আমাদের প্রায় সকলকেই জীবনে বিভিন্ন সময় গ্রহদোষের কারণে খুব শোচনীয় অবস্থার মধ্যে কাটাতে হয়। বিশেষ করে নয়টি গ্রহের মধ্যে যে সমস্ত পাপ গ্রহ আছে তাদের মহাদশা কালে বা অন্তর্দশা কালে যদি সেই গ্রহের কুপ্রভাব থাকে তবে মানুষের জীবনে অনেক দুঃখ-দুর্দশা এসে উপস্থিত হয়। এই গ্রহদোষ কাটানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রত্ন ধারণের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু আর্থিক কারণে অনেক সময় রত্ন ধারণ করা সম্ভবপর হয়ে ওঠে না। এই কারণে অনেকে রত্নের পরিবর্তে বিভিন্ন মূল ধারণ করে থাকেন, তবে এই মূল যেহেতু প্রতি ১ সপ্তাহ বা ১৫ দিন অন্তর পরিবর্তন করতে হয় তাই অনেকেই মূল ধারণ করতে চান না। অনেকেই জানেন না যে আমরা রোজ যে খাদ্য গ্রহণ করি তার মাধ্যমেও আমরা গ্রহদোষ খুব সহজেই কাটিয়ে উঠতে পারি। আসুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক।
“রবি” |
---|
জন্ম ছকে যদি রবি নীচস্থ থাকে বা যারা রবির কারণে জীবনে বাধা প্রাপ্ত হচ্ছেন অথবা যাদের জন্ম ছকে রবির মহাদশা কালে অন্য অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে রবি অশুভ ফল প্রদান করছেন, তাহলে রবিবার দিন চালের খিচুড়ি গ্রহণ করুন। এতে অবশ্যই সুফল পাবেন।
“চন্দ্র” |
---|
যাদের জন্ম ছকে চন্দ্র নীচস্থ রয়েছে বা যারা চন্দ্রের অশুভ প্রভাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা চন্দ্রের মহাদশা কালে যাদের চন্দ্রের অশুভ প্রভাব রয়েছে, তারা প্রতি সোমবার ঘি দিয়ে তৈরি খাবার গ্রহণ করুন, যেমন ঘি দিয়ে লুচি বা পরোটা ভেজে খেতে পারেন। এতে আপনি প্রচুর সুফল লাভ করতে পারবেন।
“মঙ্গল” |
---|
জন্ম ছকে মঙ্গল নীচস্থ থাকলে বা মঙ্গলের মহাদশা কালে যারা মঙ্গলের কূপ্রভাবে পড়েছেন, তারা প্রতি মঙ্গলবার তেল ছাড়া খাদ্য গ্রহণ করুন অর্থাৎ সেদ্ধ খাবার খান। এতে আপনি এই গ্রহদোষ থেকে মুক্ত হতে পারবেন।
“বুধ” |
---|
জন্ম ছকে বুধ যদি নীচস্থ অবস্থায় থাকে অথবা বুধের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা কালে কিংবা অন্যান্য গ্রহের সঙ্গে দৃষ্টি বিনিময়ের দরুণ জাতক বা জাতিকা যদি বুধের অশুভ ফল ভোগ করেন, তাহলে প্রতি বুধবার অবশ্যই দুগ্ধজাত খাদ্য গ্রহণ করুন যেমন পায়েস বা দুধ দিয়ে তৈরি মিষ্টি। এতে অবশ্যই আপনি সুফল লাভ করতে সক্ষম হবেন।
“বৃহস্পতি” |
---|
জন্ম ছকে বৃহস্পতি যদি নীচস্থ অবস্থায় থাকে অথবা বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা কালে কিংবা অন্যান্য গ্রহের সঙ্গে দৃষ্টি বিনিময়ের দরুণ জাতক বা জাতিকা যদি বৃহস্পতির অশুভ ফল ভোগ করেন, তাহলে দই যুক্ত খাদ্য গ্রহণ করুন, যেমন দই দিয়ে ভাত বা দই বড়া অথবা দইয়ের ঘোল ইত্যাদি খেতে পারেন। আপনি শুধু দইও খেতে পারেন। এতে অবশ্যই সুফল পাবেন।
“শুক্র” |
---|
যাদের জন্ম ছকে শুক্র নীচস্থ বা যারা শুক্র গ্রহের কারণে জীবনে বারবার বাধা প্রাপ্ত হচ্ছেন অথবা বিবাহে বাধা আসছে কিংবা শরীর ভালো যাচ্ছে না অথবা যাদের শুক্রের মহাদশা কালে অন্য অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে শুক্র অশুভ ফল প্রদান করছে, তাহলে আপনি প্রতি শুক্রবার ঘি যুক্ত খাদ্য গ্রহণ করুন, যেমন ঘি দিয়ে ভাত বা পোলাও ইত্যাদি খান। এতে অবশ্যই আপনি সুফল প্রাপ্ত করবেন।
“শনি” |
---|
যাদের জন্ম ছকে শনি নীচস্থ রয়েছে বা শনির মহাদশা কালে যারা শনি গ্রহের প্রভাবে পড়ে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, তারা প্রতি শনিবার তিল দিয়ে তৈরি খাদ্য গ্রহণ করুন, যেমন তিল দিয়ে তৈরি মিষ্টি বা তিলের বড়া ইত্যাদি গ্রহণ করুন। যাদের বর্তমান সময়ে শনির সাড়েসাতি চলছে, তারাও এই খাদ্য গ্রহণের মাধ্যমে এই গ্রহদোষ থেকে মুক্ত হতে পারবেন।
“রাহু” |
---|
আপনার জন্ম ছকে যদি রাহু নীচস্থ থাকে অথবা বর্তমান সময়ে যদি আপনি রাহুর অশুভ ফল ভোগ করছেন, তবে প্রতি শনিবার অবশ্যই আমের থেকে তৈরি খাদ্য গ্রহণ করুন, যেমন আমের আচার, আমসত্ত্ব, আমের চাটনি, পাকা আম ইত্যাদি খাবেন। শনিবার দিন কাককে আমসত্ত্ব খাওয়ান। এতে অবশ্যই আপনি সুফল লাভ করবেন।
“কেতু” |
---|
কেতু গ্রহের কুপ্রভাব দূর করার জন্য প্রতি শনিবার তেতো খাদ্য গ্রহণ করুন, যেমন করলা বা উচ্ছের তরকারি বা ভাজা বা সেদ্ধ অথবা শুক্তো বা নিমপাতা ভাজা ইত্যাদি তেতো খাবার খান। এতে অবশ্যই আপনি এই গ্রহদোষ কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
Twitter/X share: https://x.com/PijushMitra/status/1796193116476653691
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে গ্রহদোষ বলতে যে কোনো বিষয় আছে আমি এর আগে জানতাম না।যদি এটি বাস্তব কোনো বিষয় হয়ে থাকে তাহলে আমি আজকে অনেক মজাদার কিছু জানলাম।কোন গ্রহদোষ থেকে রক্ষা পেতে কি ধরনের খাবার খেতে হবে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকল মানুষের মধ্যেই গ্রহদোষ থাকে। এই কারণে প্রত্যেক মানুষকে জীবনে কমবেশি দুঃখ-কষ্ট ভোগ করতে হয়। ধন্যবাদ আমার পোস্ট সময় নিয়ে পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আজকে আপনার পোস্ট পড়ে নতুন কিছু জানতে পারলাম। আপনার মত আমারও মনে হয়, প্রায় সকল মানুষের মধ্যেই গ্রহদোষ থাকে। ঠিকই বলেছেন নয়টি গ্রহের মাঝে কিছু পাপ গ্রহ আছে। কিভাবে পাপ গ্রহ থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে গ্রহ দোষ কাটাতে হয় খুব সুন্দর ভাবে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সকলের মধ্যেই গ্রহদোষ বিদ্যমান। সেই কারণে জীবনের বেশ কিছুটা সময় সকলকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটাতে হয়। ধন্যবাদ আমার জ্যোতিষ সংক্রান্ত পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit