নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব – যে সকল মানুষের জন্মদিন যেকোনো মাসের ১/১০/১৯/২৮ তারিখ

in hive-120823 •  last year 

যে সকল মানুষের জন্মদিন যেকোনো মাসের ১/১০/১৯ বা ২৮ তারিখ, তাদের নামের মূলাঙ্ক ১ হয়। উদাহরণ স্বরূপ ১০ তারিখে জন্ম নেওয়া ব্যাক্তির মূলাঙ্ক – ১+০ = ১, ২৮ তারিখে জন্ম নেওয়া ব্যাক্তির মূলাঙ্ক – ২+৮ = ১০ -> ১+০ = ১। এদের স্বামী গ্রহ সূর্য বা রবি।

number-1-1.jpgPhoto Credit: Pixabay

চারিত্রিক বৈশিষ্ট্য
মূলাঙ্ক ১ এর মানুষদের জীবনী শক্তি অন্যদের তুলনায় অধিক হয়ে থাকে। এরা জন্ম থেকেই নেতৃত্বের গুণাবলী পেয়ে থাকে। এরা স্থিরচিত্ত এবং সিদ্ধান্তে অবিচল হয়ে থাকে। এই ধরনের ব্যাক্তিরা কারও অধীনে কাজ করা পছন্দ করে না। এরা তেজস্বী আর উদার হয়ে থাকে।

মূলাঙ্ক ১ এর মানুষরা ভয়হীন, সাহসী, অভিমানী এবং আত্মসন্মানী হয়ে থাকে। এদের মধ্যে প্রচণ্ড উৎসাহ এবং সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা দ্রুতগতিতে কাজ করা পছন্দ করে। এরা সাধারণত গম্ভীর প্রকৃতির ও ধৈর্যবান হয়ে থাকে। এরা সামনের থেকে কারো কথা শুনতে পছন্দ করে না।

জীবনে এদের একমাত্র উদ্দেশ্য হল সব কাজে সফলতা পাওয়া। এরা খুব তাড়াতাড়ি রেগে যায় আবার তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। তবে এরা কোনও ক্ষেত্রেই নিজের সমালোচনা পছন্দ করে না। এরা দয়ালু, কৃপালু এবং রক্ষক হয়ে থাকে।

মূলাঙ্ক ১ এর মানুষরা স্তাবকদের দ্বারা ঘিরে থাকতে, মান-সন্মান ও আদর পেতে বেশি পছন্দ করে। এদের তাবেদারী করে সহজেই কোনও কাজ করিয়ে নেওয়া যায়। এরা জীবনে অনেক উন্নতি করে এবং যশ ও মান-সন্মান পেয়ে থাকে।

রবির প্রভাবের কারণে মূলাঙ্ক ১ এর ব্যাক্তিরা জেদী তথা একরোখা স্বভাবের হয়ে থাকে। এই কারণে এরা জীবনে অসফল খুব কমই হয়। এদের হৃদয় বিশাল, যদি কেউ ক্ষমা চায় তবে তাকে ক্ষমা করে দেয়। অহংকারের কারণে কখনো কখনো এদের হানীও হয়ে থাকে। উদার হৃদয়ের কারণে এরা দান ও পরোপকার অধিক করে থাকে।

number-1-2.pngPhoto Credit: Pixabay

স্বাস্থ্য এবং রোগ
জীবনী শক্তি অধিক হবার কারণে মূলাঙ্ক ১ এর মানুষরা রোগে আক্রান্ত কমই হয়ে থাকে। তবে স্বভাবগত এবং বয়সজনিত কারণে এদের কিছু রোগ হয়ে থাকে। এদের মধ্যে হৃদয়রোগ, মধুমেহ, উদররোগ, পীঠের বেদনা, নেত্ররোগ, বাতরোগ এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়।

শুভ রঙ
কমলা, সোনালী এবং হালকা বাদামী রঙ মূলাঙ্ক ১ এর মানুষদের জন্য শুভ।

শুভ দিন
মূলাঙ্ক ১ এর মানুষদের জন্য রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার শুভ দিন।

number-1-3.jpgPhoto Credit: Pixabay

শুভ তারিখ
মূলাঙ্ক ১ এর ব্যাক্তিদের জন্য ১-১০-১৯ শুভ তারিখ। ২৮ ও শুভ তারিখ কিন্তু কখনো কখনো কাজে বিঘ্নতা পড়ে যায়।

গুরুত্বপূর্ণ বছর
মূলাঙ্ক ১ এর মানুষদের জন্য ১-২-৪-৭-১০-১১-১৩-১৬-১৯-২০-২২-২৫-২৮-২৯-৩১-৩৪-৩৭-৩৮-৪০-৪৩-৪৬-৪৭-৪৯-৫২-৫৫-৫৮-৬১-৬৪-৬৫-৬৭-৬৯-৭০-৭৩-৭৪-৭৬-৭৯-৮৩-৮৫ এবং ৮৮ গুরুত্বপূর্ণ বছর। জীবনের ভালো বা খারাপ উল্লেখযোগ্য ঘটনা এই বছরগুলিতে ঘটিত হয়ে থাকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।মুলাঙ্ক১ কথাটি আমি এই প্রথম শুনলাম এবং এই বিষয়ে আমার পোস্ট পড়ে জানতে পারলাম।বেশ তথ্য বহুল পোস্ট টি।তাদের জন্মতারিখ মে কোন মাসের ১/১০/১৯/২৮ তাদেরকে মুলাঙ্ক ১ বলা হয়।এই ধরনের মানুষের
জন্য শুভদিন ও তাদের আচরণ কেমন হবে তাও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।

আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন আর সুস্থ থাকুন।

আপনাকে পুনরায় ধন্যবাদ জানাই এত তথ্য বহুল পোস্ট টি শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।