেও সত্যিই আমাদের জীবনের সঙ্গে অতোপ্রোতভাবে জড়িত। এমন অনেক সঙ্গী আমাদের জীবনে চলার গড়ে ওঠে যারা সত্যিই আমাদের সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যায়। তাই বন্ধুত্ব করা ও খুব সাবধানে উচিত। এমন বন্ধু করা উচিত নয় যার কথা খুব মিষ্টি কিন্তু মনের ভিতর তার আপনার বিরুদ্ধে রয়েছে বিশেষ খুব রাগ এবং হিংসা।

মাঝে মাঝে মনে হয় শৈশবের বন্ধুত্ব আর এখনকার বন্ধুত্বের মধ্যে অনেক তফাৎ রয়েছে। শৈশবের বন্ধুরা যাদের মধ্যে কোন হিংসা-বিদ্বেষ ছিল না যারা একে অপরের ভালোর জন্য সবকিছু করতে রাজি ছিল। কিন্তু একটা বয়সের পর যখন শৈশবের সেই বন্ধুত্ব ছেড়ে যায় এবং নতুন কিছু বন্ধুত্ব তৈরি হয় তখন সেই নতুন বন্ধুত্বের দিকে হাত বাড়ানো খুব সাবধানে উচিত। কারণ সেখানে যদি কোন রকম বন্ধু নির্বাচন ভুল হয় তবে চারা গাছ থেকে সযত্নে বড় করা সুন্দর গাছটি হয়তো ভেঙ্গে পড়তে পারে।

বন্ধুত্ব মানে অগাধ বিশ্বাস এবং অগাধ ভালোবাসা। যেখানে নিজের বলে কিছু থাকেনা সবকিছুই বন্ধুর সাথে ভাগ করে নেওয়া যায়। তবে এই বন্ধুত্ব যদি সত্যিই কারোর সুন্দর হয় বন্ধু যদি কেউ সত্যিই ভাল পায় তবে তার চলার জীবনে যত বাধাই আসুক না কেন বন্ধুর সহায়তায় ও সাহসে সে সকল প্রতিকূলতা পার করে যেতে পারে। কিন্তু এমন বন্ধুত্ব পাওয়া খুব কঠিন। বর্তমানে আমরা সকলেই একটু নিজেকে নিয়ে ব্যস্ত।
boys-5630669_1280.jpg

লিংক লোকেশন
তাই বন্ধুত্বের জন্য আমাদের তেমন সময় নেই। আমরা যেন এক ঘরে একঘেয়ে জীবনযাপন করতে বেশি পছন্দ করি। নিজেকে প্রসারিত করে দেওয়ার প্রবণতা যেন আমাদের মধ্যে একটু কমেই যাচ্ছে। তাইতো শৈশব থেকেই বাচ্চারা আটকে পড়ছে তাদের ঘরের মতো বন্দিশালাই। লেখাপড়া গান বাজনা এই নিয়েই যেন তাদের দিন কেটে যাচ্ছে। তারা যেন পাশের বাড়ির সমবয়সী শিশুটির সঙ্গে বন্ধুত্ব করতে পারেনা। যদিও বা বন্ধুত্ব হয় তবুও সেই বন্ধুর সঙ্গে সময় কাটানোর সময়ও শিশুটির নেই।

এসবই আমাদের নিজেদের কারণে কারণ আমরা অত্যন্ত স্বার্থান্বেষী হয়ে গিয়েছে আমাদের যেন নিজেদের ছাড়া বাইরের জগতের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা যেন সেই বেঁচে থাকার স্বাদ ধীরে ধীরে হারিয়ে ফেলছি। একই পাড়ার সব বন্ধুরা মিলে একসাথে ঠাকুর দেখতে যাওয়া ,একসাথে মেলা দেখতে যাওয়া, পরীক্ষার সময় কে রাত জেগে পড়ছে সেই দেখে সবাই মিলে তার বাড়িতে হানা দেওয়া এবং তার সঙ্গে পড়তে বসা এরকম আনন্দের দিনগুলো যেন আজ হারিয়ে গেছে।

এমন সামাজিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের প্রয়োজন শিশুদের শৈশব কে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা। তাদেরকে তাদের শৈশব সুন্দরভাবে উপভোগ করতে দেওয়া হয়। এবং শিশুকে বন্ধুত্বের স্বাদ পাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। সঠিক বন্ধু কেমন হয় সে বিষয়েও তাকে অবগত করা উচিত। যেন অসৎ সঙ্গে বা অসৎ বন্ধুত্বের না পরে সে বিষয়েও নজর রাখা উচিত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বর্তমান সময়ে এসে সঠিক বন্ধু নির্বাচন করা খুবই দুষ্কর,
কারণ এখন কার মানুষের ভেতরে একরকম বাহিরে অন্যরকম।
প্রথমে ভালো ব্যবহার করে আপনার এমন অপব্যবহার করবে যেটা হয়তোবা আপনার জীবনটাও নষ্ট করে দিতে পারে,,।

তাই সব সময় এমন বন্ধু তৈরি করার চেয়ে দশ বার ভাবা উচিত, বন্ধু মানে নিশ্বাস বন্ধ করে বিশ্বাস করার মতো একটা জায়গা আর এই জায়গাটা সবসময় দক্ষতার সাথেই তৈরি করতে হয়,, না হয়তো সারা জীবন পস্তাতে হয়।

দিদি আপনি ঠিক কথায় বলেছেন, বর্তমান সময়ে সঠিক বন্ধু নির্বাচন করা খুবই কঠিন একটা কাজ। বন্ধু তো সবাই হয় কিন্তু কে ভালো কে মন্দ বোঝার উপায় নেই। আমাদের জীবনে বন্ধুর খুব দরকার, তবে সেটা সঠিক বন্ধু। সঠিক বন্ধু নির্বাচন করতে না পারলে আমাদের জীবনে অনেক প্রতিফলতা স্বীকার হতে হয়। ভালো বন্ধুর সাথে থাকলে ভাল পথে যাওয়া যায় এবং মন্দ বন্ধুদের সাথে থাকলে মানুষ মন্দের দিকে চলে যায়। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে বন্ধ নির্বাচনের ক্ষেত্রে।

ভালো লাগলো দিদি আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন। ভবিষ্যতে এরকম আরো পোস্ট এর অপেক্ষায় রইলাম।

যারা কিনা মিষ্টি কথা বলতে অনেক বেশি পছন্দ করে তারা বন্ধু হিসেবে কখনোই ভালো হয় না একটা কথা মনে রাখবেন একটা মানুষ প্রতিনিয়ত আপনার সাথে সম্পর্ক বজায় রাখবে শুধুমাত্র তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করার জন্য তবে আপনি যদি সঠিক বন্ধু নির্বাচন করতে পারেন তাহলে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনার বিপদে যেই বন্ধু আপনার পাশে থাকবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু অসংখ্য ধন্যবাদ উপরোক্ত বিষয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

আপনি যে বন্ধুত্ব এবং সঠিক বন্ধু নির্বাচন করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, তা সত্যিই প্রাসঙ্গিক। আজকাল অনেক সময় আমরা খুব সহজে মানুষের প্রতি বিশ্বাস রাখি, কিন্তু কিছু মানুষ তাদের মিষ্টি কথায় আমাদের বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করে। এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকা উচিত।

শৈশবের বন্ধুত্ব যেখানে সৎ এবং নিষ্কলুষ ছিল, বর্তমানের বন্ধুত্ব অনেক সময় স্বার্থসিদ্ধির দিকে ঝুঁকে পড়ে। আপনি যে কথাটি বলেছেন, "সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ," তা অত্যন্ত বাস্তব। একটি সঠিক বন্ধু জীবনে একে অপরকে সহায়তা করতে পারে, কিন্তু ভুল বন্ধু আমাদের হতাশার দিকে ঠেলে দিতে পারে।

আমাদের সময়ের সাথে সাথে বদলে যাওয়া বন্ধুত্বের ধরন নিয়ে আপনার বিশ্লেষণ সত্যিই চিন্তার বিষয়। আমাদের উচিত শিশুদের সঠিক বন্ধুত্বের ধারণা শেখানো এবং তাদের শৈশবকে সুন্দরভাবে কাটানোর সুযোগ দেওয়া।