নমস্কার বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব কিছু হাতের কাজ। হ্যাঁ বাড়ির গৃহবধুরাও তাদের সংসারের কাজ সেরে সংসারের আর্থিক দিক তাকেও সামাল দিচ্ছে। নানান রকম কাজের মধ্যে দিয়ে তারা তাদের সংসারের টালমাটাল অবস্থাকে সামলে তোলার চেষ্টা করে।
একটি সংসার সুন্দর করে গড়ে তোলার সম্পূর্ণ শ্রেয় যায় বাড়ির মেয়েদের ওপরে। বাড়ির মেয়ে বউরায় সকলকে একসাথে জুড়ে একটি সুন্দর পরিবার গড়ে তোলে এবং সেই পরিবারকে একটি সংসারে বেঁধে রাখে। সে তাদের সাংসারিক কাজের নৈপুণ্য তাই হোক বা আর্থিক দিক থেকে সংসারের পুরুষ মানুষদের সাহায্য করার বিষয়ই হোক।
আজও ঘরে ঘরে দিনরাত পরিশ্রম করেও আর্থিক স্বচ্ছলতার জন্য বিভিন্ন কাজে সামিল হয় ঘরের মেয়ে বউ রা। তাদের শত কষ্ট পরিশ্রম এবং ক্লান্তি থাকা সত্ত্বেও তারা কোনভাবেই নিজেদেরকে দুর্বল করে তোলে না। যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে ক্ষমতা থাকে ততক্ষণ তারা প্রাণপণে চেষ্টা করে।
আজ একটি বাড়িতে পড়াতে গিয়ে দেখলাম এরকমই এক গৃহবধূর জীবন যুদ্ধ। সারাদিন ঘরে কম কাজ থাকে না তবুও সেই কাজ সম্পূর্ণ করে কাজের ফাঁকে ফাঁকে কিছু সাজের কাজ করে সংসারের আর্থিক অনটনকে দূর করার প্রয়াস এই দিদির। সারাদিন বাড়িতে থাকে বহু কাজ তারপর বাড়িতে রয়েছে একটি ছোট্ট মুদিখানার দোকান সেই দোকান সামলানোর পরেও তার হাতের ছোঁয়াতে তৈরি হচ্ছে মৃন্ময়ী প্রতিমার সাজের কাজ।
সামনেই পৌষ কালী পূজা এবং সেই পূজায় লাগবে প্রচুর ঠাকুরের গহনা। যে গহনা তৈরি করছেন তিনি রাত জেগে। যেহেতু। শনিবারে পৌষ কালী পূজার শেষ দিন এবং সেই পূজায় অনেক প্রতিমার সাজের কাজ হবে। যে কাজের জন্য রাজ্যে কেউ কাজ করতে হচ্ছে এই দিদিকে। বিশ্রাম কি জিনিস এখন দিদি ভুলে গিয়েছে। কারণ শনিবারের আগে তাকে সব কাজ শেষ করে দিতে হবে।
কথা বলে না যে জিনিস যত বেশি নিখোঁজ সুন্দর হয় সেই জিনিসের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় আর সেই জিনিস তৈরি করা এতটাও সহজ নয় ক্ষুদ্রশিল্পীরা কতটা কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করে যারা ব্যবহার করে তারা হয়তোবা এটা টের পায় না যদি টের পেত তাহলে অবশ্যই তাদেরকে সম্মান দিত।
তারা ক্ষুদ্র শিল্পী বলে তাদেরকে কোন মর্যাদা নেই তাদেরকে কোন সম্মান নেই এটা যারা বোঝেনা তারা হয়তো বা বোকা স্বর্গে বসবাস করছে একটা কথা কি জানেন তো এই ক্ষুদ্র শিল্পী গুলো যদি তাদের কাজ করা বন্ধ করে দেয় তাহলে আপনার রাজকীয়তা একেবারেই চলে যাবে কেন সেটা আপনি নিজে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন ধন্যবাদ চমৎকার শিল্পীদের নিয়ে বিষয়টা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit