ব্যর্থতাই বয়ে আনে সফলতা।

in hive-120823 •  last year  (edited)
business-concept-steps-succeed-isometric-illustration-man-stepping-idea-plan-work-promotion-success-blocks_126523-542.webpsource

Hello Friends,

এখানে সন্ধ্যা আগত, একটু হাতে সময় নিয়ে লিখতে বসলাম। হঠাৎ করে এক পরিশ্রমী সফল মানুষ এবং একই সাথে কিছু বাস্তব অনুভূতি। দু'টি এক করেই লিখতে ইচ্ছা হলো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক

আমরা সবাই স্বপ্ন দেখতে ভালবাসি। আমাদের মধ্য থেকে কেউ কেউ এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। তবে বাস্তবে রূপ দিতে গিয়ে প্রথমেই আমরা বিভিন্ন আঘাতে বিধ্বস্ত হই।

কেউ কেউ সেখানেই থেমে যায়। আপনার ক্ষেত্রেও কি এরকমটা হয়েছে কখনো?

আবার কেউ এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে একাধিকবার অনেক ব্যর্থতার সম্মুখীন হয়। তবে তারা হাল ছাড়ে না, প্রতিনিয়ত প্রবলবেগে আবার শুরু করে।

jack-ma-5831277_1280 (1).pngsource

এরকম এক পরিশ্রমী এবং সফল ব্যক্তি সম্পর্কে আজ কিছু কথা বলব। কারণ যার কাছে ব্যর্থতা ও হার মেনেছিল। বেশ কিছু কারণে নিজের মধ্যে উদ্বিগ্নতা কাজ করছে, তাই আজ অনুপ্রেরণামূলক কিছু ভাবতে খুব বেশি ইচ্ছা করতেছিল।

জ্যাক মা এই ব্যক্তির নামটি সম্পর্কে আপনারা সকলেই জানেন। যার জীবন সংগ্রামের প্রতিটি পদক্ষেপ প্রতিনিয়ত মানুষকে অনুপ্রেরণা দেয়। এই মানুষটির অদম্য ইচ্ছা আগ্রহ এবং কার্যক্রম সম্পর্কে অধ্যয়ন করার মুহূর্তে মনে হয় আমার দ্বারাও সম্ভব।

যার জন্ম পৃথিবীর জনবহুল একটি পরিচিত দেশ চীন। ছোটবেলা থেকেই তিনি বিদেশী ভাষার প্রতি বেশ আকৃষ্ট। বিদেশী ভাষা বলতে ইংরেজির প্রতি, আর ইংরেজি ভাষাকে করায়ক্ত করার জন্য তিনি অনেক পদ্ধতি অবলম্বন করেছেন।

ভাষা শেখার প্রচেষ্টাঃ
সাধারণ অর্থে আমরা সফলতা বলতে অনেকে অর্থ উপার্জনটাকে বুঝি। তবে সবাই যে অর্থকে সফলতা মনে করে এরকমটা না। অধিকাংশের ক্ষেত্রে এটাই হয় তাই বললাম। জ্যাক মা ইংরেজি ভাষাকে আয়ত্ব করার জন্য চল্লিশ মাইল পথ অতিক্রম করে পর্যটকদের সাথে কথা বলার জন্য।

এই বালক ইংরেজি শেখার জন্য রেডিও তে কান পেতে থাকতেন। এরকম আরও অনেক কিছু করেছেন ইংরেজি শেখার জন্য। আমরা যেখানে একবার ব্যস্ত বলে হাল ছেড়ে দেই, কিন্তু তরুণ জ্যাক মা এটা কখনোই করেননি বরং একের পর একটা প্রচেষ্টা করেই চলেছিলেন।

শিক্ষাজীবনঃ

blind-823530_1280.pngsource

জ্যাক মা'র শিক্ষা জীবনটাও ছিল ব্যর্থতায় পরিপূর্ণ। কর্মজীবনে প্রবেশ করার জন্য অনেক প্রচেষ্টা কিন্তু বারবার ব্যর্থতা।

তবে এটা বাস্তব কোনো মানুষের কঠোর পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না। কারণ জ্যাক মার একটি শক্তিশালী রূপ ছিল সে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছিল। ঊনিশশত চুরানব্বই সালে তিনি ইন্টারনেট শব্দটির সাথে পরিচিত হন।

ঊনিশশত পঁচানব্বই সালেজ্যাক মা মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে এক বন্ধুর সহযোগিতায় প্রথম ইন্টারনেট ব্যবহারের সুযোগ হয় তার। তিনি যখন বিয়ার লিখে সার্চ করেন, তখন পৃথিবীর অন্যান্য দেশের নাম দেখা গেলেও তার নিজে দেশের নাম সেখানে তিনি দেখতে পাননি।

তারা নিজেদের শেষ নাম সেখানে না দেখে তিনি মনে মনে খুব কষ্ট পান। তারপরই তিনি একটা ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইট তৈরি করার পর অনেকের কাছ থেকেই তিনি বেশ ভালো ভালো বার্তা পেতে থাকেন।

এভাবেই তার সফলতার দ্বার উন্মোচন হতে শুরু করে।

জ্যাক মা সম্পর্কে বলতে গেলে আরো অনেক কথা বলতে হয়।

আজ আমি কেন এই ব্যক্তির জীবনের কিছু বিষয় তুলে ধরলাম?

স্টিমিট প্ল্যাটফর্মে অনেকেই প্রবেশ করার সাথে সাথে তাদের উপার্জনটাকে বড় করে দেখে। জ্যাক মার মত করে ইংরেজি শেখার জায়গায় আমরা কোয়ালিটি পূর্ণ কন্টেন্টের দিকে নজর দিতে ভুলে যাই।

আর একটা সময় হতাশা নিয়ে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাই। সকল সফলতার পেছনে কঠোর পরিশ্রম, ধৈর্য্য ও সততা খুব বেশি গুরুত্বপূর্ণ।

আমার আজকের লেখাটি আমি এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আবারও নতুন কোন লেখা নেই আপনাদের সাথে দেখা হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  last year (edited)

you are right Sir. we should focus on the qualities of our content. thank you so much for this nice message.🌻

Loading...
  ·  last year (edited)

ব্যর্থতা থেকে কিভাবে সফল হওয়া যায় আপনি খুব সুন্দর তা তুলে ধরেছেন। ব্যর্থতাই বয়ে আনে সফলতা আপনি ঠিকই বলেছেন। প্রায় আমরা সবাই জানি ব্যর্থতাই হলো সফলতার চাবিকাঠি।একজন মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।’ সফল হতে হলে জীবনে ব্যর্থতা যেন অবশ্যম্ভাবী। তারপরও অনেকেই ব্যর্থতাকে নিয়তি মনে করে সরে পড়েন। যাঁরা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উৎসাহে সামনে এগিয়ে যান, তাঁরাই সফল হন। পৃথিবীজুড়ে যাঁদের আমরা সাফল্যের শিখরে দেখছি, তাঁরাও কিন্তু জীবনের কোনো না কোনো সময় ব্যর্থতার স্বাদ পেয়েছেন।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন

স্বপ্ন দেখতে সবাই ভালবাসেন তবে সেখানে থাকে নানান ধরনের বাঁধা। ব্যর্থতা কাটিয়ে সফল তারাই হতে পারেন যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে পরিশ্রম করেন। ভালো লাগলো আপনার কাছ থেকে অনুপ্রেরণামূলক পোস্ট পড়ে। আমি বেশ কয়েকবার হতাশা নিয়ে এখান থেকে চলে গেলেও পুনরায় আবর চেষ্টা করছি নিজেকে ঝালিয়ে নিয়ে প্রতিষ্ঠিত করতে এখানে।

জ্যাক মা সম্পর্কে অনেক তথ্য শেয়ার করেছেন যা আমাদের মতো নতুন ইস্টিমিটিয়ানদের আশা যোগাবে সফলতার দারপ্রান্তে পৌঁছাতে। জ্যাক মা অবশেষে ইংরেজি শিখতে সফল হয়েছিলেন জেনে প্রফুল্ল বোধ করছি যেকোনো কাজে লেগে থাকলে সফলতা নিশ্চয়ই আসবে তবে তার জন্য জ্যাক মা এর মতো প্রবল আস্থা ও ধৈর্য্যশক্তির প্রয়োজন।