বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজের শুভ পদার্পণ

in hive-120823 •  17 days ago 

নমস্কার বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনের কিছু মুহূর্ত।

IMG_20250109_222635.jpg

আজ কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনের এক আনন্দময় দিন ছিল। বেলুড় রামকৃষ্ণ মঠ এর প্রেসিডেন্ট মহারাজের আজ শুভাগমন হয়েছিল কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে। এই প্রথম বেলুড় মঠের কোন প্রেসিডেন্ট মহারাজ এর চরণধূলি পড়ল রামকৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে। তার আগমন উপলক্ষে আজ কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশন সকাল থেকেই আনন্দে মুখরিত ছিল।

IMG_20250109_163822.jpg

সকাল থেকে ভক্তদের ঢল নেমেছিল মিশনে। বেলুড় রামকৃষ্ণ মঠের ১৭ তম প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতম আনন্দ জি মহারাজ একজন দক্ষিণ ভারতীয়। তিনি দক্ষিণ ভারতীয় হয়েও এত সুন্দর বাংলা ভাষায় কথা বলেন যে কারোর বোঝার সাধ্য নেই তিনি বাঙালি নন।

IMG_20250109_224427.jpg

সকাল দশটা নাগাদ মহারাজ রামকৃষ্ণ মিশনে পদার্পণ করেন। তার আগমন উপলক্ষে দুদিন ধরে বেশ ব্যস্ত ছিলাম। বিভিন্ন সেবা কাজে মেতে ছিলাম দুদিন ধরে। সময় কখন কেটে গিয়েছে? বুঝতেই পারিনি। আজ যেন আর সময় যাচ্ছে না। বিকেল থেকে কোন কাজেই মন লাগছে না।

প্রথম পর্ব :
মহারাজের গাড়ি যখন রামকৃষ্ণ মিশনে এসে পৌঁছায় তখন ভক্তরা রামকৃষ্ণ শরনম গান গাইতে গাইতে মহারাজের সামনে দিয়ে আসে। তারপর মহারাজ মূল মন্দিরে ঠাকুর মা স্বামীজীর সামনে কর্পূরের আরতি করেন এবং ঠাকুর , মা, স্বামীজির শ্রীচরণে অর্ঘ্য প্রদান করেন।

IMG_20250109_224203.jpg

দ্বিতীয় পর্ব :
এরপর মহারাজ বিশুদ্ধানন্দ ভবনে অবস্থান করেন। সেখানে কিছুক্ষণ ভক্তগণের সাথে কথা বলার পর তিনি প্রণাম গ্রহণ করেন। ভক্তরা সারিবদ্ধ ভাবে মহারাজের শ্রীচরণে প্রণাম করে প্রসাদ গ্রহণ করে বাইরের শ্রী মন্দিরের সামনে অপেক্ষা করেন। কারণ মহারাজ কয়েক ঘণ্টার জন্যই মিশনে অবস্থান করেছিলেন।

IMG-20250109-WA0050.jpg

তৃতীয় পর্ব :
ভক্তদের সাথে সাক্ষাৎ করার পর মহারাজ বিশ্রাম ঘরে কিছুক্ষণ বসেন এবং আমাদের মিশনের অধ্যক্ষ মহারাজ ও অন্যান্য মিশন থেকে আগত মহারাজদের সাথে কিছু আনন্দ মুহূর্ত কাটান । বেলা বারোটার সময় তিনি রওনা হন সারগাছি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে।

IMG-20250109-WA0052.jpg

মিশনে কাটানো সকাল সাড়ে ছটা থেকে বারোটা পর্যন্ত সময়টি যেন এক আনন্দঘন স্মৃতি তৈরি করে দিয়েছে মানস পটে । এত কাছ থেকে বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজের সেবা করতে পারব তা কল্পনাতীত ছিল। যা আজ বাস্তবায়িত হল। আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলি ভাগ করে নিতে না পারলেও মহারাজের কিছু ছবি ভাগ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

TEAM 2

Congratulations! Your post has been upvoted through @steemcurator04.

TEAM-1.png

Curated by : @fombae