প্রিয়বন্ধুরা,
আশাকরি আপনাদের আজকের দিনটা খুব ভলো কেটেছে।
আজকে লক্ষ্মী পূজো সবার বাড়িতে । আমার বাড়িতেও আমরা পূজো করেছি প্রতি বছর আমার ঘরেই পূজোর আয়োজন করি কিন্তু এবছর আমার জায়ের ঘরে আমরা মা লক্ষ্মীকে বসালাম।
আমরা সকালে গিয়ে পূজোর বাজার করলাম।এ বছর আমরা ছোট করেই পূজো করলাম কারন বাড়িতে মায়ের শরীর খুব একটা ভালো নেই।
আমরা ভেবে ছিলাম আমাদের হয়তো এবছর পূজো করা হবেনা। কিন্তু মায়ের ইচ্ছে আমাদের পূজো নেবেন তাই পূজোটা করতে পারছি।
বিকেলে স্থান করে পূজোর আয়োজনে বসে পরলাম। প্রথমে ঘরের ঠাকুর দিয়ে তারপর ওর ঘরে বসে ঠাকুরের কাজ করলাম।
আমি নারকেল গুলো কুড়িয়ে দিলাম তারপর গ্যাস জ্বালিয়ে গুর জ্বাল দিলাম গুর পাক হয়েগেলে তার মধ্যে নারকেল গুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে পাক দিলাম যতক্ষণ না ভালো করে পাক হয় ততক্ষণ নাড়লাম। তারপর পাক হয়েগেলে সেটা নামিয়ে নাড়ু বানালাম।
আমরা দুজনে মিলে তারাতাড়ি নাড়ু গুলো বানিয়ে নিলাম।
আবার তার সাথে একটু মুড়ির মোয়া বানিয়ে নিলাম।
এরপর ঠাকুরটা একটা আষনে বসাই। তারপর ফুল দিয়ে ঠাকুরের আশনটা সুন্দর করে সাজাই। তারপর ঘরে ঘরে আলপোনা দেই।
তারপর দুজনে মিলে ফলগুলো কেটেনেই। এরপর একটা থালায় নৈবেদ্য সাজিয়ে দেই। আর তারসাথে আরেকটা থালাতে খই নাড়ু গুলো সাজিয়ে দেই।
আরেকটা থালাতে দই মিষ্টি গুলো সাজিয়ে দিলাম।
এরপর আমাদের নিয়মে মাকে বরন করে ঘরে নিয়ে আশা হলো।
তারপর আমরা বসে পাঁচালি পরলাম।
আমাদের ঠাকুর দিয়ে পূজো হয়না তাই আমরা ফটোতে পূজো করি।
এরপর আমরা সবার বাড়িতে পূজোর প্রসাদ বিতরন করলাম। তারপর নিজেরা প্রসাদ খেলাম।এরপর আমরা রেডি হয়ে আমার ননদের বাড়িতে পূজোর প্রসাদ খেতে গেলাম।
তারপর ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা বাড়িতে ফিরে এলাম।এবার আমরা পাসের বাড়ির দিদিদের বাড়িতে পূজো দেখতে এলাম।
আজ সবার বাড়িতে পূজো সবাই যেতে বলেছে পুজোতে কিন্তু উপোস করে বেশি প্রসাদ খাওয়া যায়না তাই নেমন্তন্ন রক্ষা করতে সবার বাড়িতে পূজো দেখে চলে এলাম বাড়িতে। আবার পাড়ায় অনেকের বাড়িতে কালি পূজোর দিন লক্ষ্মী পূজো হয়।
তাই তারা কালি পূজোর দিন লক্ষ্মী পূজোর নেমন্তন্ন করলো।
এই ভাবেই আমার আজকের পূজোর দিনটি কাটলো।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
শুভরাএি।
@piudeyনাড়ু গুলো যদি দুটো পেতাম ভালোই হতো। আমিয়ও বাড়িতে এরকম ছোট করে পূজো করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@baishakhi88লক্ষ্মী পুজোয় মেন হল নাড়ু আর খই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাজানোটা খুব সুন্দর হয়েছে।বরণের থালাটা ও খুব ভালো সাজানো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগছে দেখে এখনও সবাই পুজোকে এতটা প্রাধান্য দিচ্ছে দেখে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো ভাবে পুজো সম্পন্ন হয়েছে এটাই বড়ো কথা, কারণ এখানে গত কাল বৃষ্টি হচ্ছিল, ফলে পুরোহিত নিয়ে বেশ সমস্যা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@piudey দিদি বরনের ফালাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে সাজানো। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit