নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আজ আবারো চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে।
আমার এনগেজমেন্ট উপলক্ষ্যে আমি আগেই নিজের ফাইনাল লুক সম্পর্কে ভেবে রেখেছিলাম। কোন শাড়ি পরব বা তার সাথে কি কি জুয়েলারি পরব সমস্ত কিছুই বেশ অনেকদিন ধরেই ভেবে চিন্তে ঠিক করে রেখেছিলাম। যে কোনো বিশেষ দিনের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু পরিকল্পনা থাকে। আমিও ব্যতিক্রমী নই। তাই পরিকল্পনা মতো আমি শাড়ি এবং ম্যাচিং করে ব্লাউজ কিনে রেখেছিলাম। শাড়িটা নিয়ে অনেকেরই একটু ডাউট ছিল যে পরলে কেমন লাগবে। তবে শাড়ির ব্যাপারে আমি ভীষণই কনফিডেন্স ছিলাম যে ওই শাড়িটি পরলে ফাইনাল লুক ভালোই আসবে। জুয়েলারি গুলো যেহেতু সবই আমি অনলাইন পারচেজ করেছিলাম তাই সেগুলোকে বেশ অনেক মাস যাবৎ খুঁজে খুঁজে উইশ লিস্ট করে রেখেছিলাম এবং ভেবেছিলাম প্রোগ্রামের ১০-১৫ দিন আগে সেগুলো পারচেজ করব।
এই কেনাকাটির পাশাপাশি আমার আরও একটি ইচ্ছে ছিল। সেটি হলো nail extension করানো। আমি আমার অনেক পোস্টেই জানিয়েছি যে আমি নিজের ফটো তুলতে বেশ ভালোবাসি তাই ফটোগুলো যাতে খুব ভালো আসে সেই জন্য ছোটোখাটো বিষয়গুলো মাথায় রেখেছিলাম। এনগেজমেন্ট বা রিং সেরেমনিতে যেহেতু হাতটা বেশ অনেক ফটোতেই প্রাধান্য পাবে তাই নেল এক্সটেনশন করার প্রবল ইচ্ছা ছিল।
আমি পড়াতে যাই এমন একটি বাড়ির বাচ্চার মা এরকম নেইল এক্সটেনশন করে। ওনাকে আমি দিদি বলে ডাকি। উনি আমার এক স্কুল ফ্রেন্ড এর দিদি। নেইল এক্সটেনশন করার জন্য আমি ওনাকে আগে থেকেই বলে রেখেছিলাম। ওনাকে ডেট ও বলে রেখেছিলাম। আর জানিয়েছিলাম যেহেতু বাড়িতে বিভিন্ন রকমের কাজ থাকবে তাই প্রোগ্রামের আগের দিন আমি নেইল এক্সটেনশন করাবো। দিদিও রাজি হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে গেলে দিদির করা কাজগুলো যে আমার খুব ভালো লাগে তা নয়। তবে পরিচিত মানুষ কে না বলে যদি অন্য কাউকে দিয়ে কাজ করাতাম তাহলে পরে দিদির রাগ হতে পারে বা অভিমান হতে পারে এটা ভেবেই আমি উনাকে করে দিতে বলেছিলাম।
যেহেতু উনি সবই জানতেন তাই মাঝে আর এই বিষয়ে তেমন কথা বলিনি। উনি আমার নেইল এক্সটেনশন করে দছবেন এটাই ফাইনাল হয়েছিল। প্রোগ্রামের এক দিন আগে যখন আমি ওনার ছেলেকে পড়াতে যাই এবং জিজ্ঞাসা করি, "দিদি, কালকে তাহলে কখন আসবো নেইল এক্সটেনশন করতে?" উনি তখন করুণ ভাবে বলল, "ও, নেইল এক্সটেনশন করাবি! আমি তো ভুলেই গিয়েছিলাম।" ওনার সুর শুনেই আমি বুঝতে পেরেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, "কেন তোমরা কি বাড়ি থাকছো না?" উনি বললেন, "হ্যাঁরে, আমি না একদমই ভুলে গিয়েছিলাম তাই আজকে তোর জামাইবাবু বলল নিজের বাড়ি থেকে ঘুরে আসবে।"
একজন প্রফেশনাল মানুষ কীভাবে একজনের বুকিং ভুলে যেতে পারে আমার জানা নেই। খুব খারাপ লেগেছিল। কারণ সেই মুহূর্তে অনেক কাজ পেন্ডিং এ ছিল। আর নতুন করে আরো একজন নেই আর্টিস্ট খোঁজা একটু চাপের মনে হচ্ছিল। তবে ওনার এইরকম হঠকারী সিদ্ধান্তের জন্য আমি আমার বিশেষ দিনটিকে একেবারেই নষ্ট করতে চাইনি। তাই তাকে কোনো রকম রিকুয়েস্ট আমি করিনি। হইত ভেবেছিল, " পিংকি চেনা জানা মানুষ, ওর কাছ থেকে টাকা চাওয়া যাবে না। তাই ঘুরতে যাওয়াটাকেই কি বেশি প্রাধান্য দিয়েছিল।"
যাক সেসব কথা, অনেকটা মন খারাপ নিয়ে আমি পড়াচ্ছিলাম। হঠাৎ করে আমার মাথায় এলো কিছুদিন আগেই আমার এক বান্ধবীরও এনগেজমেন্ট হয়েছিল। ও নিজের এনগেজমেন্টের জন্য নেইল এক্সটেনশন করিয়েছিল ওর নিজের মামার মেয়ের কাছ থেকে। ওর মামার মেয়ে আমার ফেসবুক ফ্রেন্ড এ ছিল। আমি সাত পাঁচ না ভেবে ফেসবুক মেসেঞ্জার এ ওর সাথে যোগাযোগ করি। পড়াতে পড়াতেই ওর সাথে সমস্ত কথাবার্তা হয়ে যায়। সময় যেহেতু বিশেষ ছিল না তাই একটু টেনশন হচ্ছিল যার ফলে পড়িয়ে উঠে তারপর যে কথা বলব সেই সময়টুকু আমি অপেক্ষা করতে পারছিলাম না।
ফাইনালি ওর সাথে আমার সমস্ত কথাবার্তা শেষ হয় এবং ঠিক হয় যে ও পরের দিন দুপুরবেলায় আমাদের বাড়িতে এসে নেইল এক্সটেনশন করিয়ে দেবে। কথা মত পরের দিন দুপুর দুটো নাগাদ ও আমাদের বাড়ি আসে। তারপর নেইল এক্সটেনশনের বিভিন্ন প্রসেস শুরু করে দেয়।
আমার পুরো দুই হাতের নেইল এক্সটেনশন করতে সময় লেগেছিল ৩ ঘন্টা। এতখানি সময় এক জায়গায় বসে থাকা খুব চাপের ছিল। তবে নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এই সময়টুকু আমি ধৈর্য্য সহকারে বসে ছিলাম।
নেইল এক্সটেনশন করার যে এত প্রসেস থাকে তা আমার জানা ছিল না। আমি তো আগে ভাবতাম জাস্ট একটা ফলস্ নখ বসিয়ে সাইজ করে কেটে তার ওপরে শুধু পেইন্ট করে দেয়। কিন্তু যখন অরিজিনালি করতে বসলাম তখনই বুঝলাম যে বিষয়টা এতটাও সহজ নয়। প্রচুর প্রসেসিং এর মাধ্যমে পুরো কাজটা এত সুন্দর ভাবে সম্পূর্ণ হয়। তিন ঘন্টার একটা লম্বা কাজের পর আমার নখের ফাইনাল লুক শেষ হয়। এখন আপনাদেরকে দিয়ে ফাইনাল ছবিটি শেয়ার করব।
ব্যক্তিগতভাবে আমার তো ভীষণ ভালো লেগেছিল। আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোন লেখা নেই আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের জন্য এটি খুবই সুন্দর একটা জিনিস তবে আমাদের ক্ষেত্রে এটা করা মোটেও ঠিক না কেননা আমাদের ধর্মে এটা কখনো মেনে নেবে না আর আমরা মুসলমান হিসেবে এটা কখনোই করব না তবে আপনার হাতে বেশ ভালো মানিয়েছে আর বেশ ভালোও লাগছে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নেল এক্সটেনশন করার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনি যে পরিকল্পনা এবং প্রচেষ্টা নিয়ে এনগেজমেন্টের জন্য পুরো লুক সাজিয়েছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রথমবার নেল এক্সটেনশন করার পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যা সত্যিই আগ্রহজনক। ৩ ঘণ্টা এক জায়গায় বসে থাকতে হয়েছে, কিন্তু ফলস্বরূপ যে নখগুলো পেলেন তা দেখে মনে হচ্ছে সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে। আমি নিশ্চিত আপনার ফাইনাল লুক সত্যিই অসাধারণ ছিল। খুব ভালো লাগলো, আশা করছি আপনার বিশেষ দিনটি অনেক সুন্দরভাবে কাটে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit