আজ কিছু সাজের কাজ

in hive-120823 •  17 days ago 

নমস্কার বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব কিছু হাতের কাজ। হ্যাঁ বাড়ির গৃহবধুরাও তাদের সংসারের কাজ সেরে সংসারের আর্থিক দিক তাকেও সামাল দিচ্ছে। নানান রকম কাজের মধ্যে দিয়ে তারা তাদের সংসারের টালমাটাল অবস্থাকে সামলে তোলার চেষ্টা করে।

IMG_20250108_212846.jpg

একটি সংসার সুন্দর করে গড়ে তোলার সম্পূর্ণ শ্রেয় যায় বাড়ির মেয়েদের ওপরে। বাড়ির মেয়ে বউরায় সকলকে একসাথে জুড়ে একটি সুন্দর পরিবার গড়ে তোলে এবং সেই পরিবারকে একটি সংসারে বেঁধে রাখে। সে তাদের সাংসারিক কাজের নৈপুণ্য তাই হোক বা আর্থিক দিক থেকে সংসারের পুরুষ মানুষদের সাহায্য করার বিষয়ই হোক।

IMG_20250108_205535.jpg

আজও ঘরে ঘরে দিনরাত পরিশ্রম করেও আর্থিক স্বচ্ছলতার জন্য বিভিন্ন কাজে সামিল হয় ঘরের মেয়ে বউ রা। তাদের শত কষ্ট পরিশ্রম এবং ক্লান্তি থাকা সত্ত্বেও তারা কোনভাবেই নিজেদেরকে দুর্বল করে তোলে না। যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে ক্ষমতা থাকে ততক্ষণ তারা প্রাণপণে চেষ্টা করে।

আজ একটি বাড়িতে পড়াতে গিয়ে দেখলাম এরকমই এক গৃহবধূর জীবন যুদ্ধ। সারাদিন ঘরে কম কাজ থাকে না তবুও সেই কাজ সম্পূর্ণ করে কাজের ফাঁকে ফাঁকে কিছু সাজের কাজ করে সংসারের আর্থিক অনটনকে দূর করার প্রয়াস এই দিদির। সারাদিন বাড়িতে থাকে বহু কাজ তারপর বাড়িতে রয়েছে একটি ছোট্ট মুদিখানার দোকান সেই দোকান সামলানোর পরেও তার হাতের ছোঁয়াতে তৈরি হচ্ছে মৃন্ময়ী প্রতিমার সাজের কাজ।

IMG-20250108-WA0012.jpg

সামনেই পৌষ কালী পূজা এবং সেই পূজায় লাগবে প্রচুর ঠাকুরের গহনা। যে গহনা তৈরি করছেন তিনি রাত জেগে। যেহেতু। শনিবারে পৌষ কালী পূজার শেষ দিন এবং সেই পূজায় অনেক প্রতিমার সাজের কাজ হবে। যে কাজের জন্য রাজ্যে কেউ কাজ করতে হচ্ছে এই দিদিকে। বিশ্রাম কি জিনিস এখন দিদি ভুলে গিয়েছে। কারণ শনিবারের আগে তাকে সব কাজ শেষ করে দিতে হবে।

IMG-20250108-WA0013.jpg

এ কোন জিনিস বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু সেই জিনিস তৈরির পিছনে কতটা পরিশ্রম থাকে সেটা যারা করে এবং যারা সামনে থেকে সেই জিনিস তৈরি করতে দেখে তারাই জানে। ঘন্টার পর ঘন্টা মাথা নিচু করে সাজের কাজে, সালমা ,সুতো জরি লাগিয়ে সেটাকে সুন্দরভাবে তৈরি করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এইসব ছোট ছোট ক্ষুদ্র শিল্পীদের ক্ষুদ্র প্রয়াসে তৈরি হচ্ছে আমাদের আনন্দের সম্ভার।

IMG-20250108-WA0019.jpg

এই ক্ষুদ্র শিল্পীদের নিখুঁত কাজ দেখতে সকলেরই ভালো লাগে। কিন্তু এই কাজের জন্য সঠিক পারিশ্রমিক তারা পায় না বললেই চলে। তাইতো ধীরে ধীরে এইসব ক্ষুদ্র শিল্পীদের সংখ্যা কমে যাচ্ছে । তাদের শিল্পের যদি সঠিক মর্যাদা দেওয়া হয় এবং তাদের পরিশ্রমের যদি সঠিক মূল্য দেওয়া হয় তবে এই ক্ষুদ্রশিল্পীরা আরো স্বনির্ভরশীল হয়ে উঠতে পারে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

কথা বলে না যে জিনিস যত বেশি নিখোঁজ সুন্দর হয় সেই জিনিসের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় আর সেই জিনিস তৈরি করা এতটাও সহজ নয় ক্ষুদ্রশিল্পীরা কতটা কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করে যারা ব্যবহার করে তারা হয়তোবা এটা টের পায় না যদি টের পেত তাহলে অবশ্যই তাদেরকে সম্মান দিত।

তারা ক্ষুদ্র শিল্পী বলে তাদেরকে কোন মর্যাদা নেই তাদেরকে কোন সম্মান নেই এটা যারা বোঝেনা তারা হয়তো বা বোকা স্বর্গে বসবাস করছে একটা কথা কি জানেন তো এই ক্ষুদ্র শিল্পী গুলো যদি তাদের কাজ করা বন্ধ করে দেয় তাহলে আপনার রাজকীয়তা একেবারেই চলে যাবে কেন সেটা আপনি নিজে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন ধন্যবাদ চমৎকার শিল্পীদের নিয়ে বিষয়টা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।