প্রার্থনা

in hive-120823 •  3 days ago 

নমস্কার বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে প্রার্থনার শক্তি নিয়ে কিছু কথা ভাগ করে নেব।

IMG-20220904-WA0028.jpg

প্রার্থনা এমন একটা শক্তিশালী প্রক্রিয়া, যা মানুষের মঙ্গল কামনার্থে পরিপূর্ণ ফলপ্রদ। আমাদের পক্ষে সম্ভব নয় সকল মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা। কিন্তু আমাদের একটি প্রার্থনায় সমগ্র পৃথিবীর সমগ্র প্রাণীর কল্যাণ সাধন হতে পারে। হ্যাঁ প্রার্থনার এমনই শক্তি। সর্বদা সরল ও নিষ্কাম মনে যদি আমরা ভগবানের কাছে আরতি জানাই এবং প্রার্থনা করি সকলের মঙ্গল কামনার্থে তবে সে প্রার্থনা সর্বদাই স্বীকার্য হবে।

তবে এই প্রার্থনা হতে হবে নিষ্কাম। এই প্রার্থনার মধ্যে থাকবে না কোন স্বার্থপরতা । এমনই এক প্রার্থনার কথা জানাবো আপনাদের কাছে।

২০১২ সালে আমার সাথে প্রথম কল্যাণীদির সাক্ষাৎ হয়েছিল আমাদের কৃষ্ণনগর স্কুলের স্পোকেন ইংলিশ ক্লাসে। প্রথম সাক্ষাতেই আমি কল্যাণীদির প্রতি আকর্ষিত হই। ক্লাসে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী তার মধ্যে কল্যাণীতে একজন। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব ও দিদি বোনের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্পর্কে রয়েছে অনেক টানা পড়েন। বহুবার আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কিন্তু আবারো ভগবানের ইচ্ছায় সেই যোগাযোগ নতুন করে তৈরি হয়েছে।

IMG-20250202-WA0014.jpg

রামকৃষ্ণ মিশনে কল্যাণীদির সঙ্গে ২০১২ সালে আমি গীতার ক্লাস করেছিলাম। সেই ক্লাসের জন্যই কল্যাণী দিয়ে আমাকে একটি শ্রীমৎ ভাগবত গীতা কিনে দিয়েছিল। যেটি আজও আমার কাছে সযত্নে রয়েছে। হয়তো সেদিন কল্যাণীতির আন্তরিক প্রার্থনায় আজ আমি রামকৃষ্ণ মিশনে এত সুন্দর পরিবেশে বাচ্চাদের পড়ানোর সুযোগ পেয়েছি। কেন বলছি, কল্যাণীদির প্রার্থনার প্রার্থনার ফলে? কারণ সে সময় কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশন ছিল না ছিল কৃষ্ণনগর রামকৃষ্ণ আশ্রম যেটি একটি প্রাইভেট আশ্রম ছিল এবং তখনো দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের কার্য হত সেই শিক্ষা দানের কার্যে কল্যাণীতে নিজেও একজন শিক্ষিকা হিসাবে রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত ছিল।
সেই সময় একদিন কল্যাণীদি আমাকে বলেছিল তুইও এখানে পড়াতে আসতে পারিস। তখন যেহেতু আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে এমএ তে ভর্তি হয়েছিলাম তাই সেদিন এই সৌভাগ্য আমার হয়নি। আজ দীর্ঘ ১০ থেকে ১১ বছর পর কল্যাণীদির মনের ইচ্ছা বা প্রার্থনা ফলোপ্রসু হয়েছে।

IMG-20220904-WA0029.jpg

তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি কারোর জন্য যদি মঙ্গল প্রার্থনা করা হয় তবে সে মঙ্গল কামনা কখনো বিফলে যায়না। আসুন আমরা সকলের সমগ্র মঙ্গল প্রার্থনা করি। সকল হিংসা বিদ্বেষ হানাহানি ফেলে সুন্দর একটি পৃথিবী গড়ে তুলি যেখানে আমরা সকলেই একই কথা উচ্চারিত করব ও সেই কথা নিজেদের জীবনে পালন করব -

"সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের ‌তরে।",,।

এখানে ব্যবহৃত প্রতিটি ছবি আমার আগে ফোনে তোলা যেগুলি আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ফোনে সেভ করে রেখেছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রার্থনা বা দোয়া করা দুইটা একই শব্দ এর মধ্যে রয়েছে অন্যরকম একটা অনুভূতি আপনি ঠিকই বলেছেন মনে প্রানে আপনি যদি সৃষ্টিকর্তার কাছে কোন কিছু আশা করেন হয়তো বা দিতে একটু দেরি হবে তবে আপনি যেটা আশা করছেন সেটা অবশ্যই আপনি পেয়ে যাবেন।

আমাদের ধর্মে বলা হয়ে থাকে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে আপনি কোন কাজ প্রতিনিয়ত যদি করে যান সেই কাজের ফলাফল আপনি এমনভাবে পাবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনাদের ক্ষেত্রেও ঠিক সেই প্রার্থনা আপনি প্রতিনিয়ত আপনার ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনার প্রতিটা ইচ্ছা অবশ্যই পূরণ হবে।