গ্রাম বাংলার অতুলনীয় স্বাদের সম্ভার খেজুর গুড়

in hive-120823 •  5 days ago  (edited)

নমস্কার বন্ধুরা। এই শীত ঋতুতে সবাই কেমন আছেন। বিভিন্ন রকম পিঠেপুলির স্বাদ সবাই উপভোগ করেছেন তো? আর কদিন পরেই পশ্চিমবঙ্গ তথা আমাদের বাংলার এক বিশেষ উৎসব পৌষ পার্বণ। আগে তো মানুষ পৌষ পার্বণের দিনে পিঠে পুলির কথা ভাবতে পারতো অর্থাৎ পৌষ সংক্রান্তির আগের দিন পিঠেপুলি বানানো ও পরের দিন পিঠেপুলি খাওয়ার প্রচলন ছিল। কিন্তু এখন আমরা প্রায় সকলেই পৌষ পার্বণের অনেক আগেই শীতের এই স্বাদ পেয়ে থাকি

IMG_20250110_212247.jpg

পিঠেপুলির প্রধান যে উপকরণ তার মধ্যে অন্যতম খেজুর গুড়। যার স্বাদ অতুলনীয় মুখে প্রকাশ করা সম্ভব নয়। কেবলমাত্র খেয়েই তার স্বাদ অনুভব করতে হয়। আর এই খেজুর গুড় কিভাবে তৈরি হয় তা হয়তো অনেকেই জানেনা। আবার অনেকে হয়তো এই গুড়ের স্বাদ এখনো পর্যন্ত পাননি।

শীতের মৌসুমে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে যে খেজুর গাছ থাকে সেই গাছে এক প্রকার রস উৎপন্ন হয় যা সেই গাছ এর কান্ড কেটে সংগ্রহ করতে হয়। খেজুরের রস গ্রাম বাংলার মানুষ পান করে থাকেন। আবার সেই রস সংগ্রহ করে তাকে জ্বাল দিয়ে যে পাতলা গুড় তৈরি হয় তা ঝোলা গুড় নামে পরিচিত। এই ঝোলা গুড়ের স্বাদ অতুলনীয় বিভিন্ন রকম পুলি , রসবড়া, প্রভৃতি বানাতে এই ঝোলা গুড় ব্যবহার করা হয়।

আবার রসের জ্বাল বেশি করে দিয়ে তা গাঢ় হয়ে গেলে তা থেকে তৈরি হয় পাটালি গুড়। পাটালি গুড় পিঠে পায়েস বানাতে ব্যবহার হয়। গ্রাম বাংলার অনেক মানুষ এই খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করে তা বাজারে বিক্রি করে অর্থ রোজগার করে। যেহেতু এই গুড় শীতকালেই তৈরি হয় তাই সারা বছর পাওয়া যায় না বলে এই গুড়ের চাহিদা ও খুব বেশি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

দিদি কি বলবো আপনার পোস্টটা দেখে এত বেশি লোভ লাগছিল আশেপাশে বাড়ি হলে আমি চলেই যেতাম এই নিখুঁত ও ভেজাল মুক্ত গুর সংরক্ষণ করতে।
আমার বাবার বাড়িতে খেজুর গাছ নাই বললেই চলে দুই একটা থাকলেও থাকতে পারে তবে সেগুলোতে রসের অভাব অনেক।
তবে শ্বশুর বাড়িতে আসার পরে প্রথম দু বছর আমি দেখেছি কিভাবে গাছ থেকে রস সংরক্ষণ করা হয় এবং রস থেকে গুড তৈরি করা হয়।
কিন্তু এই কয়েক বছর রসের দেখা নাই বললেই চলে, গতবার ১০০০ টাকা দরে একটা হারি আনা হয়েছিল অনেক খোঁজ করার পরে কিন্তু এবছর খোঁজ করেও আর মিলে নাই।

আর গুরের কথা কি বলবো বাজারে গেলে গুরের থেকে চিনির পরিমাণটাই তলাতে বেশি থাকে। তাই এরকম পোস্ট দেখলে সত্যি মনটা ভরে যায়।


Best regards
You created exclusive and quality content
We wish you a happy new year 2025
Team 01 - Steemit Explorers Team

image.png

@damithudaya

Thank you


Best regards
You created exclusive and quality content
We wish you a happy new year 2025
Team 01 - Steemit Explorers Team

image.png

@damithudaya

শীতের সময় খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠাপুলি আমরা তৈরি করে থাকি তবে বর্তমান সময়ে খেজুরের গুড় পাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যায়।

আপনার লেখাপড়ার পরে পিঠা পুলি খাওয়ার খুব ইচ্ছে জাগলো ইনশাল্লাহ অবশ্যই খুব দ্রুত তৈরি করে খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে শীতের পিঠা নিয়ে এত সুন্দর একটা বিষয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।