আমার জিবনের প্রিয় মানুষ আমার দিদি

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20220914_235631.jpg

(আমার আর দিদির (@sduttaskitchen)পুজোয় কাটানো মুহুর্ত)

বন্ধুরা,
আশাকরি সবাই ভালো আছেন। এবং সুস্থ আছেন।
আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলবো সে আমার দিদি আমরা এক মায়ের পেটের না হলে কি আমার নিজের বোনের থেকেও আমার কাছে অনেক।

তাকে আপনারা সবাই চেনেন হে আমার পিসির মেয়ে সুনিতাদিদি আমার মেয়ের ভালো মানি।
আমরা ছোট বেলায় দিদিদের বাড়িতে অনেক সুন্দর মুহুর্ত কাটিয়েছি।

যখন আমরা আস্তে আস্তে বড় হলাম তখন আমার পিসি আমাদের ছেড়ে চলে গেল। তারপর কিছুদিন আমাদের যোগাযোগ ছিলোনা আমরা যেহেতু ভাড়া থাকতাম দিদিদের বাড়ি থেকে অনেকটা দুরে চলে গেলাম।
আমার মামাবাড়ি থেকে দিদিদের বাড়ি একটু দুরে ছিলো।

যখন মামা বাড়িতে যেতাম তখন একবার দিদিদের বাড়িতে যেতাম একে একে সবাই আমরা বড় হলাম দিদিদের সবার বিয়ে হয়ে গেল। আমি ছোট থেকে দিদিকে খুব ভালোবাসি।

আবার দেখা হলো আমার এক দাদার বিয়েতে। যেখানে আমরা সবাই গেছিলাম। আমার মা বাবা আর আমার দাদা আমার দিদি সবাই। আমরা সেখানে সবাই খুব মজা করেছি।

দাদার বিয়েতে আমরা কয়েকদিন সেখানে ছিলাম। আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট তাই আমাকে সবাই খুব ভালোবাসে।
আমার ছোটবেলা থেকে দিদির প্রতি একটু বেশি ভালোবাসা ছিল সেটা হয়তো দিদিকে কোনদিন জানাতে পারিনি।

এরপর কিছুদিন বাদে আমারও বিয়ে হয়েগেল দিদি অনেক দুরে ছিলো বলে আমার বিয়েতে আসতে পারেনি আমি সেই মুহুর্তেও দিদিকে মিস করেছি।

IMG_20220915_000635.jpg

(আমার অভিভাবক ও আমার শিক্ষকা)

তারপর একদিন দিদির সাথে আমার ট্রেনএ দেখা হলো অনেকটা দুরে দুজনে সারিতে ছিলাম কিন্তু কেউ কাউকে চিনতে পারছিলামনা কারন মাঝে অনেকগুলো বছর আমাদের কোন দেখা হয়নি।

তাই যেদিন দেখলাম সেদিন প্রথম আমিই দিদিকে চিনতে পারি। আমিও তখন চাকরিকরি একটা মলে। ছুটির সময় আমি ট্রেনেই ফিরতাম।
ভগবান হয়তো চেয়েছিল দিদিরসাথে আমার দেখা হোক।

এরপর দিদিসাথে আমার যোগাযোগ হলো আর আমরা অনেক সুন্দর মুহুর্ত একসাথে কাটালাম।

IMG_20220915_000549.jpg

(দিদির বাড়িতে মেয়ের খেলার মুহুর্ত)

আমার মেয়ে সুধু আমার নয় আমার দিদিরও মেয়ে আমরা একসাথে অনেক জাগায় ঘুরতে গেছি।

IMG_20220915_000500.jpg

(মেয়ের বিশ্রামের মুহুর্ত)

আজকে দিদির জন্য আমি নিজের একটা পরিচয় খুজে পেরেছি।
তাই দিদি শাসনের সাথে আমাকে খুব ভালোও বাসে। দিদি যখন আমাকে বলে তখন আমি ভাবি আমার ভালোর জন্যই বকে।

আমার মা আমাকে ভুল করলেতো বকবেই তাই আমার দিদিও আমাকে বোকতে পারে।
আমার দিদির কাছথেকে সেখা জিবনে এগোতে হবে। আমার পাসে আজ আমার দিদি আছে বলে আমি আজ এগিয়ে চলেছি।

আমাকে বলো কিন্তু আমার পাসে সবসময় থেকো। দিদি আমার জিবনে অভিবাবক ও বলতে পারেন আবার আমার শিক্ষকাও।
আজ এখানেই শেষ করলাম দিদির প্রতি আমার অনুভুতি।

ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
Good night.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

খুব ভালো লিখেছেন @piudey দিদি। সত্যিই সুনীতা দিদি ভীষন ভালো মানুষ। আর যেহেতু সে আপনার দিদি, তাই আপনি আরও ভালো ভাবে চিনবেন এটাই স্বাভাবিক। ভালো লাগলো আপনাদের গল্প পড়ে ভালো থাকবেন।

@sweta97 Thank you for your visite and comment.

You are welcome @piudey.

ঠিক বলেছেন @piudey সুনীতাদির কাছ থেকে জীবন সম্পর্কে অনেক কিছু শেখার আছে। এমন একজনের সাথে ছোটো থেকে নিশ্চয়ই অনেক ভালো সময় কাটিয়েছেন। আপনারা সব সময় একসাথে ভালো থাকুন এই প্রার্থনা কররি।

  ·  2 years ago (edited)

@sampabiswas ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আপনিও ভালো থাকবেন।

  ·  2 years ago (edited)

একজন নারীকে জীবনের লড়াই একহাতে লড়তে নিজে চোখে দেখার সৌভাগ্য হয়েছে আপনার দিদিকে দেখে।

আপানার সাথে আপনার দিদির সম্পর্ক অব্যাহত থাকুক সবসময়।

@pulookসত্যি আজ সে লড়াই করেছে বলে এই জায়গায় পৌছতে পেরেছে। আমারদিদি সত্যি প্রকৃত নারী।

সত‍্যিই সুনিতা দিদি একজন ভালো মানুষ।আপনার লেখা পড়ে ভাল লাগল।ভাল থাকবেন

@baishakhi88 Thank you for your complement.

এই ছবিটা নেই আমার কাছে, আমার ছবিটা চাই। ভালোভাবে কাজ করলে দিদি বেশি খুশি হয়, কারণ এই পৃথিবীতে নিজের পায়ের মাটি শক্ত না থাকলে পাশে দাড়ানোর মানুষ পাওয়া যায় না। তেলা মাথায় সবাই তেল দিতে ভালো বাসে। কাজেই আমি চাই এখানে যারা এসেছে প্রত্যেকেই নিজের পায়ের মাটি শক্ত করো, পরিশ্রম, সততা এবং একাগ্রতার সাথে কাজ করে।

@sduttaskitchen আপনার কথা আমি সবসময় মনে রাখবো। এবং আপনার কথা মত চলার চেষ্টা করবো। ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ ম্যাডাম।

সত‍্যিই সুনিতা দিদিএকজন ভালো মানুষ।আপনার লেখা পড়ে ভাল লাগল।ভাল থাকবেন